Tag: ADDA

  • প্রতিশ্রুতি রক্ষা করেনি অন্ডাল বিমানবন্দরের বি এ পি এল কর্তৃপক্ষ। প্রতিশ্রুতি ভঙ্গের দায়েই শনিবার অন্ডাল বিমানবন্দরের নবনির্মিত একটি রাস্তার কাজ আটকে বিক্ষোভে সামিল হল জমি দাতারা।

    প্রতিশ্রুতি রক্ষা করেনি অন্ডাল বিমানবন্দরের বি এ পি এল কর্তৃপক্ষ। প্রতিশ্রুতি ভঙ্গের দায়েই শনিবার অন্ডাল বিমানবন্দরের নবনির্মিত একটি রাস্তার কাজ আটকে বিক্ষোভে সামিল হল জমি দাতারা।

    পাবলিক নিউজঃ আসানসোল/অন্ডাল :- প্রতিশ্রুতি রক্ষা করেনি অন্ডাল বিমানবন্দরের বি এ পি এল কর্তৃপক্ষ। প্রতিশ্রুতি ভঙ্গের দায়েই শনিবার অন্ডাল বিমানবন্দরের নবনির্মিত একটি রাস্তার কাজ আটকে বিক্ষোভে সামিল হল জমি দাতারা। জমি দাতাদের দাবি বি এ পি এল কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিয়েছিল জমি অধিগ্রহণ করার সময় সেটা পালন করেনি কর্তৃপক্ষ আর সে কারণেই আজকের এই আন্দোলন। যদিও এই ব্যাপারে বিএপিএল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দক্ষিণখন্ড মৌজার জমি দাতা আশিস পাল ও বিজন পাল রা জানান, যেখানে মাননীয়া মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাবে বলে দিয়েছেন জোর করে কারো জমি কেড়ে নেওয়া যাবে না। কিন্তু নিচু তলার প্রশাসনিক কর্তারা মুখ্যমন্ত্রীর আদেশকে অমান্য করেই একপ্রকার জোর করে জমির মালিকদের কাছ থেকে জমি কেড়ে নিচ্ছেন। আশীষ বাবু জানান দক্ষিণ খন্ড মৌজার প্রায় দশ বিঘা জমির এখনো পর্যন্ত ডিসপুট রয়েছে যেখানে জমি দাতারা তাদের জমি দিতে নারাজ, অথচ কর্তৃপক্ষ জোরপূর্বক জমি ছিনিয়ে নেওয়ার কৌশল নিয়েছে। তিনি বলেন যখন বিমানবন্দর এখানে তৈরি হচ্ছিল তখন এলাকার জমি দাতারা বন্ধুত্বসুলভ আচরণ দেখিয়ে তাদের জমি বিমানবন্দর কর্তৃপক্ষকে দিয়েছিল। প্রায় ২৩০০ একর জমি দাতারা বিমানবন্দর কর্তৃপক্ষকে দেয়।


    জমি অধিগ্রহণ করার সময় বি এ পি এল কর্তৃপক্ষ জমিদাতাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন জমির বিনিময়ে জমি এবং পরিবারের একজন বেকার যুবককে ট্রেনিং দিয়ে তার চাকরি ও এলাকার উন্নয়ন করবেন। কিন্তু আজ এত বছরগুলো বছর পরও আশ্বাসই সার। কোন কথা রাখেনি বিএপিএল কর্তৃপক্ষ বলে দাবি করছেন জমি দাতাদের একাংশ। বিপিএল কর্তৃপক্ষ অন্ডাল বিমানবন্দর থেকে বি এ পি এল কর্তৃপক্ষ অন্ডাল বিমান নগরী থেকে অন্ডাল উখড়ার প্রধান রাস্তা তামলা মোড় পর্যন্ত একটা রাস্তা নির্মাণের কাজ করছেন। নতুন যে রাস্তাটি তৈরি হচ্ছে তার আশেপাশের জমিগুলির জমি দাতারা এদিন রাস্তার কাজ আটকে বিক্ষোভে সামিল হল। তাদের দাবি বি এ পি এল এলাকার জমিদাতাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করলে কোন মতেই রাস্তা তৈরীর কাজ করতে দেওয়া হবে না। এদিকে এলাকায় উত্তেজনা বাড়ায় নামানো হয়েছিল প্রচুর পুলিশ বাহিনী ও কমব্যাক্ট ফোর্স।
    শেষ পর্যন্ত প্রশাসনিক কর্তাদের আশ্বাসে আগামী সোমবার জমিদাতাদের নিয়ে একটা বৈঠকের সিদ্ধান্ত হলে আশ্বাস মত এদিনের বিক্ষোভ তুলে নেন জমিদাতারা।

