Tag: public app

  • আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র প্রয়াত হলেন।

    আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র প্রয়াত হলেন।

    পাবলিক নিউজ অলোক চক্রবর্তী আসানসোল:- আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র মারা গেছেন। আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র শ্যামল মুখোপাধ্যায় আজ প্রয়াত হলেন। তিনি 1999 থেকে 2004 সাল পর্যন্ত আসানসোলের পৌর নিগমের মেয়র ছিলেন।  আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিম উল হক , ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।

    খবর পাওয়া মাত্রই সিপিআই(এম) নেতা পার্থ মুখোপাধ্যায়, প্রাক্তন সাংসদ বংশ গোপাল রায় চৌধুরী এবং অনেক সিনিয়র সিপিআই(এম) নেতা ও কর্মীরা তাঁর বাড়িতে পৌঁছে যান। বলা হয়, আজ তার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং পারিবারিক সূত্রে জানা গেছে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
    আজ বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর বাড়িতে মৃত্যু হয়। এই খবর পাওয়া মাত্রই শোকের পরিবেশ তৈরি হয় এলাকায় । নিজের সময় তে শ্যামল মুখোপাধ্যায় জনপ্রিয় সিপিআই(এম) নেতা এবং মেয়র ছিলেন।

  • রাণীগঞ্জ শহরের বিভিন্ন দাবি নিয়ে সিটিজেন ফোরামের সদস্যরা সাংসদের সাথে দেখা করলেন।

    রাণীগঞ্জ শহরের বিভিন্ন দাবি নিয়ে সিটিজেন ফোরামের সদস্যরা সাংসদের সাথে দেখা করলেন।

    পাবলিক নিউজঃ ডেস্ক আলোক চক্রবর্তী আসানসোল:– শুক্রবার দুপুরে আসানসোলে এডিডিএর গেষ্ট হাউসে রাণীগঞ্জের সিটিজেন ফোরামের প্রতিনিধিরা আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার সাথে দেখা করে রাণীগঞ্জ শহরের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করলেন। রানীগঞ্জ সিটিজেন ফোরামের কার্যকরী সভাপতি গৌতম ঘটক জানান তাদের বিভিন্ন দাবি নিয়ে সাংসদের সাথে আলোচনা করা হয়েছে, মূলত তাদের দাবি ১৯০৬ সাল পর্যন্ত রাণীগঞ্জ মহকুমা হিসাবে গন্য হতো পরবর্তী কালে সেটা আসানসোলের সাথে যুক্ত করা হয় ফলে মহকুমা স্তরে কোন কাজ করতে হলে তাদের প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের দাবি রাণীগঞ্জকে পুনরায় মহকুমা হিসাবে মান্যতা দেওয়া হোক, বিভিন্ন দূরপাল্লার ট্রেনে রাণীগঞ্জ আসানসোলবাসীদের টিকিট দেওয়া হয় না ফলে শহরবাসী অসুবিধার সম্মুখীন হয়, হাওড়া যাবার জন্য সকাল সাতটার পর সুপারফাষ্ট ট্রেন না থাকার ফলে ব্যাবসায়ী থেকে সাধারণ জনগণ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হয় তাই সকালের পরে বিকালের মধ্যে সুপারফাষ্ট ট্রেন দেওয়া হোক,রাণীগঞ্জ থেকে বাঁকুড়া যাবার জন্য রেললাইন ও ট্রেনের দাবি রাখা হয়।

    রাণীগঞ্জ শহরে সবজির আড়ত ও মাছের জন্য আলাদা বাজার বানাবার দাবি, রাণীগঞ্জ শহরের সমস্ত রাস্তা নতুনভাবে তৈরি করার দাবী এবং সবথেকে পুরনো শহর হিসাবে রাণীগঞ্জে অডিটোরিয়াম বানাতে হবে তাছাড়া শহরের সৌন্দর্যকরন ও পরিস্কার নিয়ে আলোচনা করা হয় এবং সাংসদ তাদের প্রত্যেক দাবিকে যুক্তিসংগত বলেছেন ও চেষ্টা করছেন রাণীগঞ্জ শহরকে সুন্দর ভাবে গড়ে তুলতে তারসাথে রেলওয়ে কতৃর্পক্ষর সাথে কথা বলবেন। উপস্থিত ছিলেন আর পি খাইথান সমাজসেবী ও ব্যবসায়ী(এডভাইজার), (ওয়ারকিং প্রেসিডেন্ট )গৌতম ঘটক, (সেক্রেটারি) প্রদীপ নন্দী, (এডভাইজার) দীনেশ গুপ্তা, বলরাম দে, বিদ্যুৎ পান্ডে

