Tag: RPF

  • আসানসোল ও হাওড়ায় “অপারেশন নানহে ফরিস্তে”/ পাঁচ নাবালককে উদ্ধার আরপিএফের……….. আসানসোল, ৬ সেপ্টেম্বরঃ

    আসানসোল ও হাওড়ায় “অপারেশন নানহে ফরিস্তে”/ পাঁচ নাবালককে উদ্ধার আরপিএফের……….. আসানসোল, ৬ সেপ্টেম্বরঃ

    আসানসোল পাবলিক নিউজ ডেস্ক পূর্ব:– রেল “অপারেশন নানহে ফারিস্তে”-এর মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যা রেল স্টেশন এবং ট্রেনে শিশুদের সুরক্ষার লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ।
    শুক্রবার পূর্ব রেলের হাওড়া এবং আসানসোল ডিভিশনের আরপিএফের অফিসারেরা হাওড়া, মধুপুর ও দুমকা রেল স্টেশন থেকে পাঁচ নাবালককে উদ্ধার করেন। তাদের মধ্যে দুজন ভুল করে ভুল ট্রেনে উঠে পড়েছিলো। অন্য তিনজন তাদের বাবার বকুনি খাওয়ার পরে বাড়ি থেকে পালিয়ে গেছিল।
    উদ্ধার করার পরে পাঁচ নাবালককে যথাযথ আইনি মতে পরবর্তী ব্যবস্থা এবং পুনর্বাসনের জন্য চাইল্ডলাইনের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে।

  • রেল ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকের তৎপরতা / আসানসোল স্টেশনে ট্রেনে প্রসূতির সন্তান প্রসব……… আসানসোল, ৪ সেপ্টেম্বরঃ

    রেল ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকের তৎপরতা / আসানসোল স্টেশনে ট্রেনে প্রসূতির সন্তান প্রসব……… আসানসোল, ৪ সেপ্টেম্বরঃ

    পাবলিক নিউজ ডেস্ক আসানসোল :– পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আসানসোল স্টেশনে বুধবার ২২৬৪৩ এর্নাকুলাম – পাটনা এক্সপ্রেস ট্রেনে এক প্রসূতি সন্তান প্রসব করেন।
    জানা গেছে, বুধবার দুপুর ২:৫২ মিনিটে ২২৬৪৩ এর্নাকুলাম – পাটনা এক্সপ্রেস ট্রেনটি আসানসোল স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। ঠিক সেই সময় এক মহিলা যাত্রীর প্রসব যন্ত্রনা শুরু হয়। ট্রেনে থাকা অন্য যাত্রীদের সাহায্যে ঐ মহিলার স্বামী ভারতীয় রেলের যাত্রী সহায়তা পোর্টাল, রেল মদতের মাধ্যমে বিষয়টিকে জানান। এরপরে রেলের তরফে আসানসোল ডিভিশনের কমার্শিয়াল কন্ট্রোল এবং আসানসোলের স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে গোটা বিষয়টি বলা হয়। তারা একটি বেসরকারি হাসপাতালকে (আসানসোল স্টেশনে জরুরি স্টেশন কলের জন্য দায়িত্ব প্রাপ্ত চুক্তিভিত্তিক চিকিৎসা সংস্থা) গোটা বিষয়টি বলেন। সেই মতো ঐ বেসরকারি হাসপাতালের একটি মেডিকেল টিম ডঃ পি. কে. চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কোন রকম দেরি না করে কোচে উপস্থিত হন। সময়মতো চিকিৎসা পরিসেবার মাধ্যমে, ঐ মহিলা যাত্রী দুপুর ৩:০৮ মিনিটে একটি সুস্থ সন্তানের জন্ম দেন।

    এরপরে মা এবং শিশুকে সাবধানতার সঙ্গে ট্রেন থেকে নামিয়ে রেল অ্যাম্বুলেন্সে করে দুপুর ৩:১৫ মিনিটে আসানসোলের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফ এবং সরকারি রেল পুলিশ বা জিআরপির কর্মীদের পাহারায়।আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, মা এবং শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল । তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    রেল মদতের তাৎক্ষণিক পদক্ষেপ এবং আসানসোল ডিভিশনের রেল কর্মী, ডাক্তার এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয়ে মহিলা যাত্রী এবং তার নবজাতকের আরাম এবং সুরক্ষা নিশ্চিত করেছে। গোটা বিষয়টিতে রেলের অতি সক্রিয়তার জন্য, সমস্ত সহযাত্রীরা প্রশংসা করেছেন। পাশাপাশি, তারা রেলের মানবিক এবং যাত্রীবান্ধব প্রক্রিয়ার প্রশংসা করেন।