  • कोयलांचल में रानीगंज मास्टर प्लान के तहत भु धसान प्रभावित इलाकों के लोगों को पुनर्वास देने तथा पीएचई के पानी के पाइपलाइन से अवैध रूप से कनेक्शन लेने के मुद्दों को लेकर बैठक

    कोयलांचल में रानीगंज मास्टर प्लान के तहत भु धसान प्रभावित इलाकों के लोगों को पुनर्वास देने तथा पीएचई के पानी के पाइपलाइन से अवैध रूप से कनेक्शन लेने के मुद्दों को लेकर बैठक

    पब्लिक न्यूज़ आसनसोल :– कोयलांचल में रानीगंज मास्टर प्लान के तहत भु धसान प्रभावित इलाकों के लोगों को पुनर्वास देने तथा पीएचई के पानी के पाइपलाइन से अवैध रूप से कनेक्शन लेने के मुद्दों को लेकर आज पश्चिम बर्धमान जिला शासक कार्यालय में एक उच्च स्तरीय प्रशासनिक बैठक हुई इस बैठक में पश्चिम वर्धमान जिला शासक एस पोन्नाबलम मंत्री मलय घटक आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के चेयरमैन कवि दत्ता जमुरिया के विधायक हरे राम सिंह पश्चिम बर्धमान ज़िला परिषद सभाधिपति विश्वनाथ बावड़ी के अलावा जिले के तमाम वरिष्ठ अधिकारी उपस्थित थे यहां पर विभिन्न मुद्दों को लेकर चर्चा हुई विशेष कर धसान प्रभावित इलाके के लोगों को किस तरह से पुनर्वास दिया जा सके इसको लेकर चर्चा हुई इस बारे में पत्रकारों को जानकारी देते हुए पश्चिम बर्धमान जिला शासक एस पोन्नाबलम ने बताया कि आज रानीगंज मास्टर प्लान को लेकर बैठक हुई इस बैठक में धसान प्रभावित क्षेत्र के लोगों को किस तरह से पुनर्वास दिया जाए इस पर चर्चा हुई उन्होंने कहा कि धसान प्रभावित इलाके के लोगों को पुनर्वास देने के लिए जो पैकेज बनाया गया था वह 2009 में बनाया गया था इसलिए वह काफी पुराना हो चुका है नए सिरे से फिर से उस पैकेज को बनाकर राज्य सरकार के संबंधित विभाग को भेजा जाएगा राज्य सरकार उसे कोल इंडिया के सामने पेश करेगा और उस पर अंतिम फैसला लिया जाएगा वहीं पीएचई के पाइप लाइन से अवैध कलेक्शन के मुद्दे पर भी चर्चा हुई उन्होंने बताया कि जो भी अवैध रूप से कनेक्शन लिए गए हैं उनको काटा जाएगा इसकी शुरुआत भी हो चुकी है और पीएचई को लंबित कार्यों को जल्द से जल्द पूरा करने के लिए भी कहा गया वहीं जमुरिया के विधायक हरे राम सिंह ने बताया कि पिछले कुछ समय से उनके विधानसभा क्षेत्र के विभिन्न इलाकों में पीएचई के अवैध कनेक्शन काटे जा रहे हैं यह प्रक्रिया आगे भी जारी रहेगी उन्होंने कहा कि राज्य के मुख्यमंत्री ममता बनर्जी ने कहा है कि किसी को भी अवैध रूप से पानी का पाइपलाइन लेने की अनुमति नहीं दी जाएगी वह नियम के मुताबिक पाइपलाइन से कनेक्शन ले जिसकी व्यवस्था सरकार कर देगी इसके साथ ही उन्होंने पुनर्वास के मुद्दे पर बताया कि धसान प्रभावित इलाकों के लोगों को पुनर्वास देने के मुद्दे पर भी बैठक में चर्चा हुई