  • আবর্জনা ভর্তি পুকুর,গণেশ প্রতিমা বিসর্জন না দিয়ে ফিরে গেল।

    আবর্জনা ভর্তি পুকুর,গণেশ প্রতিমা বিসর্জন না দিয়ে ফিরে গেল।

    আলোক চক্রবর্তী আসানসোল:- গত শুক্রবার গণেশ পূজার মাধ্যমে শারদীয় উৎসবের সূচনা হয়, সোমবার রাত্রে গণেশ প্রতিমা বিসর্জ্জন না দিয়ে তালপুকুরে আবর্জনার স্তূপ দেখে বিফল মনোরথে ফিরে গেল পূজা কমিটির সদস্যরা। আসানসোল পৌরনিগমের জিটিরোডের উপর তালপুকুর দীর্ঘদিন ধরে এই পুকুরে শিল্পাঞ্চলের বেশীরভাগ প্রতিমা বিসর্জ্জন দেবার রেওয়াজ ছিল কিন্তু ধীরে ধীরে আসানসোল পৌরনিগমের গাফিলতির কারনে পুকুর পরিস্কার করা হয় না ফলে পানাতে ভর্তি হয়ে যায় পুকুর সাথে আশেপাশের বাসিন্দারা বাড়ীর আবর্জনা ফেলতে থাকে।

    স্থানীয় বাসিন্দা টুলু রজক জানান আসানসোল পৌরনিগমের আধিকারিকরা গোটা বছর তালপুকুরকে পরিস্কার না করে পূজার সময় পরিস্কার করে কিন্তু দূর্গা ও কালিপূজার আগে গণেশ ও বিশ্বকর্মা পূজা রয়েছে তারা কোথায় বিসর্জ্জন করতে নিয়ে যাবে প্রতিমা।আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানান প্রত্যেক বছর দূর্গাপূজা, কালিপূজা ও ছট পূজার আগে শিল্পাঞ্চলের সব পুকুর পরিস্কার করা হয়, কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।

    তিনি জানান জনগণকে সচেতন হতে হবে এবং সহায়তা করতে হবে শহরকে পরিস্কার রাখার দায়িত্ব নিতে হবে যেভাবে খাবার পর ঘরের বাসন পরিস্কার করে সেই ভাবে পরিবেশ পরিস্কারের দায়িত্ব নিতে হবে। অন্যদিকে শুক্লা রজক জানান আসানসোল পৌরনিগমের দায়িত্ব শহরের সব পুকুর পরিস্কার রাখা পৌরনিগমের পক্ষ থেকে বলা হয় শহরকে পরিস্কার ও সুন্দর রাখতে সাফাই কর্মী নিয়োগ করা হয়েছে তাসত্ত্বেও শহরের মধ্যে পুরনো পুকুর আবর্জনায় ভর্তি।

  • দূর্গাপুরে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা / সূত্র পেতে রুপনারায়নপুরে দুটি বাড়িতে পুলিশের তল্লাশি / আগ্নেয়াস্ত্র, টাকা, গাড়ি উদ্ধার

    দূর্গাপুরে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা / সূত্র পেতে রুপনারায়নপুরে দুটি বাড়িতে পুলিশের তল্লাশি / আগ্নেয়াস্ত্র, টাকা, গাড়ি উদ্ধার

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোলের:- সালানপুর থানার রবিবার রাত দেড়টা থেকে রূপনারায়ণপুরের পিঠাকিয়ারির ফকরাডি এলাকায় পৃথ্বীরাজ জয়সওয়াল নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। রবিবার রাত দেড়টা থেকে এই তল্লাশি অভিযান চালানো হয়। অন্যদিকে, রুপনারাণপুরের হটাৎ কলোনির জমি ব্যবসায়ী অশোক দাসের বাড়িতে সোমবার সকালে একইভাবে অভিযান চালায় পুলিশ।
    জানা গেছে, এই অভিযানের পরে দুটি বাড়ি পুলিশ সিল করেছে। পৃথ্বীরাজের স্ত্রীকে আটক করা হয়েছে। তার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। এর পাশাপাশি ঐ বাড়ি থেকে দুটি গাড়ি ও ছয়টি মোটর বাইক, কয়েক লক্ষ টাকা ও কিছু নথিপত্র পাওয়া গেছে। অন্যদিক, অশোক দাসের বাড়ি থেকেও দুটি গাড়ি পুলিশ পায়। সেগুলোও আটক করা হয়েছে। দুর্গাপুর থানার পুলিশের সঙ্গে সালানপুর থানা ও রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ এই অভিযানে ছিলো । দুর্গাপুরে দিন কয়েক আগে এক ব্যবসায়ীর ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুই পুলিশ কর্মী সহ ৬ জনকে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করেই এই দুই বাড়িতে অভিযান চালানো হয় বলে পুলিশের এক আধিকারিক সোমবার জানিয়েছেন।