  • আর পি এফের অত্যাচারের প্রতিবাদে ৭ নং প্লাটফর্মে বিক্ষোভ।

    আর পি এফের অত্যাচারের প্রতিবাদে ৭ নং প্লাটফর্মে বিক্ষোভ।

    আর পি এফের অত্যাচারের প্রতিবাদে ৭ নং প্লাটফর্মে বিক্ষোভ।

    পাবলিক নিউজ ডেস্ক:– আসানসোল, রাণীগঞ্জ ও বরাকর স্টেশনে ৬০০ হকারদের জীবিকা ট্রেনে বিভিন্ন ধরনের পন্য বিক্রি করা কিন্তু আর পি এফ ট্রেনে হকারদের আটক করে তাদের পণ্য বাজেয়াপ্ত করে তাদের নামে মামলা দিয়ে ফাইন নিয়ে নিচ্ছে। আর পি এফের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংঘটনের নেতা রাজু ওয়ালিয়া বুধবার সকালে আসানসোল স্টেশনের ৭ নং প্ল্যাটফর্মে বিক্ষোভ দেখান। তিনি জানান ট্রেনে হকারী কোন অপরাধ নয় সারা ভারতে ট্রেনে হকারি হয়ে আসছে, আসানসোল স্টেশনে ৪০/৫০ বছর ধরে হকারী করে আসছে তাদের অন্যায়ভাবে আটক করে পণ্য বাজেয়াপ্ত করে মামলা দিয়ে ফাইন আদায় করছে আর পি এফ তাদের বিরুদ্ধে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আগামীকাল মেন গেটে বিক্ষোভ দেখান হবে এবং সোমবার ডিআরএম দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে।

  • আর পি এফের অত্যাচারের প্রতিবাদে ৭ নং প্লাটফর্মে বিক্ষোভ।

    আর পি এফের অত্যাচারের প্রতিবাদে ৭ নং প্লাটফর্মে বিক্ষোভ।

    পাবলিক নিউজ ডেস্ক –: আসানসোল, রাণীগঞ্জ ও বরাকর স্টেশনে ৬০০ হকারদের জীবিকা ট্রেনে বিভিন্ন ধরনের পন্য বিক্রি করা কিন্তু আর পি এফ ট্রেনে হকারদের আটক করে তাদের পণ্য বাজেয়াপ্ত করে তাদের নামে মামলা দিয়ে ফাইন নিয়ে নিচ্ছে। আর পি এফের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংঘটনের নেতা রাজু ওয়ালিয়া বুধবার সকালে আসানসোল স্টেশনের ৭ নং প্ল্যাটফর্মে বিক্ষোভ দেখান। তিনি জানান ট্রেনে হকারী কোন অপরাধ নয় সারা ভারতে ট্রেনে হকারি হয়ে আসছে, আসানসোল স্টেশনে ৪০/৫০ বছর ধরে হকারী করে আসছে তাদের অন্যায়ভাবে আটক করে পণ্য বাজেয়াপ্ত করে মামলা দিয়ে ফাইন আদায় করছে আর পি এফ তাদের বিরুদ্ধে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আগামীকাল মেন গেটে বিক্ষোভ দেখান হবে এবং সোমবার ডিআরএম দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে।

  • বার্নপুর স্টেশনে আরপিএফের ” অপারেশন নানহে ফরিস্তে” / উদ্ধার নাবালক…………..বার্নপুর, ৭ মেঃ

    বার্নপুর স্টেশনে আরপিএফের ” অপারেশন নানহে ফরিস্তে” / উদ্ধার নাবালক…………..বার্নপুর, ৭ মেঃ