  • আসানসোলে রাজ্য পুলিশের এসটিএফের হানা / তিনটি পিস্তল সহ ধৃত ১

    আসানসোলে রাজ্য পুলিশের এসটিএফের হানা / তিনটি পিস্তল সহ ধৃত ১

    পাবলিক নিউজঃ আসানসোল :–আগ্নেয়াস্ত্র সহ আবারও একজনকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। বৃহস্পতিবার রাতে আসানসোলের উত্তর থানার রেলপারের চাঁদমারি এলাকায় এসটিএফ ঐ ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম মহম্মদ আরিফ। ধৃতর কাছ থেকে তিনটি ৭ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গোপন সূত্রে বৃহস্পতিবার রাতে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ অভিযান চালায় আসানসোল উত্তর থানার রেলপারের চাঁদমারি এলাকায়। সেখান থেকেই মহম্মদ আরিফকে গ্রেফতার করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে তিনটি ৭ এমএম পিস্তল ও পাওয়া যায়। রাতেই ধৃতকে আসানসোল উত্তর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে শুক্রবার আসানসোল আদালতে পেশ করে ১৪ দিনের রিমান্ড চায় পুলিশ। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে ১০ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।
    পুলিশের এক আধিকারিক বলেন, ধৃতকে রিমান্ডে নিয়ে জেরা করে জানার চেষ্টা করা হবে যে, সে পিস্তলগুলো কোথা থেকে পেয়েছে। এর পেছনে কোন চক্র রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

  • 25 किलो गांजा के साथ दो तस्कर गिरफ्तार. गिरफ्तार व्यक्ति मुर्शिदाबाद के रहने वाले हैं.

    25 किलो गांजा के साथ दो तस्कर गिरफ्तार. गिरफ्तार व्यक्ति मुर्शिदाबाद के रहने वाले हैं.

    पब्लिक न्यूज़ मंथन पसवान पांडेश्वर :– 25 किलो गांजा के साथ दो तस्कर गिरफ्तार. गिरफ्तार व्यक्ति मुर्शिदाबाद के रहने वाले हैं. इन्हें रविवार रात पांडेबेश्वर रेलवे स्टेशन के पास के इलाके से पकड़ा गया. उन्हें सोमवार को  आसनसोल कोर्ट में पेश किया गया।रविवार रात पुलिस ने पांडेबेश्वर रेलवे स्टेशन से सटे इलाके से दो लोगों को गिरफ्तार किया, बाद में तलाशी के दौरान उनके पास से 25 किलो गांजा बरामद हुआ. तभी पुलिस ने उन्हें गांजा तस्करी के आरोप में गिरफ्तार कर लिया. गिरफ्तार किये गये लोगों के नाम वशीजुल हक और इंजमाउल हक थे. दोनों मुर्शिदाबाद जिले के रहने वाले हैं। गांजा तस्करी के मामले में गिरफ्तार दोनों को पुलिस ने सोमवार को आसनसोल कोर्ट में पेश किया।
    पुलिस सूत्रों के मुताबिक, हिरासत में लिए गए लोगों से पूछताछ कर यह पता लगाने की जरूरत है कि तस्करी के गिरोह में कोई और भी शामिल है या नहीं, इसलिए उन्हें हिरासत में लेने के लिए आवेदन दिया जाएगा। एक अन्य सूत्र के अनुसार गिरफ्तार दोनों तस्कर रविवार की शाम दुर्गापुर रेलवे स्टेशन से सटे बस स्टैंड के आसपास घूम रहे थे. स्थानीय कोकोवेन थाने की पुलिस की नजर पड़ने पर वे गांजा से भरा बैग छोड़कर बस में सवार होकर इलाके से भाग गये. कोकेओवेन थाने की पुलिस ने तस्करों को पकड़ने के लिए आसपास के थाने की पुलिस को यह संदेश दिया। . इसके बाद पंडाबेश्वर थाने की पुलिस पहुंची और उन्हें गिरफ्तार कर लिया।
    हालांकि, यह पहली बार नहीं है कि पांडाबेश्वर, अंडाल, दुर्गापुर फरीदपुर समेत पश्चिम बर्दवान जिले के विभिन्न पुलिस स्टेशन क्षेत्रों में गांजा और ब्राउन शुगर बरामद किया गया है. तस्करी के आरोप में कई लोगों को गिरफ्तार किया गया है। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के एक अधिकारी ने बताया कि पुलिस की सक्रियता के कारण लगातार ड्रग्स बरामद हो रही है और गिरफ्तारियां भी हो रही हैं. जानकार सूत्रों के मुताबिक तस्कर इस इलाके को गलियारे के रूप में इस्तेमाल कर रहे हैं. इसलिए बार-बार ऐसी घटनाएं सामने आ रही हैं

