Tag: salanpur

  • মঙ্গলবার আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের রামপুর চেকপোস্ট সংলগ্ন এক লাইন হোটেলের সামনে থেকে দুই জন মহিলাকে গ্রেফতার করে পুলিশ তাঁদের কাছে উদ্ধার হয় চারটি ব্যাগে প্রায় ২৬কেজি গাঁজা

    মঙ্গলবার আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের রামপুর চেকপোস্ট সংলগ্ন এক লাইন হোটেলের সামনে থেকে দুই জন মহিলাকে গ্রেফতার করে পুলিশ তাঁদের কাছে উদ্ধার হয় চারটি ব্যাগে প্রায় ২৬কেজি গাঁজা

    পাবলিক নিউজ ডেস্ক –: মঙ্গলবার আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের রামপুর চেকপোস্ট সংলগ্ন এক লাইন হোটেলের সামনে থেকে দুই জন মহিলাকে গ্রেফতার করে পুলিশ তাঁদের কাছে উদ্ধার হয় চারটি ব্যাগে প্রায় ২৬কেজি গাঁজা।পুলিশ সূত্রে জানা গেছে এই দুই মহিলা ঝাড়খন্ডের দিক থেকে কোনো বাসে করে এসে নেমেছিলো এই লাইন হোটেলের সামনে।ধৃতরা দুই জন মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গেছে।ধৃতদের নাম সারিফা বিবি,আঙ্গুরা বিবি।বুধবার সালানপুর থানার পুলিশ গ্রেফতার হওয়া দুই মহিলাকে আসানসোল আদালতে পেশ করে।তদন্তের স্বার্থে ৫দিনের নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।তবে এতো পরিমান গাঁজা কোথা থেকে কোথা নিয়ে যাওয়া হচ্ছিলো বা আরো কেউ জড়িত রয়েছে কিনা সবটাই তদন্ত করছে পুলিশ।

  • ১০ দফা দাবিতে স্মারকলিপি / সালানপুরে তিন বাম সংগঠনের ডাকে বিক্ষোভ মিছিল, বিডিও অফিস অভিযান……………….সালানপুর, ১৭ এপ্রিলঃ

    ১০ দফা দাবিতে স্মারকলিপি / সালানপুরে তিন বাম সংগঠনের ডাকে বিক্ষোভ মিছিল, বিডিও অফিস অভিযান……………….সালানপুর, ১৭ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল:– আসানসোলের সালানপুর থানার ডাবর মোড় থেকে তিনটি বামপন্থী সংগঠন সিটু, এআইকেএস ও এআইএডব্লুইউের সালানপুর ব্লক কমিটির ডাকে একটি প্রতিবাদ মিছিল হয়। ” বিডিও অফিস চলো ” ডাক দেওয়া সেই মিছিল সালানপুর বিডিও অফিসে গিয়ে শেষ হয়। পরে তিন বাম সংগঠনের পাশাপাশি বামেদের যুব, কৃষক, মহিলা সহ অন্য সংগঠনের নেতা, নেত্রী ও কর্মীরা ছিলেন। সবশেষে ১০ দফা দাবির একটি স্মারক লিপি দেওয়া হয় সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাসকে ।

    দাবি গুলির মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রাপকের নামের তালিকা বেনিয়মে অভিযোগ উঠেছে। তার তদন্ত করে বেআইনি প্রাপকদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। আদিবাসী সহ যে সমস্ত গরীব মানুষদের নাম তালিকায় নেই তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।সালানপুর ব্লক এলাকায় বেআইনি ভাবে পাট্টা দেওয়া বন্ধ করতে হবে। হিন্দুস্তান কেবলসের দখল হওয়া জমি দখল মুক্ত করতে হবে। ১০০ দিনের কাজ দ্রুত চালু করতে হবে।১০০ দিনের কাজকে ২০০ দিন ও মজুরি ৬০০টাকা করতে হবে। সালানপুর ব্লকে আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি করতে হবে। চুরি ছিনতাইের মতো অপরাধ বন্ধ করতে পুলিশকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিভিন্ন রাস্তায় যানজট মুক্ত ও ট্রাফিক ব্যবস্থা চালু করতে হবে। বয়স্কদের বন্ধ হয়ে যাওয়া পেনশন চালু করতে হবে। সালানপুর ব্লকের বন্ধ কারখানা গুলি খোলার উদ্যোগ নিতে হবে। বন্ধ কারখানায় জমিতে নতুন শিল্প গড়তে হবে। এলাকার বেকার যুবকদের এলাকাতেই কর্মস্থানের ব্যবস্থা করতে হবে।