    রূপনারায়নপুরের ফকরাডিতে পৃথ্বীরাজ জয়সওয়ালের তিন তলা বড়সড় বাড়িটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। ভেতরে একাধিক চারচাকা ও দুই চাকা গাড়ি রাখার গ্যারেজ আছে। বাড়ির চারিদিকে সিসিটিভিতে মোড়া। স্থানীয় প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য বলেন, আড়াই বছর আগেই ঐ পরিবার এখানে বাড়িটি করেছেন। কিন্তু তাদের কিসের ব্যবসা আছে তা তার জানা নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, রূপনারায়ণপুর হিন্দুস্তান কেবলস রোডের পাশে পৃথ্বীরাজের রেস্টুরেন্টের ব্যবসা আছে।
    অন্যদিকে অশোক দাসের স্ত্রী চঞ্চলা কুমারী বলেন, পুলিশ এসে আমাদের বাড়িটা সিল করেছে। আমার স্বামীর সাথে কথা হয়নি। স্বামী নেই বাড়িতে। ওরা ঘরের ভেতরে টাকা খুঁজছিলেন। কিছুই তারা পায়নি। আমার স্বামী জমি প্লটিংয়ের কাজ করেন বলে তিনি জানান।
    প্রসঙ্গতঃ, দিল্লির বাসিন্দা ব্যবসায়ী মুকেশ চাওলার কাছ থেকে ১ কোটি ১ লক্ষ টাকা দূর্গাপুর থানার এক পুলিশ এবং তার সঙ্গীরা গত ৫ সেপ্টেম্বর ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছিলো। দুর্গাপুরে ১৯ নং জাতীয় সড়কে এই ঘটনা ঘটেছিলো। দিল্লির লাজপত নগরের বাসিন্দা রেলের ঠিকাদার মুকেশ চাওলা ব্যবসায়িক কাজকর্মে ঐদিন আসানসোলে আসেন তার ব্যবসার অংশীদারের সঙ্গে দেখা করে কথা বলার জন্য। ‌

    বিকেলে তিনি এবং তার সঙ্গী উত্তরপ্রদেশের মির্জাপুরের মনোজ কুমার সিং এবং পশ্চিম বর্ধমান জেলার অমিত সিংকে নিয়ে কলকাতা রওনা দেন। ‌পথে দুর্গাপুরে ১৯ নং জাতীয় সড়কে পিয়ালা কালীবাড়ির কাছে কয়েকজন ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে তার গাড়ি আটকান। গাড়ি পরীক্ষার নামে ব্যবসায়ীর কাছে থাকা ১ কোটি ১ লক্ষ টাকা নিয়ে চম্পট দেন বলে অভিযোগ। ‌ অভিযোগ পেয়ে পুলিশ দুর্গাপুর থানায় কর্মরত এ এস আই অসীম চক্রবর্তী, সিআইডির বম্ব স্কোয়াডের এএসআই চন্দন চৌধুরী, বরখাস্ত পুলিশ কর্মী মৃত্যুঞ্জয় সরকার, গাড়ির চালক দুর্গাপুরের ধান্দাবাগের সুরজ কুমার রাম এবং দুর্গাপুরের রানা প্রতাপ এলাকার আশিস মার্কেটের সুভাষ শর্মাকে গ্রেফতার করে‌। সেই টাকা ছিনতাইয়ের ঘটনার সূত্র পেতে আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকার পৃথ্বীরাজ জওসওয়াল ও অশোক দাসের বাড়িতে দুর্গাপুর থানার পুলিশ তল্লাশি চালায়। পুলিশের পক্ষ থেকে এ তল্লাশি নিয়ে নির্দিষ্ট করে কোন কিছু বলা হয়নি। পরে সব জানানো হবে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।

  • আসানসোলের জামুড়িয়ার ঘটনা / ১৯ নং জাতীয় সড়কে বিশালাকার গর্ত / এলাকায় চাঞ্চল্য 