  • আসানসোলের হিরাপুর থানায় সাড়ম্বরের সঙ্গে কালি পুজোর আয়োজন

    আসানসোলের হিরাপুর থানায় সাড়ম্বরের সঙ্গে কালি পুজোর আয়োজন

    পাবলিক নিউজঃ আসানসোল:– আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানায় সাড়ম্বরের সঙ্গে কালিপুজোর আয়োজন করা হয়। এই পুজোর উদ্যোক্তা হিরাপুর থানা আরজি পার্টি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে এই পুজোর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পশ্চিম) সন্দীপ কাররা, এসিপি (হিরাপুর) ঈপ্সিতা দত্ত, সিআই ( হিরাপুর) অশোক সিনহা মহাপাত্র, ইনস্পেকটর (ডিডি) শান্তনু অধিকারী, হিরাপুর থানার ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর, টাউন অফিসার রাজেশ ভট্টাচার্য, প্রবীর ধর ও হিরাপুর থানার আরজি পার্টির পদাধিকারী ও সদস্যরা।
    উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, কালি পুজো উপলক্ষে শুক্রবার দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিলো। সন্ধ্যায় পুরষ্কার বিতরণ ও পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পাশাপাশি শনিবার সন্ধ্যায় বাংলা ব্যান্ডের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

  • আসানসোল রানিগঞ্জ কয়লাখনি এলাকা/ মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে ধস কবলিত মানুষদের পুনর্বাসন নিয়ে প্রশাসনিক বৈঠক

    আসানসোল রানিগঞ্জ কয়লাখনি এলাকা/ মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে ধস কবলিত মানুষদের পুনর্বাসন নিয়ে প্রশাসনিক বৈঠক

    আলোক চক্রবর্তী/পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রানিগঞ্জ কয়লাখনি এলাকার ধস কবলিত মানুষদের পুনর্বাসন ও এই সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে প্রশাসনিক স্তরে একটি উচ্চ পর্যায়ের একটি বৈঠক হলো। শনিবার আসানসোলের সার্কিট হাউসে হওয়া এই প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। আসানসোল সার্কিট হাউসের এই বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পান্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, বিভিন্ন বিধানসভার বিধায়ক ও একাধিক সরকারি দপ্তরের আধিকারিকরা।


    বৈঠক শেষে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এই কয়লাখনি এলাকার ধস কবলিত বিভিন্ন এলাকা রয়েছে। এইসব এলাকার মানুষদের পুনর্বাসন নিয়ে একটা প্রকল্প রয়েছে। কেন্দ্র সরকারের কাছ থেকে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের পাওয়া রয়েছে ৭ হাজার কোটি টাকার মতো। সেই টাকা কেন্দ্র সরকারের দেওয়ার কথা । তার মধ্যে ১২০০ কোটি টাকা ও পরে আরো ৩০০ কোটি টাকা পাওয়া গেছে। তিনি আরো বলেন, ধস কবলিত এলাকার মানুষদের পুনর্বাসনের জন্য অন্ডাল বিমানবন্দর সংলগ্ন এলাকা, জামুড়িয়া ও বারাবনিতে ফ্ল্যাট তৈরি করা হয়েছে।

    ধস কবলিত গ্রাম থেকে বাসিন্দাদের কিভাবে এইসব ফ্ল্যাটে শিফটিং বা স্থানান্তরিত করা হবে, তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে। আমাদের লক্ষ্য এই প্রকল্পকে সঠিকভাবে বাস্তবায়িত করা। শিফটিং নিয়ে যাতে কোন সমস্যা না হয়, তারজন্য ঐসব এলাকার বিধায়কদের ডাকা হয়েছিলো। গোটা বিষয়টি তাদেরকে দেখতে বলা হয়েছে। তারা এলাকায় মিটিং করে কথা বলে, সব সমস্যার সমাধান করবেন। তিনি বলেন, আগে যে ঝড়িয়া মাস্টার প্ল্যান ছিলো, তা ফলো করে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হবে।

  • আসানসোল পুরনিগমে মেয়র পারিষদ ও বোরো চেয়ারম্যানদের নিয়ে বৈঠক / রাস্তা মেরামত ও শহরের সৌন্দর্যায়ন নিয়ে আলোচনা