    এই প্রসঙ্গে সিপিএম নেত্রী শিপ্রা মুখোপাধ্যায় বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের নানা জনবিরোধী নীতি ও এলাকার সাধারণ মানুষদের সমস্যা গুলি নিয়ে এদিন বিডিও অফিস চলো অভিযান করা হয়েছে। এর পাশাপাশি ১০ দফা দাবির একটি স্মারক লিপি বিডিওকে দেওয়া হয়েছে।

  • সালানপুরে মর্মান্তিক ঘটনা / গরম ডাল পড়ে পুড়ে মৃত্যু এক বছরের শিশুকন্যার…………..সালানপুর ও আসানসোল, ১৪ এপ্রিলঃ

    সালানপুরে মর্মান্তিক ঘটনা / গরম ডাল পড়ে পুড়ে মৃত্যু এক বছরের শিশুকন্যার…………..সালানপুর ও আসানসোল, ১৪ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল বাড়িতে উনুন থেকে গায়ে গরম ডাল পড়ে পুড়ে মৃত্যু হলো এক বছরের এক শিশুকন্যার। রবিবার দুপুরের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সালানপুর থানার রামডির বাসিন্দা মৃত শিশুর নাম রোশনি যাদব। সোমবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে শিশুকন্যার মৃতদেহর ময়নাতদন্ত হয়।
    পুলিশ সূত্রে জানা গেছে, সালানপুর থানার রামডির বাসিন্দা সঞ্জিত যাদবের বাড়িতে রবিবার দুপুরে উনুনে ডাল রান্না হচ্ছিলো। বাড়ির মধ্যে কিছুটা দূরে শুয়ে খেলা করছিলো সঞ্জিত যাদবের এক বছরের মেয়ে রোশনি যাদব। আস্তে আস্তে সে উনুনের কাছে চলে আসে। সেই সময় আশেপাশে কেউ ছিলোনা। আচমকাই উনুনে রাখা কড়াই থেকে গরম ছোট্ট সঞ্জিতের উপরে পড়ে যায়। গরম ডালে তার পুরো শরীরটাই পুড়ে যায়। কান্না শুনে বাড়ির লোকেরা দৌড়ে আসেন। সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। সেখানে রাতে শিশুকন্যার মৃত্যু হয়।

  • रूपनारायणपुर में ट्रेन से कटकर एक व्यक्ति की मौत

    रूपनारायणपुर में ट्रेन से कटकर एक व्यक्ति की मौत

    पब्लिक न्यूज आसनसोल/ सालनपुर:– सालनपुर थाना अंतर्गत अल्लादी ओवरब्रिज के नीचे ट्रेन से कटे एक व्यक्ति का शव बरामद किया गया।क्षेत्र में शोक है।स्थानीय सूत्रों के अनुसार मृतक श्री गुरुपल्ली, बाउरी पाड़ा, रूपनारायणपुर का निवासी था।
    इलाके के निवासी चंदन मंडल (45) दिहाड़ी मजदूर के रूप में काम करते थे। वह अपनी तीन बेटियों और पत्नी के साथ इस इलाके में रहते थे। हालाँकि, उसकी पत्नी अब अपने माता-पिता के घर चली गई है।
    स्थानीय सदस्य तोतन बाउरी ने बताया कि गांव में किसी ने शव देखा और उन्हें बताया कि वे उसे देखने गए थे।
    अल्लादी ओवर ब्रिज के नीचे अप लाइन रेलवे ट्रैक पर ट्रेन की चपेट में आने से व्यक्ति की मौत हो गई। हालांकि, अभी यह स्पष्ट नहीं हो पाया है कि मौत रेलवे लाइन पार करते समय हुई या ट्रेन से गिरने के कारण।
    रेलवे पुलिस और रूपनारायणपुर चौकी पुलिस मौके पर पहुंची। रेलवे पुलिस ने शव को बरामद कर पोस्टमार्टम के लिए आसनसोल जिला अस्पताल ले गई।

