
পাবলিক নিউজঃ রাণীগঞ্জ :- পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রানিগঞ্জ ব্লকের এগরা গ্রামে গত কয়েক দিন ধরে পানীয়জলের সমস্যা চরমে উঠেছে। সেই পানীয়জলের সমস্যা নিয়ে এবার সরব হলেন আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এই পানীয়জলের সমস্যা নিয়ে কথা বলতে বৃহস্পতিবার রানিগঞ্জের বিডিও অফিসে যান বিজেপি বিধায়ক। বিডিও অফিসে ছিলেন না। তাই তার সঙ্গে বিধায়কের দেখা হয়নি। তবে তিনি এগরা গ্রামের পানীয়জলের সমস্যা নিয়ে ফোনে বিডিওর সঙ্গে কথা বলেন। গ্রামের পানীয়জলের সমস্যা দ্রুত সমাধানের জন্য বিজেপি বিধায়ক বিডিওকে বলেন। এরপর বিডিও অফিসের তরফে পিএইচই বা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এগরা গ্রামে পানীয়জলের ট্যাঙ্কার পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বিজেপি বিধায়ক বলেন, গত কয়েক দিন ধরে রানিগঞ্জের এগরা গ্রামে পানীয়জলের সমস্যা চরমে পৌঁছেছে। সারাদিনে আধঘন্টারও বেশি সময় ধরে জল গ্রামের বাসিন্দারা পাননা। দিন কয়েক আগে রাত আড়াইটে সময় গ্রামের বাসিন্দারা রাস্তার কলে জল ভরেছন, তার ভিডিও পাঠিয়েছেন। তাতে দেখলাম কল দিয়ে সরু জল পড়ছে। তিনি আরো বলেন, আমি গোটা বিষয়টি নিয়ে বিডিওকে ফোন করে বলেছিলাম।

তারপরেও কিছু হয়নি। তাই আমি বিডিও অফিসে যাই। বিডিও না থাকায়, তার সঙ্গে আমার দেখা হয়নি। ফোনে কথা বলি। জানাই এই সমস্যার স্থায়ী কোন সমাধান না হওয়া পর্যন্ত পানীয়জলের ট্যাঙ্কার পাঠাতে হবে। সেই মতো পিএইচইর ট্যাঙ্কারের জল পাঠানো হয়েছে। যে কারণে বৃহস্পতিবার বিকেল থেকে গ্রামের বাসিন্দারা জল পাচ্ছেন। কিন্তু ট্যাঙ্কারের জল তো স্থায়ী কোন সমাধান নয়। প্রশাসনকে স্থায়ী সমাধান করতে হবে। তার প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে পঞ্চায়েতের গ্রামে গ্রামে পানীয়জল সরবরাহ করার জন্য কোটি কোটি টাকা পাঠানো হচ্ছে। তাহলে এই সমস্যা কেন? তিনি আশ্বাস দেন যে, এই পানীয়জলের সমস্যা বিজেপির নয়, সাধারণ মানুষের। তাদের পাশে আমি সবসময় আছি।









