    আসানসোল পুরনিগমে মেয়র পারিষদ ও বোরো চেয়ারম্যানদের নিয়ে বৈঠক / রাস্তা মেরামত ও শহরের সৌন্দর্যায়ন নিয়ে আলোচনা

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:-আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারে মঙ্গলবার প্রথমে মেয়র পারিষদের বৈঠক হয়। তারপরে আসানসোল পুরনিগমের সমস্ত বোরো চেয়ারম্যানদের সঙ্গে আরো একটি বৈঠক হয়। এই মেয়র বিধান উপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন পুর কমিশনার রাজু মিশ্র, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, মানস দাস, ইন্দ্রাণী মিশ্র, দিব্যেন্দু ভগত, ওএস বা অফিস সুপারিনটেনডেন্ট বীরেন অধিকারী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বোরো চেয়ারম্যানদের নিয়ে হওয়া বৈঠকে বিভিন্ন বোরোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। আলাদা আলাদা ভাবে হওয়া এই দুই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
    এই বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন, শহরের বিভিন্ন রাস্তায় বিদ্যুত বিভাগের তরফে আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর কাজ করা হচ্ছে। যে কারণে রাস্তা খোঁড়াখুঁড়ি করা হয়েছে। যে কারণে এইসব রাস্তা দিয়ে যাতায়াত করতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। তাই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্গাপূজার আগে এসবি গড়াই রোড, হটন রোড, মহিশীলা কলোনি রোড, কেটি রোড, ধাদকা রোড, এনএস রোড, নূরুদ্দিন রোড, ওকে রোড মেরামত করা হবে। তিনি বলেন, দুর্গাপূজো আর বেশি দিন বাকি নেই। তাই এই সময়ে রাস্তাগুলো স্থায়ীভাবে মেরামত করা সম্ভব হবে না।

    তবে আপাতত এই রাস্তাগুলো এমনভাবে মেরামত করা হবে যাতে মানুষ কোনো অসুবিধার সম্মুখীন না হয়। দুর্গাপূজোর পরে বা কালীপূজার পর এই সব রাস্তা স্থায়ীভাবে মেরামত করা হবে বলে। এরজন্য ৬ কোটি টাকার মতো খরচ হবে। এর পাশাপাশি রানিগঞ্জের চারটি রাস্তাও মেরামত করা হবে। এইসব রাস্তার সমস্যার স্থায়ী সমাধানের জন্য আসানসোল পুরনিগমের পক্ষ থেকে চেষ্টা চলছে।
    কয়েকদিন আগে আসানসোল পুরনিগমের পক্ষ থেকে বলা হয়েছিল, গাড়ুই নদীর তীরে বেআইনিভাবে নির্মিত বাড়িগুলোকে নোটিশ দেওয়া হবে। এই প্রসঙ্গে মেয়র বলেন, সম্ভবত নোটিশ দেওয়া হয়েছে বা খুব শিগগিরই নদীর পাশে অবৈধভাবে তৈরি করেছেন, তাদেরকে নোটিশ দেওয়া হবে। পাশাপাশি নদী পরিষ্কারের জন্য একটি ডিপিআর করার কথাও বলেন মেয়র। তিনি বলেন, প্রায় ১২ কোটি টাকার একটি ডিপিআর তৈরি করা হয়েছে। যা রাজ্য সরকারের কাছে পাঠানো হচ্ছে। স্থানীয় পর্যায়ে ধাপে ধাপে গাড়ুই নদী পরিষ্কার করা হচ্ছে। বর্তমানে সৃষ্টিনগর থেকে কল্যাণপুর হাউজিং পর্যন্ত নদী পরিষ্কার করা হবে। নদীর পাড়ে রেলিং বসানো হবে যাতে শহরকে সুন্দর করা যায়। ধীরে ধীরে পুরো নদী জুড়ে এই কাজ করা হবে। আস্তে আস্তে পুরো নদী পরিষ্কার করা হবে।
    একই সঙ্গে নদী বা নর্দমায় ময়লা ফেলার বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান মেয়র। তিনি বলেন, পুরনিগমের কর্মচারীরা তাদের কাজ ঠিক মতো করে যাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো ড্রেন পরিষ্কার করার পরে পুর কর্মচারীরা সেখান থেকে সরে গেলে আবারও সেখানে ময়লা ফেলে দেওয়া হচ্ছে। যে কারণে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জনসাধারণকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
    পানীয় জলের সমস্যা প্রসঙ্গে মেয়র বলেন, বর্তমানে আসানসোলে কোথাও পানীয় জলের কোনও সমস্যা নেই। কিছু কিছু জায়গায় অভিযোগ পাওয়া গেছে, পাইপলাইন ফেটে যাওয়ার কারণে পানীয় জলের কোথাও কোথাও পানীয় জলের সমস্যা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের শুরু করা প্রকল্পগুলি যদি সঠিক পদ্ধতিতে বাস্তবায়িত হয় তবে ভবিষ্যতে কোথাও কোন পানীয় জলের সমস্যা হবে না। তিনি আরো বলেন, জিটি লোকো ট্যাঙ্ক মোড থেকে সেনরেল রোডের জুবিলি মোড পর্যন্ত শহরের সৌন্দর্যায়নের উপর জোর দেওয়া হচ্ছে। এতে প্রায় ২৯ লক্ষ টাকা খরচ হবে। পুরনো পার্ক সংস্কার করে কোথাও কোথাও ঝুলন্ত বাগান ( হ্যাঙ্গিং গার্ডন) তৈরি করা হবে বলে মেয়র জানান।