    আসানসোলের জামুড়িয়ার ঘটনা / ১৯ নং জাতীয় সড়কে বিশালাকার গর্ত / এলাকায় চাঞ্চল্য 

    পাবলিক নিউজঃ ডেস্ক জামুড়িয়া :-আসানসোলের জামুড়িয়ার বোগরা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের উপর এক প্রান্তে একটি বড় গর্ত তৈরি হওয়াকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনাটির গুরুত্ব বুঝে স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনকে খবর দেন। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ সুব্রত অধিকারীকে। তিনি সোমবার ঘটনাস্থলে পৌঁছে, সবকিছু খতিয়ে দেখে পুলিশ প্রশাসনকে ঐ এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে দিতে বলেন। এরপরই পুলিশের পক্ষ থেকে রাস্তার ওই অংশের বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। এই অংশে যাতে কোন যানবাহন না যায় ও মানুষজনেরা যাতায়াত না করে সেজন্য জাতীয় সড়কের ঐ অংশে পুলিশ প্রশাসনের তরফ একটি বোর্ড লাগিয়ে দেওয়া হয়। এরপরে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এই ঘটনার খবর দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    হঠাৎ করেই রাস্তার ধারে গভীত গর্ত তৈরি হওয়ার ঘটনায় হতচকিত সকলে। স্থানীয় বাসিন্দারা গর্তের জন্য যাতে কোন দুর্ঘটনা না ঘটে, সেইজন্য সেখানে বেশ কিছু বড় বড় পাথর ঢুকিয়ে দেন। তাদের দাবি, এই এলাকার নিচ দিয়ে জল সরবরাহের পাইপ লাইন গেছে। সেই কারণে মাটির নিচে জলের জমা অংশ ধসে গিয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। পুরনো কয়লা খনির সিম এই এলাকায় মাটির তলায় আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে । তবে ঘটনাটি ধসের ঘটনা নাকি, জল জমে যাওয়ার পর এমন ঘটনা ঘটেছে তা নিয়ে সংশয়ে রয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

  • পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

    পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

    পাবলিক নিউজঃ ডেস্ক পশ্চিম বর্ধমান:- আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে রবিবার আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স হলে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে এক অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম ও জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, জেলার ডিআই সুনীতি সাঁপুই সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে অভিভাবকেরাও ছিলেন। এদিন এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিলো।

  • আরজি করের ঘটনার প্রতিবাদ / বিচার চেয়ে আসানসোল শহরে সিপিএমের মিছিল/ আসানসোল, 

    আরজি করের ঘটনার প্রতিবাদ / বিচার চেয়ে আসানসোল শহরে সিপিএমের মিছিল/ আসানসোল, 

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:-আরজি করের ঘটনার প্রতিবাদে ও বিচার চেয়ে রবিবার বিকেলে আসানসোলের গির্জা মোড় থেকে আশ্রম মোড় পর্যন্ত সিপিআইএমের ডাকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। এই প্রতিবাদ মিছিলে আসানসোল শিল্পাঞ্চল সিপিআইএমের সকল নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। তাদের একটাই দাবি ছিল কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা ডাক্তারকে যারা ধর্ষণ ও খুন করেছে তাদের কঠোরতম শাস্তি দেওয়া হোক। সিপিআইএমের কর্মীদের হাতে ছিলো বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার। তারা বলেন, এই ঘটনা নিয়ে সমগ্র রাজ্যে প্রতিবাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে।

    সিপিআইএমও একই আওয়াজ তুলেছে। এই মিছিলের আয়োজন করার উদ্দেশ্য হলো যাতে অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করা হয় এবং কঠোরতম শাস্তি দেওয়া হয়।
    এই প্রসঙ্গে, সিপিআইএম নেতা পার্থ মুখোপাধ্যায় বলেন, বাংলা তথা পুরো দেশের মানুষদের মতো আমাদের একই দাবি রয়েছে। এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দিতে হবে। এ বিষয়টি মাথায় রেখেই গির্জা মোড় থেকে পুরনো রামকৃষ্ণ মিশন আশ্রম মোড়ের কাজী নজরুল ইসলামের মূর্তি পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়।

