Tag: TMC

  • মোহভঙ্গ, কংগ্রেসে যোগদান শতাধিক।

    মোহভঙ্গ, কংগ্রেসে যোগদান শতাধিক।

    কংগ্রেস দলে তে যোগদান

    আলোক চক্রবর্তী জামুরিয়া:- মোহভঙ্গ, কংগ্রেসে যোগদান শতাধিক।রবিবার সন্ধ্যায় জামুড়ীয়ার ব্লক ২ কার্যালয়ে প্রায় ১২০ জন যুবক কংগ্রেসের ব্লক সভাপতি ভক্তিপদ চক্রবর্তীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন। ব্লক সভাপতি ভক্তিপদ চক্রবর্তী জানান জনগণ সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দুরভিসন্ধি বুঝে গেছেন তারা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপর ভরসা করে এবং তার কথায় অনুপ্রাণিত হয়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন। দলের পক্ষ থেকে আরো বেশি সংখ্যায় যুবকদের যোগ দেবার প্রচার করা হচ্ছে। জামুড়ীয়া ব্লকের কংগ্রেসের ব্লক সম্পাদক মিঠুন হরিজন জানান কেন্দা, হরিপুর, খোট্টাডিহির প্রভৃতি এলাকার প্রায় ১২০ জন যুবক কংগ্রেসে যোগ দিয়েছেন।

  • দূর্গাপুরের সিটি সেন্টারের পর বিদ্যাসাগর এভিনিউতে বামফ্রন্টের কার্যালয়ে ভাঙ্গচুর, তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর অভিযোগ।

    দূর্গাপুরের সিটি সেন্টারের পর বিদ্যাসাগর এভিনিউতে বামফ্রন্টের কার্যালয়ে ভাঙ্গচুর, তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর অভিযোগ।

    আলোক চক্রবর্তী/পাবলিক নিউজঃ ডেস্ক:-কয়েক দিন আগে দূর্গাপুরের সিটি সেন্টারে সিপিএমের বিমল দাশগুপ্ত ভবনে বোমাবাজি ও হামলা চালায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলে অভিযোগ উঠে। ঘটনার তদন্ত শেষ হবার আগেই বিদ্যাসাগর এভিনিউতে সিপিএমের হিন্দুস্তান স্টীল এমপ্লয়িজ ইউনিয়নের কার্যালয়ে দুটো লাইট ভেঙে বিদুৎ বিচ্ছিন্ন করে শহীদ বেদীর পতাকা লাগানোর পাইপ চুরি করে কার্যালয়ের চারিদিকে দলীয় পতাকা ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ সিটু নেতার। তিনি আরো অভিযোগ করেন ঘটনা তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর রাজীব ঘোষ অভিযোগ অস্বীকার করেছেন। সিটুর পক্ষ থেকে দূর্গাপুর থানায় অভিযোগ জানানো হবে বলে সিটুর পক্ষ থেকে জানানো হয়েছে।

  • सांसद कीर्ति आजाद की पत्नी पूनम आजाद का बर्दवान दुर्गापुर में निधन हो गया. वह लंबे समय से गंभीर बीमारी से पीड़ित थीं।

    सांसद कीर्ति आजाद की पत्नी पूनम आजाद का बर्दवान दुर्गापुर में निधन हो गया. वह लंबे समय से गंभीर बीमारी से पीड़ित थीं।

    पब्लिक न्यूज ब्यूरो दुर्गापुर:–सांसद कीर्ति आजाद की पत्नी पूनम आजाद का बर्दवान दुर्गापुर में निधन हो गया. वह लंबे समय से गंभीर बीमारी से पीड़ित थीं। नियमित इलाज चल रहा था. लोकसभा चुनाव में वह कई बार व्हील चेयर पर बैठकर अपने पति की कैंपेन पार्टनर बनीं. हाल ही में उन्हें कई बार अपने पति के साथ देखा गया है. सांसद कीर्ति आजाद ने बताया कि सोमवार दोपहर करीब 12:40 बजे उनका निधन हो गया। दुर्गापुर के राजनीतिक हलकों में गहरा शोक छा गया. वह सांसद के साथ अलग-अलग जगहों पर जातीं थीऔर आम लोगों से बातचीत करती थीं. उन सभी ने उनकी मृत्यु पर शोक व्यक्त किया। उन्हें दुर्गापुर के विधाननगर स्थित एक निजी अस्पताल में भर्ती कराया गया था. निजी अस्पताल में श्रद्धांजलि देने दुर्गापुर महकमा शासक आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के चेयरमैन दुर्गापुर नगर निगम के पूरे प्रशासक, आसनसोल दुर्गापुर आयुक्तालय के डीसी और अन्य गणमान्य व्यक्ति भी उपस्थित थे उनका अंतिम संस्कार दुर्गापुर बिरभानपुर श्मशान घाट में किया जाएगा.