  • পুলিশের অভিযানের পরেই গ্রেফতার করা হল পৃথ্বীরাজ অসওয়ালের স্ত্রীকে

    পুলিশের অভিযানের পরেই গ্রেফতার করা হল পৃথ্বীরাজ অসওয়ালের স্ত্রীকে

    পাবলিক নিউজঃ ডেস্ক সালানপুর:-গতকাল সালানপুর থানার রূপনারায়পুর ফাঁড়ি এলাকার ফকরাডি অঞ্চলের বাসিন্দা তথা ব্যাবসায়ী পৃথ্বীরাজ । অসওয়াল এবং হটাৎ কলোনির বাসিন্দা ব্যাবসায়ী অজয় দাসের বাড়িতে ব্যাপক তল্লাশি চালায় দুর্গাপুর থানার পুলিশ।তাদের সঙ্গে ছিলেন সালানপুর থানার পুলিশ এবং রূপনারায়পুর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় দুর্গাপুরে কোটি টাকার ছিনতাই মামলায় এই বলে অভিযান চালায় পুলিশ।জানা যায় দিল্লির ব্যাবসায়ী মুকেশ চাওলার কাছে সাদা টাকা ৫০লক্ষ নেওয়ার বিনিময়ে তাকে ৬৫লক্ষ কালো টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল।১৫লক্ষ টাকা বেশি পাওয়ার নেশায় তিনি এই ফান্দে পা দিয়ে ফেঁসে যান।দিল্লির ব্যাবসায়ী টাকা নিতে রূপনারায়পুর চলে আসেন।

    সেখানে তাকে ৬৫ লক্ষের পরিবর্তে ১ কোটি টাকা দেওয়া হয়।বলা হয় ৩৫ লক্ষ টাকা তার কাছে থেকে কলকাতায় নিয়ে নেওয়া হবে।এই চক্রে পা দিয়ে দুর্গাপুরে পিয়ালা কালি বাড়ির কাছে দুষ্কৃতীরা তার কাছে এক কোটি টাকাটা ছিনতাই করে নেয়।যার মধ্যে দুর্গাপুর থানার কর্তব্যরত পুলিশ সহ মোট ৬ জনকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ।তারপরেই তদন্তে নেমে পুলিশ জানতে পারে সাদা টাকা নিয়ে কালো টাকা ফেরত দেওয়া সহ ছিনতাই করার মূল মাথা রূপনারায়পুর অঞ্চলের বাসিন্দা পৃথ্বীরাজ সহ তার সঙ্গীরা।তারপরেই দুর্গাপুর থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে সালানপুর থানা ও রূপনারায়পুর ফাঁড়ির পুলিশের সহযোগিতা নিয়ে তার বাড়িতে অভিযান চালায়।তবে পুলিশের হাতে এখনো ধরা পড়েনি পৃথ্বীরাজ অসওয়াল এবং অজয় দাস।তারা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে খবর।তাদের বাড়ি থেকে পুলিশ বেশকিছু নথিপত্র উদ্ধার করেছে।তাছাড়া বেশ কয়েকটি গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ।

