Tag: raniganj

  • জাতীয় সড়কের পাশে ভয়াবহ আগুন, দমকল বাহিনী নিয়ন্ত্রণ করে।

    জাতীয় সড়কের পাশে ভয়াবহ আগুন, দমকল বাহিনী নিয়ন্ত্রণ করে।

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী রাণীগঞ্জ:– বুধবার সকালে ১৯ নং জাতীয় সড়কে পেট্রোল পাম্পের পেছনে ঘন জঙ্গলে হঠাৎ করে আগুন লেগে যায় আগুনের ভয়াবহতায় আশেপাশের সব জঙ্গলে আগুন লেগে গেলে স্থানীয় বাসিন্দারা পাঞ্জাবি মোড় থানার পুলিশকে খবর দিলে পুলিশ থেকে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। জঙ্গল থেকে কিছুদূরে পেট্রোল পাম্প এবং হাই টেনশন তার থাকার কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণ করতে সবরকম প্রচেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

  • आज रानीगंज के मंगलपुर औद्योगिक क्षेत्र में ग्लास फैक्ट्री के पास राष्ट्रीय राजमार्ग 19 के किनारे एक पेट्रोल पंप के पीछे घने जंगलों में आग लगने से हड़कंप मच गया

    आज रानीगंज के मंगलपुर औद्योगिक क्षेत्र में ग्लास फैक्ट्री के पास राष्ट्रीय राजमार्ग 19 के किनारे एक पेट्रोल पंप के पीछे घने जंगलों में आग लगने से हड़कंप मच गया

    पब्लिक न्यूज़ जाहिद अनवर रानीगंज:– आज रानीगंज के मंगलपुर औद्योगिक क्षेत्र में ग्लास फैक्ट्री के पास राष्ट्रीय राजमार्ग 19 के किनारे एक पेट्रोल पंप के पीछे घने जंगलों में आग लगने से हड़कंप मच गया स्थानीय लोगों ने तुरंत रानीगंज के पंजाबी मोड चौकी के पुलिस और दमकल विभाग को खबर दी दमकल विभाग और पुलिस के अधिकारी मौके पर आए और तुरंत आग पर काबू पाने की कोशिश शुरू कर दी दरअसल जहां पर आग लगी थी उसके पास एक हाई टेंशन तार है और उससे कुछ दूरी पर पेट्रोल पंप भी है इस वजह से लोगों में आतंक पसर गया था लेकिन दमकल विभाग के अधिकारियों और कर्मचारियों की कोशिशें से आग पर काबू पा लिया गया।

  • इसका मुख्य कारण आसनसोल नगर निगम का सौतेलापन !रानीगंज म्युनिसिपल हिंदी स्कूल में बच्चों के भविष्य से खिलवाड़

    इसका मुख्य कारण आसनसोल नगर निगम का सौतेलापन !रानीगंज म्युनिसिपल हिंदी स्कूल में बच्चों के भविष्य से खिलवाड़

