

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বুধবার দুপুরে আসানসোল দক্ষিণ থানার হটন রোডের রাস্তা এবং নালা সংস্কারের উদ্বোধন করলেন আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী এবং বরো চেয়ারম্যান। মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী জানান আসানসোল শহরের হটন রোড এলাকায় বর্ষার সময় জল জমে এলাকা প্লাবিত হবার সমস্যা দীর্ঘদিন ধরে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে ৭২ লক্ষ টাকা খরচ করে নালাটা চওড়া করার সাথে রাস্তা তৈরী করা হবে ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে এবং এই কাজ করতে তিনমাসের বেশি সময় লাগবে আশাকরা যায় বর্ষার আগে কাজ শেষ হয়ে যাবে। নালাটা বস্তিন বাজারে মে আই হেল্প ইউয়ের কাছে বড় নালার সাথে যোগ হবে।
























































