Tag: TMC

  • আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা লোকশিল্পী সম্মেলন আসানসোল,

    আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা লোকশিল্পী সম্মেলন আসানসোল,

    পাবলিক নিউজ ডেস্ক আসানসোল:-পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সেনরেল স্টেডিয়ামে আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্রে শনিবার হলো পশ্চিম বর্ধমান জেলা ” লোকশিল্পী সম্মেলন”। প্রদীপ জ্বালিয়ে ও বাউল গানের মধ্যে দিয়ে এই সম্মেলনের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, শিক্ষা, তথ্য সাংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দোপাধ্যায় ,বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ পশ্চিম বর্ধমান জেলা পরিষদ ও জেলার অন্যান্য প্রকল্প আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
    এই সম্মেলনের উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর।

  • টানা বৃষ্টিতে জমেছে জল / পশ্চিম বর্ধমান জেলায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা / সতর্ক স্বাস্থ্য দপ্তর

    টানা বৃষ্টিতে জমেছে জল / পশ্চিম বর্ধমান জেলায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা / সতর্ক স্বাস্থ্য দপ্তর

    File photo

    পাবলিক নিউজঃ ডেস্ক:- টানা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান জেলায় । আর তাতে বিভিন্ন জায়গায় জমেছে জল। তারপরই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। পশ্চিম বর্ধমান জেলায় এই মুহূর্তে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৬৫ জন । তার মধ্যে আসানসোল পুরনিগম এলাকায় ৮৫ জন এবং দুর্গাপুর পুরনিগম এলাকায় ৬৫ জন বলে শনিবার জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান। তিনি বলেন, ১৫ জন আক্রান্ত জেলার বিভিন্ন ব্লকের বাসিন্দা। সব ব্লকে এক বা দুজন করে ডেঙ্গু আক্রান্তর খোঁজ পাওয়া গেলেও জেলার অন্ডাল ও কাঁকসা এলাকায় এই রোগের সংখ্যা বেশি বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়ে। তিনি বলেন, দুজন বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। তারা একজন পুরুষ এবং একজন মহিলা। গত দুই সপ্তাহে জেলায় আক্রান্তের সংখ্যা ২১ বলে তিনি জানিয়েছেন। এই মুহুর্তে ডেঙ্গু মোকাবিলায় জেলাস্তরে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
    অন্যদিকে, আসানসোল পুরনিগমের স্বাস্থ্য আধিকারিক ডাঃ দীপক গঙ্গোপাধ্যায় বলেন, আগস্ট মাসে কেবলমাত্র এই রোগে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। আসানসোল পুর এলাকায় যতজন আক্রান্ত হয়েছেন তার মধ্যে ২৬ জন বাঙ্গালোর, চেন্নাই সহ প্রধানতঃ দক্ষিন ভারত থেকে এই রোগ আক্রান্ত হয়ে ত নিজেদের জেলায় এসেছেন। তিনি বলেন, আসানসোল পুরনিগমের ৩, ৪, ৫, ৬ নং বোরোগুলিতে সবচেয়ে বেশি এই রোগে আক্রান্তের সংখ্যা দেখা গেছে। এর পাশাপাশি আসানসোলের রেলপারে মুৎসুদ্ধি মহল্লা, হটন রোড, আসানসোল বাজার সংলগ্ন এলাকা বলতে ৪১, ৪৪, ৪৫ নং ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এছাড়াও কুলটির নিয়ামতপুর, বরাকর , ডিসেরগড়ে এই রোগে আগস্ট মাসে আক্রান্ত হয়েছেন অনেকেই।
    তিনি আরো বলেন, আসানসোলের দুটি, রানিগঞ্জ, কুলটি ও জামুরিয়ার তিনটি সহ মোট পাঁচটি স্বাস্থ্য কেন্দ্র বা হেলথ সেন্টারে প্রতিদিন এই রোগে কেউ আক্রান্ত হয়েছেন কিনা তার পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পুর এলাকার মধ্যে আমাদের যে ২৪টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেইসব কেন্দ্রগুলিতে যদি কেউ জ্বর নিয়ে যান বা বিশেষ কোনো উপসর্গ থাকে তাহলে তাদের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করা হচ্ছে। রক্ত পরীক্ষার রিপোর্ট সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে দেখা হচ্ছে কোথাও জল জমে আছে বা আবর্জনা জমে আছে কিনা। কোথাও তা থাকলে তার রিপোর্ট করার পরে সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা নিচ্ছে। তবে গতবার এই সময় যে পরিমাণ ডেঙ্গু রোগী আসানসোল পুরনিগম এলাকায় ছিল এবার তার চেয়ে সামান্য কিছু কম আছে। তার দাবি, কিন্তু আগস্ট মাসে আচমকা রোগীর সংখ্যা বেড়ে গেছে তা, প্রধানতঃ টানা বৃষ্টির কারণে। পুরনিগমের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সমানে নজরদারিও চালানো হচ্ছে।

