Tag: durgapur

  • 3rd भावना मेमोरियल शतरंज चैंपियनशिप 2025″ का सफल आयोजन दुर्गापुर में संपन्न।

    3rd भावना मेमोरियल शतरंज चैंपियनशिप 2025″ का सफल आयोजन दुर्गापुर में संपन्न।

    पब्लिक न्यूज दुर्गापुर, 22 जुलाई 2025: पश्चिम बर्धमान जिला शतरंज संघ (PBDCA) द्वारा NSHM नॉलेज कैंपस, दुर्गापुर में 3rd भावना मेमोरियल शतरंज चैंपियनशिप 2025 का आयोजन अंतरराष्ट्रीय शतरंज दिवस के अवसर पर भव्य रूप से संपन्न हुआ। जिले व राज्य के विभिन्न भागों से आए अनेक शतरंज खिलाड़ियों ने उत्साहपूर्वक भाग लिया।
    यह आयोजन PBDCA के वरिष्ठ सदस्य श्री तपन दासगुप्ता द्वारा अपनी दिवंगत पत्नी की स्मृति में आयोजित किया गया। उनकी इस भावना को सभी ने सराहा।
    प्रतियोगिता का शुभारंभ विशिष्ट अतिथियों – सफल व्यवसायी एवं समाजसेवी श्री सुभाष अग्रवाल, अंतरराष्ट्रीय महिला पावर लिफ्टर खिलाड़ी सीमा दत्ता, NSHM के डायरेक्टर श्री आलोक संघवी, NSHM के CAO संदीप बनर्जी, चीफ आर्बिटर अन्तरीप रॉय तथा PBDCA अध्यक्ष श्री मुकेश तोदी द्वारा संयुक्त रूप से किया गया।
    पुरस्कार वितरण समारोह में कई गणमान्य अतिथियों की गरिमामयी उपस्थिति रही, जिनमें विनय चौधरी (हेड, सृष्टिनगर), कमलेन्दु मिश्रा (हेल्थ वर्ल्ड), कमल अग्रवाल ,CA रोहित अग्रवाल ,सरनाली दत्ता,,विनोद कुमार ZM UCO Bank प्रमुख रहे। सभी ने खिलाड़ियों का उत्साहवर्धन किया और PBDCA की इस पहल की सराहना की।
    प्रतियोगिता में विभिन्न श्रेणियों के विजेताओं को पुरस्कार देकर सम्मानित किया गया। विजेताओं में
    ओपन कैटेगरी, प्रथम स्थान:  विशाल बसाक,

    यू7 चैंपियन आरव माजी, यू 9रंगीत दासगुप्त ,यू 11अव्रदीप मंडल ,यू 13अर्णब दत्ता ,यू 15 ईशान प्रामाणिक, यू 17ईशान यादव
    इस सफल आयोजन के लिए PBDCA की पूरी टीम, विशेष रूप से अध्यक्ष श्री मुकेश तोदी, कार्यकारी अध्यक्ष तपन दास गुप्ता, उपाध्यक्ष मधु डुमरेवाल, सचिव मोलॉय मजूमदार, संयुक्त सचिव अनिल नायर, पंकज मंडल, कोषाध्यक्ष दामोदर कुमार, अन्य सदस्य और NSHM की टीम स्पोर्ट्स हेड देव कुमार दास बधाई के पात्र हैं। आयोजन स्थल NSHM को भी उनके सहयोग व सुंदर स्थल व्यवस्था के लिए विशेष धन्यवाद दिया गया। इस आयोजन ने शतरंज को जिले में नई ऊँचाइयाँ दी हैं और युवा खिलाड़ियों को प्रोत्साहित किया है।

  • সাত সকালে ফিডার ক্যানেল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ! মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য, ঘটনাস্থলে কোক ওভেন থানার পুলিশ

    সাত সকালে ফিডার ক্যানেল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ! মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য, ঘটনাস্থলে কোক ওভেন থানার পুলিশ

    পাবলিক নিউজ দুর্গাপুর : কোক ওভেন থানা এলাকার তেঁতুলতলা কলোনি লাগোয়া ফিডার ক্যানেলে থেকে উদ্ধার এক ব্যক্তি মৃতদেহ।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম পার্থ বাউরি (৩২), অর্জুনপুর বাসিন্দা। পেশায় ঠিকা শ্রমিক।
    প্রায় ৮ বছর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তেতুল তলার এলাকায় একাই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এই ঠিকা শ্রমিক। আজকে সকালে ওই ঠিকা শ্রমিকের মৃতদেহ ফিডার ক্যানেলে ভাসতে দেখে স্থানীয়রা কোক ওভেন থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠায়। কিভাবে ঘটল এ ঘটনা? ঘনীভূত হচ্ছে রহস্য। তদন্ত নেমেছে কোক ওভেন থানার পুলিশ।

  • চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দৃষ্টিহীন মহিলার থেকে টাকা নেওয়া! থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূল শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদকের ভাইয়ের বিরুদ্ধে

    চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দৃষ্টিহীন মহিলার থেকে টাকা নেওয়া! থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূল শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদকের ভাইয়ের বিরুদ্ধে