  • দলের কর্মীকে মারধর অভিযোগ / কাঠগড়ায় পুলিশ ও তৃণমূল কংগ্রেস / প্রতিবাদে সালানপুর থানায় বিক্ষোভ বিজেপির.…….……, সালানপুর, ১০ এপ্রিলঃ

    দলের কর্মীকে মারধর অভিযোগ / কাঠগড়ায় পুলিশ ও তৃণমূল কংগ্রেস / প্রতিবাদে সালানপুর থানায় বিক্ষোভ বিজেপির.…….……, সালানপুর, ১০ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল:–পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর থানার পাহাড়গোরার বাসিন্দা এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো । সেই অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দূষ্কৃতিদের বিরুদ্ধে। পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও অতি সক্রিয় হওয়া ও ঐ বিজেপি কর্মীকে থানায় মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার সূত্রপাত, গত ৬ এপ্রিল উমেশ নুনিয়া নামে ঐ বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়ে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে। যা নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয় । পরে সালানপুর থানার পাহাড়গোরা ক্যাম্পের পুলিশ ঐ বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। দাবি করা হয়েছে, কোন লিখিত অভিযোগ ছাড়াই, শুধুমাত্র, ফোনে কথা শুনে পুলিশ অতি সক্রিয় হয়ে তাকে ধরেছিলো। পরের দিন অর্থাৎ ৭ এপ্রিল পুলিশ বিজেপি কর্মী উমেশ নুনিয়াকে গ্রেফতার করে। পরে তাকে আসানসোল আদালতে তোলা হলে, বিচারক তার জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন । এরপরেই অসুস্থ হয়ে পড়ে উমেশ নুনিয়া। পরে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
    এরই প্রতিবাদে বৃহস্পতিবার সালানপুর থানা ঘেরাও করে বিজেপি। পাহাড়গোরা ক্যাম্পের এক পুলিশ অফিসারের বিরুদ্ধে এই বিজেপি কর্মীকে মারধর ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে এদিন সালানপুর থানায় বিক্ষোভ দেখান বিজেপির নেতা ও কর্মীরা। এর নেতৃত্বে ছিলেন জেলা সম্পাদক অভিজিৎ রায় ও বারাবনি মন্ডল ৪ র সভাপতি চিন্ময় তেওয়ারি। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে। পরে বিক্ষোভ তুলে নেওয়া হয়। যদিও তার আগে থানার গেটে পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি নেতা ও কর্মীদের ধস্তাধস্তি হয়।
    ধৃত উমেশ নুনিয়ার স্ত্রী শিলা কুমারী নুনিয়া বলেন, গত ৬ এপ্রিল তৃণমূল কংগ্রেস আশ্রিত কয়েকজন দূষ্কৃতি আমার বাড়িতে চড়াও হয়। তারা আমার স্বামীকে তাদের গানের সঙ্গে জোর করে নাচতে বলছিলো। আমি তার প্রতিবাদ করি। দুপক্ষের মধ্যে মারামারি হয়। আমার স্বামীকে মারা হয়। তখন আমি তার প্রতিবাদ করি। স্বামীকে বাঁচাতে যাই। আমার সময় তারা শ্লীলতাহানি করেছে। তিনি বলেন, ঘটনার কথা জানিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু পুলিশ আমার স্বামীকেই গ্রেফতার করে। পরে তাকে পুলিশও থানায় মারধর করে। তার দাবি, আমার স্বামী এখন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
    ঘটনা নিয়ে মন্ডল সভাপতি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয় হওয়ার ও দলের কর্মীকে অভিযোগ ছাড়াই থানায় তুলে আনার অভিযোগ করেন। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য পুলিশ এখন কোন কিছু করেনা। পুলিশ শুধুমাত্র তৃনমুল কংগ্রেসের হয়ে তোলা আদায় করে। পাহাড়গোরা ক্যাম্প তার সবচেয়ে বড় উদাহরণ।
    যদিও এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং বলেন, সব অভিযোগ ভিত্তিহীন। কেউ তাকে মারধর করেনি তিনি আরো বলেন উমেশ নুনিয়া মানসিক রোগী। তার চিকিৎসার দরকার রয়েছে। বাড়ির লোকের তা করা উচিত। এলাকার বাসিন্দারা সব জানেন।