  • অপারেশন সতর্ক ” টিমের আসানসোল স্টেশনে অভিযান/ আটক বেআইনি মদ , ধৃত ১

    অপারেশন সতর্ক ” টিমের আসানসোল স্টেশনে অভিযান/ আটক বেআইনি মদ , ধৃত ১

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল“:- অপারেশন সতর্ক ” টিমের উদ্দেশ্য হলো সতর্ক থেকে লক্ষ্য রেখে রেল চত্বরে নিরাপত্তা বাড়ানো ও অবৈধ কার্যকলাপ দমন করা। আসানসোল পশ্চিম অবস্থিত রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) আসানসোল রেল পুলিশের সহযোগিতায় শুক্রবার সন্ধ্যায় আসানসোল স্টেশনে অভিযান চালায়। এই অভিযানটি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সারা দেশের রেলস্টেশনে আইনশৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টার একটা অংশ মাত্র ।

    জানা গেছে, শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আসানসোল স্টেশনের ৩/৪ নম্বর প্ল্যাটফর্মে নিয়মিত টহল দেওয়ার সময় আরপিএফ ও আসানসোল রেল পুলিশের কর্মীরা সন্দেহজনক ভাবে এক যুবককে আটক করে৷ পরে জানা যায়, ঐ যুবকের নাম সৈয়দ শামিম। তার বাড়ি আসানসোলের দক্ষিণ থানার বুধার বুদ্ধ, সামন্ত পাড়ায়। বছর ২৫ এর শামিমকে তল্লাশি করার সময় আরপিএফ ও রেল পুলিশ তার কাছ থেকে একটি সাদা নাইলন ব্যাগ পান। যাতে ৪৮ টি বিয়ারের ক্যান (প্রতিটি ৫০০ মিলি) ছিলো। যার বাজার মূল্য ৫ হাজার টাকা। এরপর শামিমকে আসানসোল রেল পুলিশের হাতে আসানসোল আরপিএফের পশ্চিম পোস্ট তুলে দেয়। পরে রেল পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জিআরপি বেঙ্গল এক্সাইজ অ্যাক্টের ধারা ৪৬/এ (বি) ও ( সি) ধারায় একটি মামলা করে আসানসোল রেল পুলিশ।

  • রাণীগঞ্জের কুখ্যাত দুই চোরকে গ্রেপ্তার করে কয়েক লক্ষ টাকার সোনা রুপার গয়না ও বাসন।

    রাণীগঞ্জের কুখ্যাত দুই চোরকে গ্রেপ্তার করে কয়েক লক্ষ টাকার সোনা রুপার গয়না ও বাসন।

    আলোক চক্রবর্তী রাণীগঞ্জ:-রাণীগঞ্জ থানার বিশাল সাফল্য এলাকার ভেটারেন্ট চোরকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণে সোনার ও রুপার গয়না, বাসন উদ্ধার করা হয়েছে।
    শণিবার সাংবাদিক বৈঠকে ডিসিপিব সেন্ট্রাল ধ্রুব দাস জানান রাণীগঞ্জের ডিবি সিং রাস্তার জয় নারায়ণ পান্ডের পরিবার বাইরে ছিল ২০২৪ সালের ১৩ ই জুন ফেরৎ আসার পর দেখলেন ঘরে চুরি হয়ে গেছে এবং ঘরের অনেক বহুমূল্য জিনিস চুরি হয়ে গেছে, তিনি রাণীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাবার পর পুলিশ তদন্তে নেমে বিক্রম ডোম নামে এক কুখ্যাত চোরকে প্রথমে গ্রেপ্তার করে তারপর রকি ডোমকে গ্রেপ্তার করে সম্পর্কে এরা দুজনে ভাই। রকি প্রথমে চুরি করতো পরে তার ভাই বিক্রমকে নিয়ে চুরি করতে শুরু করে। দীর্ঘদিন রাণীগঞ্জের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ীতে চুরি করতো অনেকবার গ্রেপ্তার হয়েছিল রাণীগঞ্জ এলাকায় তারা কুখ্যাত হয়ে গেছিল তারপর হঠাৎ তারা দূর্গাপুর, কাঁকসা এলাকায় চুরি করতে শুরু করে। পুনরায় তারা রাণীগঞ্জে ফিরে এসে চুরি করতে শুরু করে গত জুন মাসের চুরির ঘটনা দেখে পুলিশ নিশ্চিত হয় এটা দুই চোর ভাইয়ের কাজ সাথে সাথে রাণীগঞ্জ থানার পিসি পার্টির এস আই ইমদাদুল হক, ইন্সপেক্টর বিকাশ দত্তের নেতৃত্বে পুলিশ হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাদের ঘর এবং তাদের ঘরের পাশে এক বহুতলের নীচে লুকিয়ে রেখেছিল, তাদের কাছ থেকে ৫৫ গ্রাম সোনার গয়না ও রুপার গয়না এবং পিতল,তামার বাসন উদ্ধার করা হয়েছে। তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস।

  • কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধনে সাংসদ এবং মন্ত্রী।

    কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধনে সাংসদ এবং মন্ত্রী।

    আলোক চক্রবর্তী আসানসোল:- শণিবার সকালে আসানসোলে কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক এবং সাংসদ শত্রুঘ্ন সিনহা। উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী,বরো চেয়ারম্যান উৎপল সিনহা , তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী, বিবি কলেজের অধ্যক্ষ ডঃ অমিতাভ বসু সহ বিশিষ্ট অতিথিরা। সাংসদ শত্রুঘ্ন সিনহা জানান আসানসোল শহরের উন্নয়নের জন্য তিনি সব রকমের সাহায্য করতে প্রস্তুত আছেন। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সুবিধার্থে দশ লক্ষ টাকা খরচ করে ডিজিটাল লাইব্রেরি করা হয়েছে ভবিষ্যতে আরো অনেক কিছু করা হবে। মন্ত্রী মলয় ঘটক সাংসদের কাছে বিশ্ববিদ্যালয়ে সোলার লাগানোর জন্য অনুদানের আবেদন করেন।

  • বিরিঞ্চি লাল ভবনে তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির

    বিরিঞ্চি লাল ভবনে তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির

    আলোক চক্রবর্তী আসানসোল-:-শণিবার আসানসোল পৌরনিগমের ৪৩ নং ওয়ার্ডে বিরিঞ্চি লাল ভবনে দেবাশীষ ঘটক মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে ৪০ ইউনিট রক্ত সংগ্রহ করে জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। রক্তদান শিবিরে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতা সুভাষ চন্দ্র দাস জানান শণিবার রক্তদান শিবিরে ৪০ ইউনিটের মতো রক্ত সংগ্রহ করা হয়েছে তাছাড়া অনেকে রক্ত দিতে আগ্রহী ছিলেন। বিভিন্ন সময়ে এই রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। উপস্থিত প্রাক্তন কাউন্সিলর শম্ভু গুপ্ত জানান রক্তদান শিবিরে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রচন্ড উৎসাহের সাথে রক্তদান করেছেন।

  • সালানপুরে প্রয়াস ক্লাবের দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা।

    সালানপুরে প্রয়াস ক্লাবের দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা।

    আলোক চক্রবর্তী ও মানস শর্মা আসানসোল :- সালানপুর থানার রুপনারায়নপুরের প্রয়াস ক্লাবের উদ্দ্যোগে দুদিনের ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। শণিবার স্বর্গীয় চিত্তরঞ্জন দাস এবং স্বর্গীয় অভয় মন্ডলের স্মৃতির উদ্দেশ্যে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহঃ আরমান এবং প্রয়াস ক্লাবের সম্পাদক বিপ্লব চ্যাটার্জী, টুর্নামেন্ট সেক্রেটারি পিন্টু দাস। মোট কুড়িটি টীম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ফাইনালে উইনার্স টীম ২০ হাজার টাকা এবং রানার্স টীম ১৫ হাজার টাকা পুরস্কার হিসেবে পাবেন। সেমিফাইনালে দুই টীমকে ২৫০০ টাকা করে পুরস্কৃত করা হবে।

  • आसनसोल के सांसद क्षेत्र में मंत्री मलाई घटक और शत्रुघ्न सिन्हा के द्वारा आज काजी नजरूल विश्वविद्यालय में डिजिटल लाइब्रेरी का उद्घाटन किया गया इस लाइब्रेरी के निर्माण में 10 लख रुपए की लागत से हुईं हैं।