    দুটি বাড়িতে পুলিশের তরফে তালা লাগিয়ে দেওয়া হয়।তাছাড়া পুলিশ সূত্রে জানা যায় পৃথ্বীরাজ অসওয়ালের বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।যেহেতু বাড়ি ও গাড়ি পৃথ্বীরাজ অসওয়ালের স্ত্রীর নামে তাই পুলিশ গ্রেফতার করে পৃথ্বীরাজ অসওয়ালের স্ত্রী রাধিকাকে।ধৃত স্ত্রীকে ছোট সন্তানের সঙ্গেই আজ কোর্ট পাঠানো হয়।পুলিশ জোর কদমে পৃথ্বীরাজ অসওয়াল ও অজয় দাসের তল্লাশি শুরু করেছে।তবে হিন্দুস্তান কেবেলসের রাস্তার পাশেই তার এক হোটেল রয়েছে সেটিও গতকাল থেকে বন্ধ বলে খবর।

  • দূর্গাপুরে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা / সূত্র পেতে রুপনারায়নপুরে দুটি বাড়িতে পুলিশের তল্লাশি / আগ্নেয়াস্ত্র, টাকা, গাড়ি উদ্ধার

    দূর্গাপুরে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা / সূত্র পেতে রুপনারায়নপুরে দুটি বাড়িতে পুলিশের তল্লাশি / আগ্নেয়াস্ত্র, টাকা, গাড়ি উদ্ধার

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোলের:- সালানপুর থানার রবিবার রাত দেড়টা থেকে রূপনারায়ণপুরের পিঠাকিয়ারির ফকরাডি এলাকায় পৃথ্বীরাজ জয়সওয়াল নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। রবিবার রাত দেড়টা থেকে এই তল্লাশি অভিযান চালানো হয়। অন্যদিকে, রুপনারাণপুরের হটাৎ কলোনির জমি ব্যবসায়ী অশোক দাসের বাড়িতে সোমবার সকালে একইভাবে অভিযান চালায় পুলিশ।
    জানা গেছে, এই অভিযানের পরে দুটি বাড়ি পুলিশ সিল করেছে। পৃথ্বীরাজের স্ত্রীকে আটক করা হয়েছে। তার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। এর পাশাপাশি ঐ বাড়ি থেকে দুটি গাড়ি ও ছয়টি মোটর বাইক, কয়েক লক্ষ টাকা ও কিছু নথিপত্র পাওয়া গেছে। অন্যদিক, অশোক দাসের বাড়ি থেকেও দুটি গাড়ি পুলিশ পায়। সেগুলোও আটক করা হয়েছে। দুর্গাপুর থানার পুলিশের সঙ্গে সালানপুর থানা ও রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ এই অভিযানে ছিলো । দুর্গাপুরে দিন কয়েক আগে এক ব্যবসায়ীর ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুই পুলিশ কর্মী সহ ৬ জনকে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করেই এই দুই বাড়িতে অভিযান চালানো হয় বলে পুলিশের এক আধিকারিক সোমবার জানিয়েছেন।

    রূপনারায়নপুরের ফকরাডিতে পৃথ্বীরাজ জয়সওয়ালের তিন তলা বড়সড় বাড়িটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। ভেতরে একাধিক চারচাকা ও দুই চাকা গাড়ি রাখার গ্যারেজ আছে। বাড়ির চারিদিকে সিসিটিভিতে মোড়া। স্থানীয় প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য বলেন, আড়াই বছর আগেই ঐ পরিবার এখানে বাড়িটি করেছেন। কিন্তু তাদের কিসের ব্যবসা আছে তা তার জানা নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, রূপনারায়ণপুর হিন্দুস্তান কেবলস রোডের পাশে পৃথ্বীরাজের রেস্টুরেন্টের ব্যবসা আছে।
    অন্যদিকে অশোক দাসের স্ত্রী চঞ্চলা কুমারী বলেন, পুলিশ এসে আমাদের বাড়িটা সিল করেছে। আমার স্বামীর সাথে কথা হয়নি। স্বামী নেই বাড়িতে। ওরা ঘরের ভেতরে টাকা খুঁজছিলেন। কিছুই তারা পায়নি। আমার স্বামী জমি প্লটিংয়ের কাজ করেন বলে তিনি জানান।
    প্রসঙ্গতঃ, দিল্লির বাসিন্দা ব্যবসায়ী মুকেশ চাওলার কাছ থেকে ১ কোটি ১ লক্ষ টাকা দূর্গাপুর থানার এক পুলিশ এবং তার সঙ্গীরা গত ৫ সেপ্টেম্বর ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছিলো। দুর্গাপুরে ১৯ নং জাতীয় সড়কে এই ঘটনা ঘটেছিলো। দিল্লির লাজপত নগরের বাসিন্দা রেলের ঠিকাদার মুকেশ চাওলা ব্যবসায়িক কাজকর্মে ঐদিন আসানসোলে আসেন তার ব্যবসার অংশীদারের সঙ্গে দেখা করে কথা বলার জন্য। ‌