    পাবলিক নিউজ আসানসোল :– বার্নপুর স্টেশনে আরপিএফের ” অপারেশন নানহে ফরিস্তে ‘ অভিযান উদ্ধার এক নাবালক। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ট্রেন নং ৬৩৫৯৩ পুরুলিয়া – আসানসোল ( পিআরআর-এএসএন) মেমু প্যাসেঞ্জার বার্নপুর স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে মঙ্গলবার বিকেল প্রায় পাঁচটার সময় পৌঁছায়। সেই সময় ট্রেনে তল্লাশিতে ছিলেন বার্নপুর আরপিএফ পোস্ট ইন্সপেক্টর এ কে গরাইয়ের নেতৃত্বে আরপিএফের জওয়ানরা। তারা নিয়মিত চেকিংয়ের সময় ইঞ্জিনের পরে প্রথম কোচে প্রায় ১১ বছর বয়সী একটি নাবালককে ভীত ও নার্ভাস অবস্থায় একা বসে থাকতে দেখতে পান।
    আরপিএফের অফিসার ও কর্মীদের জিজ্ঞাসাবাদে নাবালক বলে তার নাম নাসিম আনসারি। বাবার নাম মুস্তাক আনসারি। বাড়ি ঠিকানা বলে ঝাড়খণ্ডের দেওঘর জেলার দেবীপুর থানার বিরনিয়া গ্রামে। নাবালক আরও জানায় যে, সে তার বাবার বকুনি খেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে ।

    নাবালকটিকে এরপরে আরপিএফ পোস্টে আনা হয়েছিল। তাকে জল, বিস্কুট এবং অন্যান্য খাবার খেতে দেওয়া হয়। এরপরে আসানসোলের শিশু কল্যাণ কমিটির (সিডব্লিউসি) সাথে যোগাযোগ করা হয়। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নাবালককে আসানসোল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে সিডব্লিউসির আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।

  • रेल के जमीन अवैध रूप से कब्जा किया जाने पर रेल खाली करने गए तवी,आसनसोल के रेल पार इलाके में 24 नंबर वार्ड अंतर्गत महुआ डंगाल इलाके में जब आरपीएफ रेलवे के अधिकारी और आई डब्ल्यू के अधिकारी पहुंचे तो स्थानीय लोगों ने उनका विरोध किया स्थानीय लोगों कार्य में बाधा दिया

    रेल के जमीन अवैध रूप से कब्जा किया जाने पर रेल खाली करने गए तवी,आसनसोल के रेल पार इलाके में 24 नंबर वार्ड अंतर्गत महुआ डंगाल इलाके में जब आरपीएफ रेलवे के अधिकारी और आई डब्ल्यू के अधिकारी पहुंचे तो स्थानीय लोगों ने उनका विरोध किया स्थानीय लोगों कार्य में बाधा दिया

    पब्लिक न्यूज आसनसोल :– रेलवे की तरफ से लगातार विकास कार्यों को अंजाम दिया जा रहा है रेलवे की तरफ से अब रेलवे की जमीनों पर इस तरह के काम किया जा रहे हैं जिससे कि रेलवे की आमदनी बढ़ और रोजगार के भी अवसर पैदा हो सके इसी कड़ी में आसनसोल में भी रेलवे की जमीनों पर रेलवे द्वारा दखल लेकर उन पर काम शुरू करने की कोशिश की जा रही है आज आसनसोल के रेल पार इलाके में 24 नंबर वार्ड अंतर्गत महुआ डंगाल इलाके में जब आरपीएफ रेलवे के अधिकारी और आई डब्ल्यू के अधिकारी पहुंचे तो स्थानीय लोगों ने उनका विरोध किया स्थानीय लोगों का कहना है कि रेलवे के ही अधिकारी यहां पर बिना किसी नोटिस किया आए हैं और उन्होंने यहां पर घरों को तोड़ना शुरू कर दिया इस बारे में इलाके की पार्षद फनसबी आलिया ने बताया कि रेलवे के अधिकारी आए और उन्होंने बिना किसी नोटिस के घरों को तोड़ना शुरू कर दिया उन्होंने कहा कि यहां पर लोग तकरीबन 40 सालों से रहते आ रहे हैं अब अचानक अगर रेलवे उन्हें बेघर कर देगा तो यह लोग कहां जाएंगे उन्होंने पुनर्वास की मांग की और कहां की केंद्र सरकार इन लोगों को जमीन उपलब्ध कराया ताकि यह लोग राज्य सरकार से अनुरोध करके अपने लिए घर बनवा सके उन्होंने कहा कि जब तक उनकी मांग पूरी नहीं होती यहां के लोगों का धरना प्रदर्शन जारी रहेगा।

  • বার্নপুর স্টেশনে আরপিএফ ও জিআরপির রুটমার্চ/ নাশকতা ঠেকাতে যৌথ তল্লাশি ও মক ড্রিল………… বার্নপুর, ৭ মেঃ

    বার্নপুর স্টেশনে আরপিএফ ও জিআরপির রুটমার্চ/ নাশকতা ঠেকাতে যৌথ তল্লাশি ও মক ড্রিল………… বার্নপুর, ৭ মেঃ