    पब्लिक न्यूज़ जाहिद अनवर रानीगंज :– रानीगंज म्युनिसिपल हिंदी प्राथमिक विद्यालय आसनसोल नगर निगम के अंतर्गत एक पुराना हिंदी माध्यम विद्यालय है जो आसनसोल नगर निगम के वार्ड नंबर 89 रानीगंज में स्थित है। जहां 424 छात्र एवं छात्राएं शिक्षा ग्रहण कर रहे हैं। इस हिंदी मीडियम स्कूल में 80 फीसदी अल्पसंख्यक बच्चे पढ़ते हैं. 424 छात्रों पर 2 स्थायी और 2 अंशकालिक शिक्षक हैं, जो शिक्षा के अधिकार के अनुरूप नहीं है. जहां 40 छात्रों पर एक शिक्षक होना अनिवार्य है, लेकिन आसनसोल निगम शिक्षकों के तत्काल नियुक्ति पर कोई ध्यान नहीं दे रहा है. राज्य सरकार अल्पसंख्यकों, विशेषकर मुसलमानों के प्रति सहानुभूति रखने का दम भरती है।। लेकिन दुर्भाग्य से मुसलमानों की शैक्षिक रुचि के बावजूद उचित सुविधाएँ उपलब्ध नहीं हैं। वहीं, वर्तमान शिक्षकों को भी काफी परेशानी हो रही है. वे बच्चों को उचित शिक्षा एवं प्रशिक्षण नहीं दे पाते हैं।।
    आजकल सरकारी स्कूलों में ड्रॉप आउट की संख्या बढ़ती जा रही है, इस हिंदी स्कूल का एक विशेष स्थान है और यह स्कूल अभिभावकों के सबसे पसंदीदा स्कूलों में से एक है, लेकिन निगम ने इस स्कूल को पूरी तरह से नष्ट करने का फैसला किया है क्योंकि यहां वर्षों से शिक्षक नहीं हैं ।, लेकिन अब तक नगर निगम ने इस पर कोई ध्यान नहीं दिया है। पत्र लिखने के बाद भी इस समस्या पर गौर नहीं किया है।

    सबसे दुखद बात यह है कि रानीगंज बोरो कार्यालय में 12 पार्षदों में से 6 पार्षद भाषाई अल्पसंख्यक हैं, लेकिन उन्होंने भी कभी अपनी आवाज नहीं उठाई। जो सामाजिक और कल्याणकारी संगठन शिक्षा क्षेत्र में काम कर रहे हैं और अपने समाज में सुधार करना चाहते हैं और इस महत्वपूर्ण मुद्दे को उन नेताओं तक पहुंचाएं जो सरकार की कुर्सी पर बैठे हैं लेकिन ये सज्जन काम नहीं कर रहे हैं या करना नहीं चाहते हैं, यह रानीगंज के अल्पसंख्यक और भाषाई लोगों को सोचना चाहिए.

  • রানিগঞ্জের দুটি জায়গায় পুলিশের অভিযান / আট সশস্ত্র দূষ্কৃতিকে গ্রেফতার

    রানিগঞ্জের দুটি জায়গায় পুলিশের অভিযান / আট সশস্ত্র দূষ্কৃতিকে গ্রেফতার

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী রাণীগঞ্জ:– পরপর দুদিনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানিগঞ্জ থানার পুলিশ দুটি ঘটনায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ডাকাতির পরিকল্পনা বানচাল করে দুটি দুষ্কৃতি দলের চারজন করে মোট আটজনকে গ্রেফতার করলো। দুটি পৃথক জায়গায় শনিবার ও রবিবার রাতে হওয়া এই দুটি অভিযানে ধৃত আটজনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ অন্য সামগ্রী উদ্ধার করেছে রানিগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্তের নেতৃত্বে পুলিশের দল।
    জানা গেছে, শনিবার রাতে রানিগঞ্জ থানার কুমোর বাজার ও বক্তানগর যাওয়ার রাস্তায় একটি গ্যাস কোম্পানির গোডাউনের পাশের জঙ্গল বাইরের থেকে আসা ২ দুষ্কৃতির সাথে স্থানীয় দুই দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র, লোহার রড ও লাইলন দড়ি নিয়ে ডাকাতির পরিকল্পনা নিয়ে জড়ো হয়েছিলো। রানিগঞ্জ থানার পুলিশ সেই খবর গোপন সূত্রে পেয়ে অতর্কিতে অভিযান চালিয়ে সেই জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতিকে গ্রেফতার করে। ধৃতদের নাম হলো পড়াশিয়া কোলিয়ারির বছর ৩২ দেবেন ভূঁইয়া, বছর ৩০র বিহারের মধুবনী জেলার হরিপুর কাজীয়ারের মহঃ আকতার, কুমোর বাজারের বছর ২৪ র বিবেক ডোম, ও রানিগঞ্জের নগরের বাসিন্দা বছর ২১ র দানিস আনসারি। তাদের কাছ থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি ভোজালি, লোহার রড ও লাইলন দড়ি পেয়েছে। ধৃত চারজনকে রবিবার আসানসোল আদালতে পেশ করা হয়।
    অন্য একটি ঘটনায় ডাকাতির পরিকল্পনা করে জড়ো হওয়া ৪ জনকে রবিবার রাতে গ্রেফতার করা হয় রানিগঞ্জের বল্লভপুর ফাঁড়ি এলাকার পেপার মিল সংলগ্ন জঙ্গলের দামোদর নদীর চর থেকে। জানা গেছে ধৃতদের কাছে পুলিশ লোহার টেন্সার ব্লেড, স্টিলের লাঠি, রড, দড়ি ও ধারালো চুরি উদ্ধার করেছে। ধৃতরা হল বছর ১৯ র বল্লভপুরের রঞ্জিত বাল্মিকী, বছর ৩০ র বল্লভপুর রঘুনাথ চকের বাসিন্দা মঙ্গল বাউরি, বছর ২৮ র নেপালি পাড়ার আকাশ।