  • दुर्गापुर के विद्यासागर एवेन्यू पर हिंदुस्तान स्टील कर्मचारी संघ कार्यालय में उपद्रवियों द्वारा आतंक फैलाया गया।

    दुर्गापुर के विद्यासागर एवेन्यू पर हिंदुस्तान स्टील कर्मचारी संघ कार्यालय में उपद्रवियों द्वारा आतंक फैलाया गया।

    पब्लिक न्यूज ब्यूरो दुर्गापुर:–दुर्गापुर के विद्यासागर एवेन्यू पर हिंदुस्तान स्टील कर्मचारी संघ कार्यालय में उपद्रवियों द्वारा आतंक फैलाया गया।
    सोमवार की सुबह कर्मचारी कार्यालय आये तो देखा कि कार्यालय की दो स्ट्रीट लाइटें कटी हुई हैं. शहीद वेदी पर जो लोहे की राड होती है उसे उपद्रवी लेकर भाग गए थे।
    कार्यालय में इधर-उधर पार्टी के झंडे फैले हुए हैं। सीटू नेता ने आरोप लगाया कि तृणमूल समर्थित उपद्रवियों ने इस तांडव को अंजाम दिया है.
    दूसरी ओर, तृणमूल के पूर्व पार्षद राजीव घोष ने आरोपों से इनकार किया है.
    सीटू की तरफ से कहा गया कि इसकी शिकायत दुर्गापुर थाने में की जायेगी. । आपको बता दें कि कुछ दिन पहले शहर के मध्य में सीपीएम के पार्टी कार्यालय “बिमल दासगुप्ता भवन” पर बमबारी और हमला किया गया था। उस घटना के बाद दुर्गापुर में पार्टी कार्यालय पर फिर से हमला किया गया जिससे प्रशासन की भुमिका पर सवाल खड़े हो गए

  • প্রয়াত হলেন দূর্গাপুরের সাংসদের স্ত্রী পুনাম আজাদ, শোকস্তব্দ দূর্গাপুর

    প্রয়াত হলেন দূর্গাপুরের সাংসদের স্ত্রী পুনাম আজাদ, শোকস্তব্দ দূর্গাপুর

    আলোক চক্রবর্তী /পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর:- সোমবার দুপুরে দূর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন দূর্গাপুরের সাংসদ কীর্তি আজাদের সহধর্মিণী পুনাম আজাদ। তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্দ দূর্গাপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক মহল। বিগত লোকসভা নির্বাচনের সময় অসুস্থ শরীর নিয়ে স্বামী কীর্তি আজাদের সাথে হুইল চেয়ারে বসে বিভিন্ন জায়গায় প্রচারে গেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল সম্প্রতি তিনি দূর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা চলছিল। নির্বাচনের পর বিভিন্ন দলীয় কার্যক্রমে ও অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। তার মৃত্যুর খবর পেয়ে দূর্গাপুরের মহকুমাশাসক অর্ঘপ্রসূন কাজি, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পরিসদের চেয়ারম্যান কবি দত্ত, দূর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বিশিষ্ট নেতৃত্বরা বেসরকারি হাসপাতালে পৌঁছে তাকে শ্রদ্ধা জানান। তাঁর শেষকৃত্য মঙ্গলবার দূর্গাপুরের বীরভানপুর শ্মশানে সম্পন্ন হবে বলে জানান হয়েছে।