    পাবলিক নিউজ আসানসোল:– দেশের বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুসারে বুধবার জরুরি ভিত্তিতে যাত্রীদের কি করণীয় তা সচেতন করার জন্য দক্ষিণ পূর্ব রেলের বার্নপুর স্টেশনে সিভিল ডিফেন্স মক ড্রিল করা হয়। আরপিএফ পোস্ট বার্নপুরের এ কে গরাইয়ের নেতৃত্বে আরপিএফ, বার্নপুর রেল পুলিশ বা জিআরপি, বার্নপুরের স্টেশন মাস্টারের তত্ত্বাবধানে ও নির্দেশ অনুসারে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি অনুসারে বার্নপুর স্টেশনের আপ-ডাউন প্ল্যাটফর্ম , চলাচলকারী এলাকা, পার্কিং, নো পার্কিং এলাকা এবং ইয়ার্ড এলাকায় রুটমার্চ করা হয়। যাত্রীদের নিরাপত্তার জন্য যাত্রী তাদের মতামত নেওয়া হয়। আরপিএফ পোস্ট বার্নপুর এবং জিআরপি বার্নপুরের অফিসার ও কর্মীরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। আরপিএফ পোস্ট বার্নপুরের পোস্ট কমান্ডারের তত্ত্বাবধানে এবং বার্নপুর স্টেশন এবং ইয়ার্ড এলাকায় যৌথ নাশকতা বিরোধী তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায় নি বা কাজও খুঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে ।

  • पहलगाम के आतंकी हमले के बाद भारत द्वारा कल देर रात पाकिस्तान के आतंकी ठिकानों पर हमला किया गया था इसे देखते हुए पूरे भारत के साथ-साथ बर्नपुर रेलवे स्टेशन पर भी हाई अलर्ट देखा गया

    पहलगाम के आतंकी हमले के बाद भारत द्वारा कल देर रात पाकिस्तान के आतंकी ठिकानों पर हमला किया गया था इसे देखते हुए पूरे भारत के साथ-साथ बर्नपुर रेलवे स्टेशन पर भी हाई अलर्ट देखा गया

    पब्लिक न्यूज आसनसोल:– पहलगाम के आतंकी हमले के बाद भारत द्वारा कल देर रात पाकिस्तान के आतंकी ठिकानों पर हमला किया गया था इसे देखते हुए पूरे भारत के साथ-साथ बर्नपुर रेलवे स्टेशन पर भी हाई अलर्ट देखा गया इस बारे में यहां के आरपीएफ इंस्पेक्टर इंचार्ज अजय कुमार गोयल ने बताया कि वर्तमान में जो बेहद संवेदनशील माहौल बना हुआ है इसे देखते हुए बर्नपुर रेलवे स्टेशन पर भी हाई अलर्ट बरती जा रही है। किसी भी संदेश वस्तु या व्यक्ति की जांच की जा रही है और जरूरत पड़े तो उन्हें हिरासत में भी लिया जाएगा उन्होंने कहा कि अभी तक ऐसे किसी भी व्यक्ति को गिरफ्तार करने की जरूरत नहीं पड़ी है उन्होंने कहा कि रात दिन पेट्रोलिंग की जा रही है और यात्रियों की सुरक्षा को सुनिश्चित करने के लिए हर संभव प्रयास किया जा रहा है।

  • रूपनारायणपुर में ट्रेन से कटकर एक व्यक्ति की मौत

    रूपनारायणपुर में ट्रेन से कटकर एक व्यक्ति की मौत

    पब्लिक न्यूज आसनसोल/ सालनपुर:– सालनपुर थाना अंतर्गत अल्लादी ओवरब्रिज के नीचे ट्रेन से कटे एक व्यक्ति का शव बरामद किया गया।क्षेत्र में शोक है।स्थानीय सूत्रों के अनुसार मृतक श्री गुरुपल्ली, बाउरी पाड़ा, रूपनारायणपुर का निवासी था।
    इलाके के निवासी चंदन मंडल (45) दिहाड़ी मजदूर के रूप में काम करते थे। वह अपनी तीन बेटियों और पत्नी के साथ इस इलाके में रहते थे। हालाँकि, उसकी पत्नी अब अपने माता-पिता के घर चली गई है।
    स्थानीय सदस्य तोतन बाउरी ने बताया कि गांव में किसी ने शव देखा और उन्हें बताया कि वे उसे देखने गए थे।
    अल्लादी ओवर ब्रिज के नीचे अप लाइन रेलवे ट्रैक पर ट्रेन की चपेट में आने से व्यक्ति की मौत हो गई। हालांकि, अभी यह स्पष्ट नहीं हो पाया है कि मौत रेलवे लाइन पार करते समय हुई या ट्रेन से गिरने के कारण।
    रेलवे पुलिस और रूपनारायणपुर चौकी पुलिस मौके पर पहुंची। रेलवे पुलिस ने शव को बरामद कर पोस्टमार्टम के लिए आसनसोल जिला अस्पताल ले गई।

