Tag: bouri samaj

  • আর জি করের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে বামফ্রন্টের ছাত্র যুব সংঘটনের মিছিল।

    আর জি করের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে বামফ্রন্টের ছাত্র যুব সংঘটনের মিছিল।

    আলোক চক্রবর্তী আসানসোল :-গত ৯ ই আগষ্ট কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে নির্মমভাবে খুন ও ধর্ষণের মামলায় সিবিআই তদন্তের পরে দোষীদের শাস্তির দাবিতে শিল্পাঞ্চলের রাজপথে মিছিল বার করে। আসানসোলের ট্রাফিক মোড় থেকে এই মিছিল হটনরোড মোড়ে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ডিওয়াই এফ আইয়ের নেতা জানান আর জি করের ন্যাক্কারজনক ঘটনার ২৩ দিন হয়ে গেলেও এখনো পর্যন্ত দোষী বা দোষীরা ধরা পড়ে নি বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় নি তাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং শাস্তি দিতে হবে।

  • আর জি করের ঘটনার প্রতিবাদে বাউড়ী সমাজের মিছিল।

    আর জি করের ঘটনার প্রতিবাদে বাউড়ী সমাজের মিছিল।

    আলোক চক্রবর্তী আসানসোল:-গত ৯ ই আগষ্ট কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে নৃশংসভাবে হত্যা ও ধর্ষনকারীর বিচারের দাবিতে রবিবার দুপুরে বাউড়ী সমাজের পক্ষ থেকে আসানসোল আদালত চত্বরের ঘরি মোড় থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত এক পদযাত্রা বার করা হয়। পদযাত্রায় আবালবৃদ্ধবনিতা থেকে শুরু করে প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। মিছিলে উপস্থিত ববিতা দেবী এবং রাজবংশী বাউরি জানান আর জি করে এক মহিলা চিকিৎসকের উপর যে নির্মম অত্যাচার হয়েছে তাতে গোটা দেশের মহিলারা নিজেদের অসুরক্ষিত মনে করছে, রাস্তায় যাতায়াত করতে ভয় লাগছে তাই দোষীদের অবিলম্বে উপযুক্ত শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল বার করা হয়েছে।