  • দেশবন্ধু মহাবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন সাংসদ।

    দেশবন্ধু মহাবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন সাংসদ।

    পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল শিল্পাঞ্চলের চিত্তরঞ্জন শহরের প্রসিদ্ধ স্কুল দেশবন্ধু মহাবিদ্যালয়, দীর্ঘদিন ধরে তার সংস্কার না হবার কারণে স্কুলের ভগ্নদশা হয়ে যাওয়ায় বিধায়ক বিধান উপাধ্যায় সাংসদ শত্রুঘ্ন সিনহাকে স্কুল ভবন সংস্কারের জন্য পয়সা বরাদ্দের আসবে করেছিলেন সেই আবেদনে সাড়া দিয়ে সাংসদ শত্রুঘ্ন সিনহা সাংসদ ফান্ড থেকে ৩০ লক্ষ টাকা অনুমোদন করেছিলেন, সেই টাকায় ভগ্নপ্রায় বিদ্যালয়ের সংস্কার করে দোতলা বানানো হয়েছে। শণিবার সকালে সেই স্কুল ভবনের উন্মোচন করলেন আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা সাথে ছিলেন স্কুলের গভর্ণীং বডির সভাপতি মুকুল উপাধ্যায়। শত্রুর সিনহা জানান স্কুল কতৃপক্ষ থেকে তার কাছে স্কুল ভবন তৈরী করার জন্য সাংসদ তহবিল থেকে পয়সা সাহায্যের জন্য আবেদন করাতে তিনি ৩০ লক্ষ টাকা অনুমোদন করেছিলেন।

  • पश्चिम बंगाल सरकार के प्राणी संपद विकास दफ्तर की तरफ से वैकल्पिक रोजगार का लक्ष्य सामने रखकर सालनपुर ब्लॉक में कल 6 उपभोक्ताओं को निशुल्क बछड़े प्रदान किए गए

    पश्चिम बंगाल सरकार के प्राणी संपद विकास दफ्तर की तरफ से वैकल्पिक रोजगार का लक्ष्य सामने रखकर सालनपुर ब्लॉक में कल 6 उपभोक्ताओं को निशुल्क बछड़े प्रदान किए गए

    पश्चिम बंगाल सरकार के प्राणी संपद विकास दफ्तर की तरफ से वैकल्पिक रोजगार का लक्ष्य सामने रखकर सालनपुर ब्लॉक में कल 6 उपभोक्ताओं को निशुल्क बछड़े प्रदान किए गए आज सालानपुर ब्लॉक ऑफिस के सामने इस कार्यक्रम का आयोजन किया गया यहां पर वीडियो रूशाली कलेर पंचायत समिति अध्यक्ष कैलाशपति मंडल उपाध्यक्ष विद्युत मिश्रा सालानपुर बीएलडीओ सुमना घरामी ब्लॉक के पंच पंचायत के कुल 6 उपभोक्ताओं को एक-एक कर बछड़े प्रदान किए गए