    आसनसोल के सांसद क्षेत्र में मंत्री मलाई घटक और शत्रुघ्न सिन्हा के द्वारा आज काजी नजरूल विश्वविद्यालय में डिजिटल लाइब्रेरी का उद्घाटन किया गया इस लाइब्रेरी के निर्माण में 10 लख रुपए की लागत से हुईं हैं।

    अमित कुमार गुप्ता आसनसोल :–आसनसोल के सांसद क्षेत्र में मंत्री मलाई घटक और शत्रुघ्न सिन्हा के द्वारा आज काजी नजरूल विश्वविद्यालय में डिजिटल लाइब्रेरी का उद्घाटन किया गया इस लाइब्रेरी के निर्माण में 10 लख रुपए की लागत से हुईं हैं।सांसद कोटा से ऐसे डिजिटल लाइब्रेरी का निर्माण किया गया है। आज इस लाइब्रेरी के उद्घाटन समारोह के दौरान संसद शत्रुघ्न सिन्हा , कानून और श्रम मंत्री मलय घटक, पांडेश्वर के विधायक तथा पश्चिम बर्दवान जिला तृणमूल कांग्रेस अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी आसनसोल नागर निगम के बोरों चेयरमैन उत्पल सिन्हा ,बीबी कॉलेज के प्रिंसिपल डॉक्टर अमिताभ बसु के अलावा विश्वविद्यालय के रजिस्टर चंदन कोणार्क ओ तमाम प्रोफेसर कर्मचारी विद्यार्थी उपस्थित थे ।इस मौके पर शत्रुघ्न सिन्हा ने कहा कि उनके लिए बहुत खुशी की बात है  । कि आज इस मौके पर वह काजी नज़रुल जैसे महान व्यक्ति के नाम से बने विश्वविद्यालय में आए हैं । यहां पर डिजिटल लाइब्रेरी का उद्घाटन कर रहे हैं उन्होंने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी ने उनको आसनसोल में काम करने का अवसर प्रदान किया है और आसनसोल की जनता ने फक्र की बात है । उन्होंने आश्वासन दिया कि एक सांसद के तौर पर वह हमेशा यहां के लोगों के साथ खड़े थे और भविष्य में भी खड़े रहेंगे । उनके द्वारा आसनसोल के विकास के लिए जो भी संभव होगा वह जरूर करेंगे वही मंत्री मलय घटक ने सांसद शत्रुघ्न सिन्हा को धन्यवाद दिया जिन्होंने सांसद कोटा से काजी नजरूल विश्वविद्यालय में डिजिटल लाइब्रेरी का निर्माण किया है ।उन्होंने कहा कि वह संसद से अनुरोध करेंगे कि काजी नजरूल विश्वविद्यालय के बिजली बिल को कम करने के लिए सोलर पैनल लगवाने का प्रबंध करे ताकि और काजी नजरूल विश्वविद्यालय को इसकी सुविधा मिलेगी बिजली बिल कम होने से बच्चों को उसका लाभ मिलेगा। उन्होंने कहा कि अगर यह सुविधा प्रदान होगी तो विश्वविद्यालय की और बेहतर कायाकल्प होगी और इसके कारण छात्रों को काफी सुविधा मिलेगी साथ ही साथ अगर कोई मेरी जरूरत होगी तो मैं भी उसे जगह पर उनके लिए उनके साथ कंधे से कंधे मिलाकर काम करूंगा ताकि काजी नजरूल विश्वविद्यालय और बेहतर से बेहतर परी सेवा दे पाए छात्रों को

  • আসানসোলের স্কুলে রক্তদান শিবির ও কৃতিদের সম্বর্ধনা অনুষ্ঠান………… আসানসোল, 

    আসানসোলের স্কুলে রক্তদান শিবির ও কৃতিদের সম্বর্ধনা অনুষ্ঠান………… আসানসোল, 

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:- আসানসোলের ডামরা বিধান স্মৃতি শিক্ষা নিকেতনে ( উঃ মা ) শুক্রবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। একই সঙ্গে এদিন এক অনুষ্ঠানে ২০২৪ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্র্রথম বিভাগে উত্তীর্ণ ৩০জন ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা জানানো হয় । এছাড়াও এদিন নবরূপে সজ্জিত কম্পিউটার রুমের উদ্বোধন হয়। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ডিসিপ্লিন কার্ড বিতরণ করা হয় । শিক্ষক-শিক্ষিকা,শিক্ষাকর্মী ও স্কুল পরিচালন সমিতির সদস্যদের উপস্থিতিতে এদিনের রক্তদান শিবিরে মোট ৬০জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।এই উপলক্ষ্যে হওয়া অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দোপাধ্যায়।সভাপতিত্ব করেন স্কুল পরিচালন সমিতির সভাপতি বাদল মিশ্র মহাশয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের ইনচার্জ ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায়, আসানসোল পুরনিগমের ৮৭ এবং ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তী মহাশয় এবং মিনা কুমারী হাঁসদা। এছাড়াও এলাকার বিভিন্ন সমাজসেবী ও অভিভাবকরা উপস্থিতি ছিলেন ।বিধান স্মৃতি শিক্ষা নিকেতনের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবির দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। বিভিন্ন বক্তারা তাদের বক্তৃতায় স্কুলের সামাজিক দায়বদ্ধতার এমন নজিরকে কুর্নিশ জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিত রায়।