  • হাবড়া এলাকার ৭ টি মন্দিরে দুঃসাহসিক চুরি

    হাবড়া এলাকার ৭ টি মন্দিরে দুঃসাহসিক চুরি

    ৭টি মান্দিরে চুরি

    পাবলিক নিউজঃ ডেস্ক :-একটি দুটি নয় সাত সাতটি মন্দিরে চুরি হল কয়েক ঘণ্টার ব্যবধানে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। খবর পেয়ে সোমবার তদন্তে এলাকায় যায় হাবড়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে হাবড়ার সালতিয়া পশ্চিমপাড়া এলাকায় । রবিবার সকালে এলাকার তিনটি মন্দিরে চুরি হয়েছে দেখতে পান বাসিন্দারা। সোমবার সকালে ফের একই এলাকায় চারটি মন্দিরে চুরির ঘটনা সামনে আসে আর সোমবার সকালে একই এলাকার আরও চারটি মন্দিরে দেখা যায় চুরি হয়েছে। প্রতিটি মন্দির থেকেই মন্দিরের কাঁসা পিতলের বাসনপত্র সহ পূজোর মূল্যবান জিনিসপত্র , এমনকি কাশর ঘন্টাও ছেড়ে যাইনি চোর। এলাকায় পুলিশ পেট্রোলিং যাতে করা হয় তার দাবি জানিয়েছেন বাসিন্দারা,, না হলে মন্দিরে চুরির পর বাড়িতে যে চুরি ঘটনা ঘটবে না কি গ্যারান্টি রয়েছে বলেন বাসিন্দারা। ওই পাড়ার মধ্যে পুলিশের কোন পেট্রলিং হয়না বলে জানিয়েছেন তারা।

  • RG করের ঘটনা প্রতিবাদ, আসানসোলে BJP জেলাশাসক কার্যালয় অভিযান ঘিরে ধুন্ধুমার ,ভাঙা হলো পুলিশের ব্যারিকেড, ধস্তাধস্তি

    RG করের ঘটনা প্রতিবাদ, আসানসোলে BJP জেলাশাসক কার্যালয় অভিযান ঘিরে ধুন্ধুমার ,ভাঙা হলো পুলিশের ব্যারিকেড, ধস্তাধস্তি

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল,:- আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে বিজেপি জেলাশাসক কার্যালয় অভিযানের ডাক দেওয়া হয়।
    আসানসোলে এদিনের পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসকের কার্যালয় অভিযান ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটে। ভাঙা হয় আসানসোলের সেনরেল রোডের এইচএলজি হাসপাতাল মোড় সংলগ্ন রাস্তায় লাগানো পুলিশের প্রথম ব্যারিকেড। এই ব্যারিকেড লোহার গার্ডওয়াল দিয়ে তৈরি করা হয়েছিলো পুলিশের তরফে। এখানে পুলিশ বিজেপির কর্মী ও সমর্থকদের আটকানোর চেষ্টা করে। তখন পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায়। সেখান থেকে বিজেপির নেতা ও কর্মীরা জেলাশাসকের দিকে দৌড়তে শুরু করেন। কিন্তু জেলাশাসক কার্যালয় যাওয়ার রাস্তায় একটি বেসরকারি হাসপাতালে সামনে লাগানো দ্বিতীয় ব্যারিকেডে আটকে যান বিজেপির নেতা ও কর্মীরা। লোহার গার্ডওয়ালের সঙ্গে বাঁশের স্ট্রাকচারের সাহায্যে এই ব্যারিকেড তৈরি করা হয়েছিলো। উত্তেজিত বিজেপির কর্মী ও সমর্থকেরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। কিন্তু সেই ব্যারিকেড তারা ভাঙতে পারেননি। তাই কর্মী ও সমর্থকদের নিয়ে বিজেপির নেতারা সেখানে রাস্তায় ধর্ণায় বসে পড়েন।
    এদিন সকালে আসানসোলের জিটি রোডের বিএনআর মোড় থেকে জেলাশাসকের কার্যালয় অভিযানে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার তরফে মিছিল শুরু হয়। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, দেবতনু ভট্টাচার্য, জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির ট্রেড সেলের কো-কনভেনার সুব্রত ওরফে মিঠু ঘাঁটি ও জেলা সম্পাদক অভিজিৎ রায়।
    এই প্রসঙ্গে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, রাজ্য কমিটির ডাকে এদিন আসানসোলে জেলাশাসক কার্যালয় অভিযান করা হচ্ছে। কিন্তু রাজ্য সরকার আমাদের সংগঠিত আন্দোলনকে ভয় পাচ্ছে। তাই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের আটকানো হয়েছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কিন্তু আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে। তাই আমরা ব্যারিকেডের সামনে বসে পড়েছি। আমরা জেলাশাসক কার্যালয়ে যাবোই। যতক্ষণ তা না হচ্ছে, ততক্ষণ আমরা বসে থাকবো। তার দাবি, দলের মহিলা কর্মীদের হেনস্তা করা হয়েছে।
    এদিন বিজেপির আন্দোলনের জন্য পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক কার্যালয় সংলগ্ন এলাকাকে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে কড়া নিরাপত্তার ঘেরাটোপে করা হয়েছিলো। রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছিলো রেফ ও কমব্যাট ফোর্স।