  • ৬১তম বর্ষ মুক্তাইচন্ডী আনন্দ মেলার উদ্বোধন

    ৬১তম বর্ষ মুক্তাইচন্ডী আনন্দ মেলার উদ্বোধন

    পাবলিক নিউজ প্রকাশ দাস সালানপুর:-৬১তম বর্ষ মুক্তাইচন্ডী আনন্দ মেলার আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হল মঙ্গলবার দিন।মেলার উদ্বোধনের আগে মুক্তাইচন্ডী সাদর দার থেকে নাম সংকৃতন করে মা মুক্তাই চন্ডী প্রাঙ্গন পর্যন্ত আসে।যেখানে সামডি ও বোলকুন্ডা সহ বহু গ্রামের মহিলারা উপস্থিত ছিলেন।এরপর উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে ১০দিন ব্যাপী মেলার শুভ সূচনা করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বেবী মণ্ডল,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজকর্মী তথা বিধায়ক প্রতিনিধি ভোলা সিং সহ আরো অনেকে।এছাড়াও ছিলেন এই মেলার কমিটির সভাপতি দীপক মাহাতা, সম্পাদক প্রশান্ত গোপাল ভান্ডারী,সহ সম্পাদক গৌরাঙ্গ তেওয়ারী,কোষাধক্ষ্য তাপস উকিল সহ আরো অনেকে।এদিন মেলার কমিটির সভাপতি দীপক মাহাতা জানান ঐতিহ্য ও মহা মিলনের মেলাকে টিকিয়ে রাখাই এই বাংলায় আজকের দিনে সব চেয়ে বেশি জরুরি। এই মেলা দশ দিন ধরে চলবে একই সাথে এখানে ভজন,নাম কীর্তন,কবিগান,বাউল, লোকগান সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

  • বৃন্দাবনি গ্রামে চক্ষু পরীক্ষা শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়

    বৃন্দাবনি গ্রামে চক্ষু পরীক্ষা শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়

    পাবলিক নিউজ প্রকাশ দাস সালানপুর:-সালানপুর ব্লকের আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রবিবার দিন বৃন্দাবনে গ্রামে যুব সমাজের দ্বারা সংঘটিত, প্রগতি সেবা সংঘের ব্যবস্থাপনায় এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।যেই শিবিরের উদ্বোধন করেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়।
    তাছাড়াও এদিন তিনি মিলাকোলা গ্রামে একটি হরি মন্দিরের উদ্বোধন করেন।এদিন তিনি বলেন খুব ভালো উদ্যোগ নিয়েছেন ক্লাবের সদস্যরা আমি ও আমাদের দল সর্বদায় তাদের পাশে রয়েছি।ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এই অনুষ্ঠান ক্লাবের প্রথম অনুষ্ঠান,আগামী দিনে তারা এই গ্রাম সহ আরো অন্যান্য পিছিয়ে পড়া দুস্থ মানুষের পাশে থেকে পরিষেবা দেবার চেষ্টা করবেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ প্রগতি সেবা সংঘের সকল সদস্যবৃন্দরা।

  • সালানপুর ব্লকে পুকুর ভরাটের কাজ বন্ধ করলো প্রশাসন, তবে কার মদতে পুকুর ভরাট তা তদন্তের বিষয়

    সালানপুর ব্লকে পুকুর ভরাটের কাজ বন্ধ করলো প্রশাসন, তবে কার মদতে পুকুর ভরাট তা তদন্তের বিষয়

    পাবলিক নিউজ প্রকাশ দাস সালানপুর:-সালানপুর ব্লকের পুকুর ভরাটের কাজ বন্ধ করলো প্রশাসন।জানা যায় দেন্দুয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি পুকুর ভরাটের অভিযোগ পায় আসানসোল মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য।তার নির্দেশ পেয়েই তৎপর হয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করে সালানপুর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর।তবে কার মদতে এই পুকুর ভরাট হচ্ছে তা তদন্তের বিষয়।কিন্তু সালানপুর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক জানান পুকুর ভরাটের অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ করা হয়েছে।তদন্ত করে আইনি প্রক্রিয়া করা হবে।কিন্তু তদন্ত করলে এমন অনেক পুকুর হয়তো বেরিয়ে আসবে যাতে এখান বড় বড় নির্মাণ করা হয়েছে।জানিয়ে রাখি দামাগোড়িয়া রেলগেটের সংলগ্ন একটি বড় পুকুর রয়েছে।যার দিকে নজর পড়েছে ভূ মাফিয়াদের ধীরে ধীরে হয়তো সেটি ভরাট করারও পরিকল্পনা চলছে।কিন্তু এই সবের পিছনে কারা?তার তদন্ত হয়তো প্রশাসনের আগে করা উচিত।তবে হয়তো আগামী দিনে পুকুর গুলি জীবিত অবস্থায় থাকবে।