  • কাঁঠাল চুরি আটকাতেই ধারালো অস্ত্র দিয়ে হামলা, অনুমান / বাড়িতেই আক্রান্ত চিত্তরঞ্জনের রেল কর্মী / এলাকায় আতঙ্ক, তদন্তে পুলিশ ……….. চিত্তরঞ্জন, ১০ এপ্রিলঃ

    কাঁঠাল চুরি আটকাতেই ধারালো অস্ত্র দিয়ে হামলা, অনুমান / বাড়িতেই আক্রান্ত চিত্তরঞ্জনের রেল কর্মী / এলাকায় আতঙ্ক, তদন্তে পুলিশ ……….. চিত্তরঞ্জন, ১০ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল :– নিজের বাড়ির গাছের কাঁঠাল অন্য লোকেরা কেন পারছে তার প্রতিবাদ করে ও আটকাতে গিয়ে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলো। চিত্তরঞ্জনে আবারও দুষ্কৃতিদের তাণ্ডবের এই ঘটনায় রেল শহর চিত্তরঞ্জনের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠলো। এই ঘটনায় এক রেল কর্মীর উপরে নিজের আবাসনের উঠোনে ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। বুধবারের এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক নেমে এসেছে।
    প্রসঙ্গতঃ , গত ৩ এপ্রিল এক রেল কর্মীর স্ত্রীর রক্তাক্ত দেহ তার বাসভবনের ভেতর থেকে উদ্ধার হয়। সেই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তারই মধ্যে বুধবার রেল শহর চিত্তরঞ্জনে ৪২/এ স্ট্রিটের ১০/এ নং আবাসনের বাসিন্দা ৫৮ বছরের রেল কর্মী শ্রীকান্ত তিওয়ারির উপর অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর ঘটনা ঘটলো।
    জানা গেছে , শ্রীকান্ত তেওয়ারির পরিবার সদস্যরা বিহারে গ্রামের বাড়ি গেছেন। তিনি বাড়িতে একাই ছিলেন। এই সুযোগে দুষ্কৃতিরা তার বাড়িতে ঢুকে, কোনভাবে বাধা পেয়ে হামলা চালিয়ে অচৈতন্য অবস্থায় ফেলে পালিয়ে যায়। শ্রীকান্তের ছেলে বুধবার গ্রামের বাড়ি থেকে বারবার বাবাকে ফোন করেন। কিন্তু সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীকে জানায়। সেই প্রতিবেশী যুবক তার বাড়ির কাছে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোন সাড়া না পেয়ে ঐ যুবক কোনমতে সিঁড়ি দিয়ে উঠে, তার বাড়ির ভেতরে উঁকি মারেন। তখন তিনি সেখানে শ্রীকান্তকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর ঐ যুবক স্থানীয়দেরকে ডাকেন। তাদের সহায়তায় তাকে দ্রুত চিত্তরঞ্জন কেজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে আইসিইউতে ভর্তি করেছেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
    এদিকে এই ঘটনার খবর পেয়ে চিত্তরঞ্জন থানার পুলিশ ঘটনাস্থলে আসে। কি করে বাড়ির মধ্যে ঐ ব্যক্তি হামলার মুখে পড়লেন, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
    শ্রীকান্ত তেওয়ারির এক প্রতিবেশী বলেন, ঐ বাড়ির উঠোনে একটি কাঁঠাল গাছ রয়েছে। মনে হচ্ছে, কয়েকজন যুবক গাছ থেকে কাঁঠাল পাড় ছিলো। শ্রীকান্তবাবু তা দেখতে পেয়ে প্রতিবাদ করতে গেলে তাঁর উপর হামলা হয়। যেখানে তিনি অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। সেখানে বেশ কয়েকটি কাঁঠাল পড়ে থাকতেও দেখা গেছে বলে ঐ প্রতিবেশী জানান।
    এদিকে, পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঐ ব্যক্তির পরিবারের সদস্যরা আসছেন। তারা অভিযোগ দায়ের করবেন।