  • রানিগঞ্জের শিল্প তালুকে চাঞ্চল্য / দাঁড়িয়ে থাকা টায়ার ভর্তি ট্রাকের কেবিনে আগুন

    রানিগঞ্জের শিল্প তালুকে চাঞ্চল্য / দাঁড়িয়ে থাকা টায়ার ভর্তি ট্রাকের কেবিনে আগুন

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী রাণীগঞ্জ:– দাঁড়িয়ে থাকা ট্রাকের কেবিনে হঠাৎই আগুন লাগার ঘটনা ঘটলো। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন নিয়ে এলাকায় পৌঁছান দমকলকর্মীরা। বেশ কিছুক্ষনের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসেন। ঘটনা প্রসঙ্গে জানা গেছে , সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ রানিগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের বাঁশড়া মোড়ের কাছে রানিগঞ্জ স্কোয়ারে এক টায়ার গোডাউনে টায়ার আনলোড করে দাঁড়িয়ে ছিলো একটি ট্রাক। দাঁড়িয়ে থাকা সেই ট্রাকের কেবিনের সামনের অংশে হঠাৎ করেই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে ট্রাকের কেবিনের সর্বত্র। তা দেখে ট্রাকের চালক আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু সেই আগুন চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনায় ট্রাকের চালক অল্পবিস্তর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে পাশের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। পাশাপাশি এই ঘটনার খবর দেওয়া হয় রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়িতে। পুলিশ দ্রুত এই ঘটনার খবর রানিগঞ্জ ফায়ার ব্রিগেডে জানায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান দমকলকর্মীরা। তবে তারই আগে দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়াশ কেবিন ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি সেই আগুন ট্রাকের সামনের দুটি চাকাও গ্রাস করে। সামনের দুই চাকা সজোরে বিস্ফোরণ করে উড়ে যায়। আশেপাশে থাকা মানুষজন এই ঘটনায় অনেকটাই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এই আগুন ট্রাকের পিছনে ছড়িয়ে পড়ার আগেই দমকল কর্মীরা দ্রুত আগুন নেভাতে তৎপর হন। তবে কোথা থেকে ঐ টায়ার ভর্তি ট্রাক সেখানে এসেছিল ও কি কারনেই বা সেই ট্রাকের কেবিনে আগুন লাগে, তা ট্রাকের চালককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ায়, সে সম্পর্কে কেউই কোন সদুত্তর দিতে পারেননি।
    তবে ট্রাকের আগুন অন্য কোথাও ছড়িয়ে আগেই দমকলকর্মীরা দ্রুত তা নিভিয়ে ফেলায় আশেপাশের এলাকায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেলো, তা বলাই যেতে পারে।
    দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, কোনভাবে শট সার্কিট থেকে ট্রাকের কেবিনে আগুন লেগে থাকতে পারে।