  • সেফ ড্রাইভ সেভ লাইফ এবং যাত্রী সাথী নিয়ে দুটো ট্যাবালোর উদ্বোধন।

    সেফ ড্রাইভ সেভ লাইফ এবং যাত্রী সাথী নিয়ে দুটো ট্যাবালোর উদ্বোধন।

    আলোক চক্রবর্তী আসানসোল :-১ লা সেপ্টেম্বর আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী দুটো ট্যাবালোর উদ্বোধন করলেন। আসানসোল শহরে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে জনগণকে সচেতন করতে দুটো ট্যাবোলার উদ্বোধন করা হয় এই দুটো ট্যাবেলো আসানসোল বার্ণপুরের বিভিন্ন জায়গায় গিয়ে জনগনকে সচেতন করতে হবে যাতে তারা হেলমেট পড়ে মোটরবাইক চালায় ও সিট ব্যাল্ট বেঁধে গাড়ী চালাতে। এই পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৯১৮ টা জায়গায় প্রচার চালানো হয়েছে এবং তার ফলে গত বছরের তুলনায় এই বছর দূর্ঘটনায় মৃতুর ঘটনা কমেছে। একইসাথে রাজ্য সরকারের যাত্রী সাথী নিয়ে প্রচার করতে ট্যাবেলো বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করবে বলে জানান ট্রাফিক বিভাগের আধিকারিক।

  • চেলিডাঙ্গার লাইব্রেরী উদ্বোধনে সাংসদ।

    চেলিডাঙ্গার লাইব্রেরী উদ্বোধনে সাংসদ।

    আলোক চক্রবর্তী আসানসোল:-রবিবার বিকালে আসানসোলের চেলিডাঙ্গার ব্যারেট ক্লাবের কাছে একটা লাইব্রেরী উদ্বোধন করলেন আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা। উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী, অনিমেষ দাস,রাজেশ তিওয়ারি সহ বিশিষ্ট অতিথিরা। আসানসোল পৌরনিগমের ৫০ নং ওয়ার্ডে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের আবেদনে সাড়া দিয়ে সাংসদ কোটা থেকে ১২ লক্ষ ৫০ হাজার আটশো ছেচল্লিশ টাকা খরচ করে লাইব্রেরীর আধুনিকীকরণ করা হয়। অভিজিৎ ঘটক জানান তিনি সাংসদের কাছে আবেদন করেছিলেন তাদের এলাকায় জায়গায় একটা লাইব্রেরী করা হলে এলাকার বাসিন্দারা উপকৃত হবে তার আবেদন পেয়ে তিনি তৎক্ষনাৎ রাজি হয়ে যান এবং সাংসদ কোটা থেকে টাকা মঞ্জুর করেছেন।

  • রবিবার আসানসোলের মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ থেকে রাষ্রপতি সহ বিজেপি এবং সিপিএমকে আক্রমণ জেলা নেত্রীর।

    রবিবার আসানসোলের মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ থেকে রাষ্রপতি সহ বিজেপি এবং সিপিএমকে আক্রমণ জেলা নেত্রীর।

    আলোক চক্রবর্তী আসানসোল,:-রবিবার দুপুরে আসানসোল হটনরোড মোড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবিতে ধর্ণা মঞ্চ করা হয়। এই ধর্ণা মঞ্চে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কটাক্ষ করে বলেন পশ্চিম বাংলার মহিলা চিকিৎসকের ঘটনায় তিনি মহিলাদের সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অথচ দুদিন আগে একই ঘটনার জন্য তিনি কোন মন্তব্য করেন নি। বর্তমানে সিপএম ঘটনার দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন অথচ তাপসি মালিক সহ একাধিক মহিলার খুন ও ধর্ষণের মামলায় বামফ্রন্ট সরকার কোন পদক্ষেপ নিতে পারেন নি। দেশের প্রথম মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর জি কর কান্ডের দোষীকে শাস্তির দাবিতে রাজপথে নেমেছেন এবং সারা রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নির্দেশ দিয়েছেন দোষীর শাস্তির দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করতে।