    বিকেলে তিনি এবং তার সঙ্গী উত্তরপ্রদেশের মির্জাপুরের মনোজ কুমার সিং এবং পশ্চিম বর্ধমান জেলার অমিত সিংকে নিয়ে কলকাতা রওনা দেন। ‌পথে দুর্গাপুরে ১৯ নং জাতীয় সড়কে পিয়ালা কালীবাড়ির কাছে কয়েকজন ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে তার গাড়ি আটকান। গাড়ি পরীক্ষার নামে ব্যবসায়ীর কাছে থাকা ১ কোটি ১ লক্ষ টাকা নিয়ে চম্পট দেন বলে অভিযোগ। ‌ অভিযোগ পেয়ে পুলিশ দুর্গাপুর থানায় কর্মরত এ এস আই অসীম চক্রবর্তী, সিআইডির বম্ব স্কোয়াডের এএসআই চন্দন চৌধুরী, বরখাস্ত পুলিশ কর্মী মৃত্যুঞ্জয় সরকার, গাড়ির চালক দুর্গাপুরের ধান্দাবাগের সুরজ কুমার রাম এবং দুর্গাপুরের রানা প্রতাপ এলাকার আশিস মার্কেটের সুভাষ শর্মাকে গ্রেফতার করে‌। সেই টাকা ছিনতাইয়ের ঘটনার সূত্র পেতে আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকার পৃথ্বীরাজ জওসওয়াল ও অশোক দাসের বাড়িতে দুর্গাপুর থানার পুলিশ তল্লাশি চালায়। পুলিশের পক্ষ থেকে এ তল্লাশি নিয়ে নির্দিষ্ট করে কোন কিছু বলা হয়নি। পরে সব জানানো হবে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।

  • আসানসোলের জামুড়িয়ার ঘটনা / ১৯ নং জাতীয় সড়কে বিশালাকার গর্ত / এলাকায় চাঞ্চল্য 

    আসানসোলের জামুড়িয়ার ঘটনা / ১৯ নং জাতীয় সড়কে বিশালাকার গর্ত / এলাকায় চাঞ্চল্য 

    পাবলিক নিউজঃ ডেস্ক জামুড়িয়া :-আসানসোলের জামুড়িয়ার বোগরা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের উপর এক প্রান্তে একটি বড় গর্ত তৈরি হওয়াকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনাটির গুরুত্ব বুঝে স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনকে খবর দেন। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ সুব্রত অধিকারীকে। তিনি সোমবার ঘটনাস্থলে পৌঁছে, সবকিছু খতিয়ে দেখে পুলিশ প্রশাসনকে ঐ এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে দিতে বলেন। এরপরই পুলিশের পক্ষ থেকে রাস্তার ওই অংশের বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। এই অংশে যাতে কোন যানবাহন না যায় ও মানুষজনেরা যাতায়াত না করে সেজন্য জাতীয় সড়কের ঐ অংশে পুলিশ প্রশাসনের তরফ একটি বোর্ড লাগিয়ে দেওয়া হয়। এরপরে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এই ঘটনার খবর দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    হঠাৎ করেই রাস্তার ধারে গভীত গর্ত তৈরি হওয়ার ঘটনায় হতচকিত সকলে। স্থানীয় বাসিন্দারা গর্তের জন্য যাতে কোন দুর্ঘটনা না ঘটে, সেইজন্য সেখানে বেশ কিছু বড় বড় পাথর ঢুকিয়ে দেন। তাদের দাবি, এই এলাকার নিচ দিয়ে জল সরবরাহের পাইপ লাইন গেছে। সেই কারণে মাটির নিচে জলের জমা অংশ ধসে গিয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। পুরনো কয়লা খনির সিম এই এলাকায় মাটির তলায় আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে । তবে ঘটনাটি ধসের ঘটনা নাকি, জল জমে যাওয়ার পর এমন ঘটনা ঘটেছে তা নিয়ে সংশয়ে রয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।