  • কুলটির ঘটনা / বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্য কুলটি

    কুলটির ঘটনা / বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্য কুলটি

    File photo

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:- বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে আসানসোলে কুলটি থানার কল্যানেশ্বরীর কদুভিটা এলাকায়। মৃত যুবকের নাম আকাশ মল্লিক (২৯)। রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
    পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আসানসোলের কুলটি থানার কল্যানেশ্বীর কদুভিটা এলাকার যুবক আকাশ মল্লিক শনিবার বাড়িতে একাই ছিলো। মা সহ বাড়ির লোকেরা সবাই বাইরে কাজে গেছিলেন। শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ তারা ফিরে আসেন ও দেখেন বাড়ির বাইরে আকাশ অচৈতন্য অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তারা তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসেন।

    File photo

    সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
    বাড়ির লোকেরা পুলিশকে জানান, বাড়ির বাইরে একটা বিদ্যুৎবাহী তার খোলা অবস্থায় ছিলো। শনিবার বিকেলে যখন বৃষ্টি পড়ছিলো, তখন কোনভাবে আকাশ মল্লিক সেই তারের সংস্পর্শে চলে আসে ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায়।
    প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ঐ তারের সংস্পর্শে চলে আসার কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঐ যুবকের মৃত্যু হয়েছে। বাড়িতে কেউ না থাকায়, তা জানা যায়নি। পরে, বাড়ির লোকেরা আসায় তারা তা জানতে পারেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

  • তিলোত্তমার ধর্ষণকারীদের বিচারের দাবিতে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ।

    তিলোত্তমার ধর্ষণকারীদের বিচারের দাবিতে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ।

    আলোক চক্রবর্তী /পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল :-গত ৯ আগষ্ট কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযুক্তদের সিবিআই একমাস অতিক্রান্ত হলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে নি তাই সোমবার সকালে আদালত চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

    জাতীয় কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য প্রসেনজিৎ পুইতুন্ডি জানান কলকাতার আর জি কর হাসপাতালের চিকিৎসককে খুন ও ধর্ষণ করা হলেও ত্রিশ দিন অতিক্রান্ত হয়ে গেলেও তার বিচার হলো না অন্যদিকে সুপ্রিম কোর্ট পুনরায় তিলোত্তমার খুন ও ধর্ষণ মামলা আবারও পিছিয়ে গেল। তাদের দাবি অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। উপস্থিত ছিলেন প্রসেনজি পুইতুন্ডি ,আসুক রায় ,সাহা আলম ,রাহুল কুমার ,এমডি শাকির, বিশ্বনাথ অন্য কংগ্রেস নেতারা এবং কর্মীরা

  • ক্ষতিপূরণের দাবিতে দুই রাজনৈতিক দলের কারখানার গেটে বিক্ষোভ।

    ক্ষতিপূরণের দাবিতে দুই রাজনৈতিক দলের কারখানার গেটে বিক্ষোভ।

    আলোক চক্রবর্তী/পাবলিক নিউজঃ ডেস্ক কুলটি :-সোমবার সকালে কুলটিতে ইস্কো স্টীল গ্রোথ কোম্পানির পাঁচিলের বাইরে দুই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত এবং একজনকে ভর্তি করেন। ঘটনা জানার পর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী এবং বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী মৃত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করেন।

    তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী জানান কারখানার সুরক্ষা কর্মী সিআইএসএফ অন্যায়ভাবে একজনকে পিটিয়ে হত্যা করেছে তাদের কোন অধিকার নেই তাদের বিচার করার জন্য আদালত আছে পুলিশ প্রশাসন আছে তাদের দাবি মৃতর পরিবারকে দশ লক্ষ টাকা এবং একটা চাকরি ও আহত যুবকের পরিবারকে তার চিকিৎসার খরচ বহন করতে হবে। যতদিন না তাদের দাবি মানা হচ্ছে ততদিন তাদের ধর্ণা বিক্ষোভ চলবে। অন্যদিকে বিজেপির ধর্ণা মঞ্চে বাপ্পা চ্যাটার্জীর সাথে কুলটির বিধায়ক পরেশ পোদ্দার, রাজ্য নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখার্জি জানান তাদের দাবি দুই পরিবারকে আর্থিক সহায়তা করতে হবে এবং সঠীক তদন্ত করে দেখতে হবে কারা দায়ী।

    শোনা যাচ্ছে পুলিশের মারের কারণে মারা গেছে এর জবাবে বাপ্পা চ্যাটার্জী জানান তদন্ত করে দেখতে হবে কারা দোষী এবং তাদের শাস্তির দাবি করার পাশাপাশি দুই পরিবারকে আর্থিক সহায়তা ইস্কো কতৃর্পক্ষ এবং প্রশাসনকে যৌথভাবে করতে হবে।