  • তৃনমুল কংগ্রেস সম্পর্কে কুমন্তব্য / বিতর্কে পশ্চিম বর্ধমানের সিপিএমের জেলা সম্পাদক/ দূর্গাপুর থানায় অভিযোগ আইনজীবী সেলের

    তৃনমুল কংগ্রেস সম্পর্কে কুমন্তব্য / বিতর্কে পশ্চিম বর্ধমানের সিপিএমের জেলা সম্পাদক/ দূর্গাপুর থানায় অভিযোগ আইনজীবী সেলের

    পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর দলের যুব সংগঠনের মিছিলে হামলা ও কার্যালয়ে বোমাবাজি ঘটনার প্রতিবাদে নেমে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস সম্পর্কে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। দুর্গাপুরে বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ মিছিলে ভাষণ দেবার সময় তৃণমুল সম্পর্কে ও সিপিএম কর্মীদের তৃণমুলের বিরুদ্ধে উজ্জীবিত করার ডাক দিয়ে বেশ কিছু মন্তব্য করেন গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। সিপিএমের জেলা সম্পাদকের এই মন্তব্যের পরে রীতিমতো ফুঁসছে তৃণমুল কংগ্রেসের জেলা নেতৃত্ব। সেই মন্তব্যের জন্য শুক্রবার সিপিএমের জেলা সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করলো দূর্গাপুর আদালতের তৃনমুল আইনজীবী সেল। দূর্গাপুর থানার সিটি সেন্টার পুলিশ আউটপোস্ট লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে আইনজীবীদের তরফে।
    প্রসঙ্গতঃ, বুধবার বিজেপির ডাকা বাংলা বনধের দিনে বিকালে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই দূর্গাপুর শহরের সিটি সেন্টারে মিছিল করেছিলো। দূর্গাপুর পুরনিগমের সামনে আসার সময় সেই মিছিলে হামলা ও বোমাবাজির অভিযোগ উঠে তৃণমুল কংগ্রেসের বিরুদ্ধে। সিপিএমের কার্যালয় বিমল দাসগুপ্ত ভবনেও হামলা ও বোমাবাজি হয়। সেদিন রাতেই নয়জনকে পুলিশ গ্রেফতার করে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে। বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে গ্রেফতার হয় । এরপরে বৃহস্পতিবার বিকেলে যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় আসেন বিমল দাশগুপ্ত ভবনে। দূর্গাপুরে সেই হামলার প্রতিবাদে বামেরা মিছিল করে। মীনাক্ষী মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। তাই গুন্ডাদের পথে নামিয়েছেন । এরপরে বিকেলে সেই মিছিল উপস্থিত ছিলেন রাজ্য এবং জেলা নেতৃত্ব । সেখানে বক্তব্য রাখার সময় সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় কটু ও অশালীন মন্তব্য করেন। তিনি তৃণমুল কংগ্রেসের কর্মীদেরকে মারার নিদান দেন। এরপর বৃহস্পতিবার রাতেই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এফআইআর করা হবে সিপিএম জেলা সম্পাদকের বিরুদ্ধে। সেইমতো শুক্রবার দুর্গাপুর আদালতের আইনজীবি সেলের পক্ষ থেকে দুর্গাপুর থানার সিটি সেন্টার পুলিশ আউটপোষ্টে এফ আই করা হয়।
    তৃনমুল কংগ্রেসের আইনজীবি সেলের পক্ষ থেকে তুষার গুপ্ত বলেন, সিপিএম জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানজনক মন্তব্য করেছেন। তৃণমূল কর্মীদেরকে খুন করার উস্কানি দিয়েছেন। তাই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । এই আইনজীবী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দুর্গাপুরে একজন তৃণমুল কর্মী খুন হলে বা কোন ঝামেলা হলে দায়ী থাকবেন সিপিএম জেলা সম্পাদক ও সিপিএম।