  • रानीगंज थाना क्षेत्र के बांसड़ा रानीगंज स्क्वायर इलाके में सोमवार को एक कंटेनर ट्रक के केबिन में आग लगने से हड़कंप मच गया।

    रानीगंज थाना क्षेत्र के बांसड़ा रानीगंज स्क्वायर इलाके में सोमवार को एक कंटेनर ट्रक के केबिन में आग लगने से हड़कंप मच गया।

    पब्लिक न्यूज़ जाहिद अनवर, रानीगंज:  रानीगंज थाना क्षेत्र के बांसड़ा रानीगंज स्क्वायर इलाके में सोमवार को एक कंटेनर ट्रक के केबिन में आग लगने से हड़कंप मच गया। घटना सुबह करीब 11:30 बजे की बताई जा रही है। जानकारी के अनुसार, ट्रक चालक गोदाम में गाड़ी में लदे टायर खाली कर पास ही गाड़ी खड़ी करके काम कर रहा था। इसी दौरान अचानक ट्रक के केबिन में आग लग गई। चालक ने आग बुझाने का प्रयास किया, लेकिन आग ने धीरे-धीरे भयंकर रूप ले लिया।
    इस अग्निकांड में चालक हल्का-फुल्का झुलस गया, जिसे तत्काल नजदीकी अस्पताल में इलाज के लिए ले जाया गया। वहीं, घटना की सूचना पाकर पंजाबी मोड़ फाड़ी की पुलिस और रानीगंज फायर ब्रिगेड की टीम मौके पर पहुंची। करीब आधे घंटे की मशक्कत के बाद आग पर काबू पाया गया। हालांकि इस घटना में कंटेनर ट्रक का केबिन पूरी तरह से जलकर खाक हो गया। आग किस कारणों से गाड़ी के केबिन में लगी सटीक पता नहीं चल पाया है।

  • रानीगंज के मंगलपुर औद्योगिक क्षेत्र में धनबाद फ्यूल नामक स्पंज आयरन फैक्ट्री की दीवार गिरने से इलाके में दहशत फैल गयी।

    रानीगंज के मंगलपुर औद्योगिक क्षेत्र में धनबाद फ्यूल नामक स्पंज आयरन फैक्ट्री की दीवार गिरने से इलाके में दहशत फैल गयी।

    पब्लिक न्यूज़ जाहिद अनवर रानीगंज : रानीगंज के मंगलपुर औद्योगिक क्षेत्र में धनबाद फ्यूल नामक स्पंज आयरन फैक्ट्री की दीवार गिरने से इलाके में दहशत फैल गयी। सोमवार शाम करीब छह बजे यह दीवार गिरी तो पास की कॉलोनी में दहशत फैल गई। घटना के संबंध में पता चला है कि फैक्ट्री के एक छोर पर दीवार से सटा कर भारी मात्रा में फैक्ट्री का कोयला रखा हुआ था। इस कोयले की मात्रा इतनी अधिक थी कि कोयले के दबाव से कमजोर दीवार ढह गई।
    शाम होने के कारण उस सड़क पर कोई वाहन नहीं चल रहा था, इससे कोई बड़ा हादसा नहीं हुआ, लेकिन इस घटना में बगल के इलाके में दो बिजली के खंभे और एक हाईटेंशन तार का खंभा गिर गया। स्थानीय क्षेत्र के लोगों को बड़े खतरे का सामना करना पड़ सकता है, लोगों ने कहा कि  फैक्ट्री अधिकारियों से मांग करते हैं कि वे तुरंत पूरे क्षेत्र को घेर लें और लाइट जला दें ताकि पूरा क्षेत्र सुरक्षित रहे। खबर पाकर पुलिस मौके पर पहुंची।

