
আলোক চক্রবর্তী রাণীগঞ্জ:-রাণীগঞ্জ থানার বিশাল সাফল্য এলাকার ভেটারেন্ট চোরকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণে সোনার ও রুপার গয়না, বাসন উদ্ধার করা হয়েছে।
শণিবার সাংবাদিক বৈঠকে ডিসিপিব সেন্ট্রাল ধ্রুব দাস জানান রাণীগঞ্জের ডিবি সিং রাস্তার জয় নারায়ণ পান্ডের পরিবার বাইরে ছিল ২০২৪ সালের ১৩ ই জুন ফেরৎ আসার পর দেখলেন ঘরে চুরি হয়ে গেছে এবং ঘরের অনেক বহুমূল্য জিনিস চুরি হয়ে গেছে, তিনি রাণীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাবার পর পুলিশ তদন্তে নেমে বিক্রম ডোম নামে এক কুখ্যাত চোরকে প্রথমে গ্রেপ্তার করে তারপর রকি ডোমকে গ্রেপ্তার করে সম্পর্কে এরা দুজনে ভাই। রকি প্রথমে চুরি করতো পরে তার ভাই বিক্রমকে নিয়ে চুরি করতে শুরু করে। দীর্ঘদিন রাণীগঞ্জের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ীতে চুরি করতো অনেকবার গ্রেপ্তার হয়েছিল রাণীগঞ্জ এলাকায় তারা কুখ্যাত হয়ে গেছিল তারপর হঠাৎ তারা দূর্গাপুর, কাঁকসা এলাকায় চুরি করতে শুরু করে। পুনরায় তারা রাণীগঞ্জে ফিরে এসে চুরি করতে শুরু করে গত জুন মাসের চুরির ঘটনা দেখে পুলিশ নিশ্চিত হয় এটা দুই চোর ভাইয়ের কাজ সাথে সাথে রাণীগঞ্জ থানার পিসি পার্টির এস আই ইমদাদুল হক, ইন্সপেক্টর বিকাশ দত্তের নেতৃত্বে পুলিশ হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাদের ঘর এবং তাদের ঘরের পাশে এক বহুতলের নীচে লুকিয়ে রেখেছিল, তাদের কাছ থেকে ৫৫ গ্রাম সোনার গয়না ও রুপার গয়না এবং পিতল,তামার বাসন উদ্ধার করা হয়েছে। তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস।








