Tag: BC COLLEGE

  • ২০২৫ এর ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্য পথে কুচকাওয়াজ / এনএসএসের ভলেন্টিয়ার হিসেবে অংশ নিচ্ছেন আসানসোল বিসি কলেজের রানি কর্মকার

    ২০২৫ এর ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্য পথে কুচকাওয়াজ / এনএসএসের ভলেন্টিয়ার হিসেবে অংশ নিচ্ছেন আসানসোল বিসি কলেজের রানি কর্মকার

    পাবলিক নিউজঃ আসানসোল :– প্রতি বছর দেশের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে কর্তব্য পথে প্যারেড বা কুচকাওয়াজের আয়োজন করা হয়। ২০২৫ এর প্রজাতন্ত্র দিবসের দিন ২৬ শে জানুয়ারি একইভাবে প্যারেডের আয়োজন করা হয়েছে। আসানসোলের বিধান চন্দ্র রায় বা বিসি কলেজের এনএসএস স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ার রানি কর্মকার সেই কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। মঙ্গলবার এই কথা জানিয়েছেন বিসি কলেজের এনএসএস বা ন্যাশানাল সার্ভিস স্কিমের এইচওডি বা বিভাগীয় প্রধান ডঃ বর্ণালী প্রামাণিক। তিনি এদিন বলেন, এটা খুবই আনন্দের বিষয় যে রানি কর্মকার, একজন ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক, এই কলেজের তৃতীয় সেমিস্টারের পড়ুয়া, এই বছরের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দিল্লিতে কর্তব্য পথে প্যারেড করার জন্য নির্বাচিত হয়েছে৷ রানি কর্মকার ঐ জায়গায় পৌঁছাতে সবমিলিয়ে দুই ধাপে নির্বাচিত হন। প্রথমে রানি কাজি নজরুল বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্বাচিত হন। এরপর সে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বাংলা পর্যায়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। সেখানে সে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। তিনি আরো বলেন, এই নির্বাচন প্রক্রিয়া অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছিলো। যেখানে বাংলার হয়ে রানির পাশাপাশি আরো সাতজন ন্যাশানাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক নির্বাচিত করা হয়েছে। তিনি বলেন, মোট আটজনের মধ্যে চারজন ছাত্রী ও চারজন ছাত্র রয়েছে গোটা বাংলা থেকে। তাদের মধ্যে একজন হলো আসানসোলের বিসি কলেজের রানি কর্মকার। প্রতি বছর ২৬ শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে এই কুচকাওয়াজের আয়োজন করে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক। রানি কর্মকারের প্রজাতন্ত্র দিবসের প্যারেতে ন্যাশানাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত হওয়া গোটা আসানসোলের জন্য গর্বের বিষয় বলে বর্ণালীদেবী জানিয়েছেন।
    স্বাভাবিক ভাবেই রানি কর্মকারও এই নির্বাচনে খুশি ও উচ্ছ্বসিত। রানি জানান খুব ভালো লাগছে যে আমি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে এনএসএসের ভলেন্টিয়ার হিসেবে অংশ নিচ্ছি। আমার এই সাফল্যে কলেজের খুব সহযোগিতা পেয়েছি। এরজন্য আমি কৃতজ্ঞ।

  • आसनसोल के विधान चंद्र राय कॉलेज की एनएसएस वालंटियर रानी कर्मकार को भी हिस्सा लेने का मौका मिला है दिल्ली में प्रजातंत्र दिवस के परेड में

    आसनसोल के विधान चंद्र राय कॉलेज की एनएसएस वालंटियर रानी कर्मकार को भी हिस्सा लेने का मौका मिला है दिल्ली में प्रजातंत्र दिवस के परेड में

    पब्लिक न्यूज आसनसोल:– हर साल प्रजातंत्र दिवस पर दिल्ली में कर्तव्य पथ पर परेड मार्च का आयोजन किया जाता है इस साल भी परेड मार्च का आयोजन किया  जाएगा। इसमें आसनसोल के विधान चंद्र राय कॉलेज की एनएसएस वालंटियर रानी कर्मकार को भी हिस्सा लेने का मौका मिला है उनका परेड में हिस्सा लेने के लिए चुनाव हुआ है इस बारे में उन्होंने बताया कि वह नेशनल सर्विस स्कीम से जुड़ी हुई है इसके अलावा वह सामाजिक कार्यों से भी जुड़ी हुई हैं और विभिन्न प्रकार के सामाजिक कार्य करतीं हैं उन्होंने कहा कि 26 जनवरी की परेड में हिस्सा लेने का मौका पाकर रूप बेहद खुश हैं