  • শিশুর জন্ম দিয়ে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘিরে চিকিৎসকের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে থাকা ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ বাউরী সমাজ শিক্ষা সমিতির

    শিশুর জন্ম দিয়ে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘিরে চিকিৎসকের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে থাকা ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ বাউরী সমাজ শিক্ষা সমিতির

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী রাণীগঞ্জ:– শিশুর জন্ম দিয়ে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘিরে চিকিৎসকের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে থাকা ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ বাউরী সমাজ শিক্ষা সমিতির পক্ষ অসংখ্য কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃত্ব। বিক্ষোভকারীরা এদিন দাবি করে যে সদ্যোজাত যে শিশু পুত্র রয়েছে তার দায়িত্ব নিতে হবে চিকিৎসককে। শনিবার রাত্রে এই দাবিতেই তারা চালাচ্ছে পথ অবরোধ করে বিক্ষোভ। ঘটনা প্রসঙ্গে জানা যায় শনিবার সকালে অন্ডালের গোপালমাঠ এলাকার বাসিন্দা কার্তিক বাউরির স্ত্রী বছর ৩২ এর মামনি বাউরী প্রসব যন্ত্রণা নিয়ে রানীগঞ্জের মারওয়ারী রিলিফ সোসাইটি হাসপাতালে ভর্তি হয় ডাক্তার বিজন মুখার্জির আন্ডারে। বিকেলে ওই প্রস্তুতির সিজার করে বাচ্চা প্রসব করানো হলে তার শারীরিক অবস্থার অবনতির পর মৃত্যু হয়। আর এই ঘটনার খবর পাওয়ার পর পরই ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয় এলাকায়। আর এই ঘটনার খবর পেয়ে এদিন রাত্রেই ঘটনাস্থলে হাজির হন পশ্চিমবঙ্গ বাউরী সমাজ শিক্ষা সমিতির নেত্রী স্থানীয়রা। এদিন তারা ওই চিকিৎসা কেন্দ্রের সামনে পৌঁছে কেন এরূপভাবে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটলো সে বিষয়ে দাবি করে ওই যে সদ্যোজাত প্রসূতি জন্ম দিয়েই মৃত্যু হয়েছে তার দেখভাল কিভাবে ওই পরিবারের সদস্যরা করবে তা নিয়ে প্রশ্ন তুলে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। এ সময় জাতীয় সড়কের ওই অংশে পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে হাজির হয়েছে চলছে কথোপকথনের মাধ্যমে সমস্যা সমাধানের প্রচেষ্টা।

  • বারাবনিতে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার যুবক

    বারাবনিতে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার যুবক

    পাবলিক নিউজঃ মনোজ শর্মা আসানসোল:– এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবারের এই ঘটনায় আসানসোলের বারাবনি থানার কাশিডাঙ্গার নুনিয়া পাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ দায়ের হওয়ার পরেই বারাবনি থানার পুলিশ রাকেশ পাসোয়ান নামে ঐ যুবককে গ্রেফতার করে।
    পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার গিরমিন্টের এক মহিলা বারাবনি থানায় অভিযোগ দায়ের করেন। তাতে তিনি বলেন, বারাবনির কাশিডাঙ্গার নুনিয়া পাড়ার বাসিন্দা বছর ২৫ র রাকেশ পাসোয়ান নামক এক যুবক বাড়ির সামনে তার সঙ্গে অভব্য আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেছে। এই অভিযোগ পাওয়ার সাথে সাথে বারাবনি থানার পুলিশ রাকেশ পাসোয়ানকে গ্রেফতার করে। ধৃতর বিরুদ্ধে পুলিশ বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা করেছে। পুলিশ পরে মহিলার হাসপাতালে মেডিকেল পরীক্ষা করায়।
    অন্য দিকে, শুক্রবার সকালে ধৃত রাকেশ পাসোয়ানকে আসানসোল আদালতে পাঠায় বারাবনি থানার পুলিশ।

  • জামুড়িয়ায় চাঞ্চল্য / সিআইএসএফের তাড়ায় পরিত্যক্ত খনির ১২০ ফুট নিচে পড়লো যুবক, ১৫ ঘন্টা পরে দেহ উদ্ধার

    জামুড়িয়ায় চাঞ্চল্য / সিআইএসএফের তাড়ায় পরিত্যক্ত খনির ১২০ ফুট নিচে পড়লো যুবক, ১৫ ঘন্টা পরে দেহ উদ্ধার

    পাবলিক নিউজঃ আসানসোল :– কয়লাখনির ১২০ ফুট গভীরে পড়লো এক যুবক। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার কুনুস্তোরিয়া এরিয়ার নর্থ শিয়ারসোল খোলা মুখ খনির অদূরে শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ এই ঘটনাটি ঘটে। অভিযোগ, এক পরিত্যক্ত অবৈধ কয়লা খনির কাছে নিরাপত্তা রক্ষী হিসেবে থাকা সিআইএসএফের তাড়ায় ছুটে পালাতে গিয়ে খনির গহ্বরের প্রায় ১২০ ফুট গভীরে পড়ে ঐ যুবক। বছর ৩৮ র রানিগঞ্জ থানার মহাবীর কোলিয়ারির যাদব পাড়ার বাসিন্দা ঐ যুবকের নাম ভীষম রায়। প্রায় ১৫ ঘন্টা পরে সন্ধ্যে সাতটা নাগাদ স্থানীয় এক যুবকের তৎপরতায় কয়লাখনির ভেতর থেকে ভীষম রায়কে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। সেখানে এক চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার হওয়ার পরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
    এদিন সন্ধ্যা ছটা পর্যন্ত স্থানীয় মানুষ থেকে ইসিএলের মাইন্স রেসকিউয়ের দল সন্ধান চালালেও তার খোঁজ মেলে নি । তবে তার আগে ঐ গ্রামের বাসিন্দা বিপদ গোপ নামে এক যুবক দুপুর তিনটে নাগাদ নিজে প্রায় ঐ কয়লাখনির ১০০ ফুট গভীরে নেমেছিলেন। সে দেখে একটা সাইকেল ঐ খনির ভেতরে একটি জায়গায় আটকে আছে। সেই সাইকেলটিকে পরে সে দড়ি দিয়ে উপরে তুলে আনে। উপরে উঠে এসে সে জানায় প্রচুর পরিমাণ নীচে জল আছে ঐ কয়লাখনির ভেতরে ।
    শেষ পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা পর সন্ধ্যা সাতটা নাগাদ শেখ সাজ্জাদ নামে এক স্থানীয় যুবক সকলের অনুমতি নিয়ে এবং অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রায় ১২০ ফুট গভীরে ঐ খনির ভেতরে নামে। সে সঙ্গে নিয়ে যায় বেশ কয়েকটি মুখওয়ালা লোহার কাঁটা। জলের চারিদিকে ঐ কাঁটা দিয়ে সে ঘাটতে থাকে। তখনই একটা কাঁটাতে ঘাটতে ঘাটতে নিখোঁজ হয়ে যাওয়া যুবক আটকে যায়। তারপর দড়ি দিয়েই তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। প্রাথমিকভাবে সেখানে তাকে এক চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে জানান। পরে পুলিশ তা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ।
    অন্যদিকে, ইসিএলের মাইনস রেসকিউয়ের টিম সন্ধে ছটার সময় নিচে থেকে দুটি লোহার সিড়ি যা খনির ভিতর বহুদিন ধরে ছিল তা উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু তারা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি। মনে করা হচ্ছে, কয়লা চোরেরা সম্ভবত ঐ দুটি সিঁড়ি দিয়ে কয়লা কাটতে কয়লাখনিতে নামতো ।
    এদিন সকালে এই ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারা এই ঘটনার জন্য ইসিএলকে দায়ী করে রীতিমত বিক্ষোভ দেখানো শুরু করেন । খবর পেয়ে আসে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ি ও জামুরিয়া থানার পুলিশ। আসে রানিগঞ্জ দমকলের একটি দলও । প্রায় চার ঘণ্টা পরে স্থানীয় মানুষদের কাছ থেকে বারবার অভিযোগ পেয়ে ইসিএলের এক আধিকারিক এলাকায় আসেন। দুপুরে আসে ইসিএলের খনি থেকে উদ্ধারকারী একটি দল ।যেহেতু এলাকাটি খুবই বিপজ্জনক ও গভীর, সেকারণে উদ্ধারকার্যে সমস্যা হয়। খবর পেয়ে এলাকায় এসে পৌঁছান আসানসোল পুরনিগমের রানিগঞ্জের ৩৭ নল ওয়ার্ডের কাউন্সিলর তথা রানিগঞ্জ শহর তৃণমূল ব্লক সভাপতি রুপেশ যাদব, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির স্থানীয় নেতা লালু মাজি সহ আরো অনেকে। এই ঘটনার পরে ঐ এলাকা থেকে ১০০ মিটার দূরে থাকা নর্থ শিয়ারসোল খোলা মুখ খনির উৎপাদন বন্ধ করে দেয় বিক্ষুব্ধ বাসিন্দারা । রূপেশ যাদব বলেন, ইসিএলের গাফেলতিতে এই ঘটনা ঘটেছে। দেখে মনে হয়েছে ১০-১২ বছর আগে এই অবৈধ খনি থেকে কয়লা তোলার পর তা ভরাট করা হয়নি । এটা ছাড়াও এখানে আরো কয়েকটি এমন খোলা অবস্থায় খনি পড়ে আছে দেখতে পেলাম। অবিলম্বে এগুলো ভরাট করা উচিত ইসিএলের। স্থানীয় মানুষজনেরা আমাকে জানিয়েছে এর আগে এখানে গরু ছাগল পড়ে মারা গেছে। ইসিএল এলাকায় এরকম কেন খোলা অবস্থায় থাকবে? এগুলি অন্তত তারকাটা দিয়ে ঘিরে ফেলা উচিত। শুনেছি সিআইএসএফ নাকি এই এলাকার রাস্তা দিয়ে যাবার সময় ঐ যুবককে তাড়া করে। ভয়ে সে পালাতে গিয়ে পড়ে যায় । ঐ ঘটনার সময় তার সঙ্গে থাকা রাজু রায় নামে একই এলাকার আরো এক বলেন, আমরা একসাথেই যাচ্ছিলাম। আচমকা সিআইএসএফ তাড়া করে রাস্তা দিয়ে যাওয়ার সময়। আমি পালিয়ে যাই। পরে শুনি ও নাকি ওখানে পড়ে গেছে। এই রাস্তা দিয়ে যে যাতায়াত করা যায় না এরকম কিছু কোথাও লেখা নেই কিন্তু।
    জামুরিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর ইতিমধ্যেই জামুরিয়ায় এমন ৭২টি পরিত্যক্ত খনি ইসিএলকে চিঠি দিয়ে বলে ভরাট করেছেন। তার দাবি এটা সম্পূর্ণ ইসিএলের দায়িত্ব।
    ইসিএলের এক আধিকারিক বলেন, অবৈধ খনি গুলি তারা ভরাট করে দিচ্ছেন। কিন্তু তা করে দেওয়ার পরেও মাঝেমধ্যে আবার কয়লা চোরেরা তা খুলে ফেলে। এই ঘটনার ক্ষেত্রে ঠিক কি হয়েছে তা খোঁজ নিয়ে দেখা হবে। ইসিএলের উদ্ধারকারী টিম এলাকায় ছিলো। তা উদ্ধার কাজ করেছেন।