    পাবলিক নিউজ দুর্গাপুর : এবার দৃষ্টিহীন মহিলা প্রতারণার শিকার। চাকরি দেওয়ার নাম করে এই দৃষ্টিহীন মহিলার কাছে টাকা নিয়েও তার স্বামীকে চাকরি না দেওয়ার অভিযোগ দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতার ভাই শেখ গেন্ডা বিরুদ্ধে, লিখিত অভিযোগ দায়ের কোক ওভেন থানায়। প্রতিক্রিয়া জন্য ফোন করা হলে ফোন ধরেনি অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতার ভাই শেখ গেন্ডা।

    ঘটনার সূত্রপাত, বছর চারেক আগে দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুকের এক বেসরকারী কারখানায় কাজ মিলবে এমন প্রতিশ্রুতি দিয়ে বড়জোড়ার এক গ্রামের ব্যাক্তির হাত দিয়ে তৃণমূল শ্রমিক নেতা এবং কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদক শেখ রমজানের ভাই শেখ গেন্ডাকে দৃষ্টিহীন ওই মহিলার থেকে এক লক্ষ টাকা চাই। তার মধ্যে চল্লিশ হাজার টাকা দেন বলে অভিযোগ, ঠিক হয় দৃষ্টিহীন ঐ মহিলার স্বামী কাজ পাবার পর বাকি টাকা দেওয়া হবে। কিন্তু বছরের পর বছর কাটলেও আজও চাকরি তো দূর অস্ত, টাকাও ফেরত পাননি ঐ মহিলা। উল্টে বাঁকুড়ার বড়জোড়া থেকে দুর্গাপুরে তৃণমূল শ্রমিক নেতার কাছে এলে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ মহিলার। সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতার টাকা জমিয়েই ঐ তৃণমূল শ্রমিক নেতার ভাইকে টাকাটা দিয়েছিলেন, এখন টাকা কাজ দুই না পেয়ে নিরুপায় পরিবার।
    দুর্গাপুরের কোকওভেন থানায় তৃণমূল শ্রমিক নেতা শেখ রমজানের ভাই শেখ গেন্ডার নামে লিখিত অভিযোগ করা হয়েছে।গোটা ঘটনায় রাজনীতির পারদ চড়েছে। বিরোধীরা শাসক দলকে আক্রমন শানিয়েছেন। বিরোধীদের পাল্টা তোপ দেগেছেন জেলা তৃণমূল নেতৃত্ব, তবে কাজটা যে তৃণমূল শ্রমিক নেতার ভাই যে ঠিক করেনি সেটা স্বীকার করে নিয়েছেন তৃণমূল জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়।
    এরই মধ্যো দলের বিড়ম্বনা অস্বস্তি দুই বাড়িয়ে দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুকে স্থানীয়দের চাকরীর দাবিতে দুর্গাপুরের ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের একাংশ ঝান্ডা হাতে এক বেসরকারি কারখানার সামনে টেন্ট বেঁধে আন্দোলনে সামিল হয়েছেন। এরই মধ্যে টাকা নিয়ে চাকরি দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই আরো চাঞ্চল্য ছড়িয়েছে।

  • দুর্গাপুরে পয়লা বৈশাখের রাতে কালি মন্দিরে চুরির চেষ্টা / ধৃত দুই………. দুর্গাপুর, ১৭ এপ্রিলঃ

    দুর্গাপুরে পয়লা বৈশাখের রাতে কালি মন্দিরে চুরির চেষ্টা / ধৃত দুই………. দুর্গাপুর, ১৭ এপ্রিলঃ

    পাবলিক নিউজ দূর্গাপুর :– পয়লা বৈশাখের রাতে বিধাননগরের ডিডিএ মার্কেটে কালি মন্দিরের দরজা ভেঙে চুরির চেষ্টা করেও শেষ রক্ষা হলোনা। ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার হলো দুই চোর। ধৃতদের বাকি সঙ্গীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

    জানা গেছে, মঙ্গলবার পয়লা বৈশাখের দিন রাত সাড়ে নটা নাগাদ দুর্গাপুরের বিধাননগরের ডিডিএ মার্কেটের কালি মন্দিরের পুরোহিত পুজো করে চলে যান।তারপরেই মন্দির চত্বরে জড়ো হয় ৪/৫ জন মন্দিরের দরজা ভাঙার চেষ্টা করে। আশেপাশের লোকজনেরা তা দেখতে পেয়ে চিৎকার করেন। সেই সময় সুযোগ বুঝে তারা সেখান থেকে পালিয়ে যায়। এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে মন্দিরের সেবায়তের ভাইপো সেখানে আসেন। মন্দিরের পক্ষ থেকে বুধবার অভিযোগ দায়ের করা হয় বিধাননগর ফাঁড়িতে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সিসি টিভির ফুটেজের সূত্র ধরে বুধবার রাতে বিধাননগরের কমিউনিটি সেন্টার থেকে দুই চোরকে গ্রেফতার কর করা হয় ।
    বৃহস্পতিবার সকালে ধৃত দুজনকে বিধান নগর ফাঁড়ির পুলিশ সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায়। পুলিশ জানায়, ধৃত দুজনকে হেফাজতে নিয়ে জেরা করে জানার চেষ্টা করা হবে, তাদের বাকি সঙ্গী কারা ছিলো।

  • দুর্গাপুরে পয়লা বৈশাখের রাতে কালি মন্দিরে চুরির চেষ্টা / ধৃত দুই………. দুর্গাপুর, ১৭ এপ্রিলঃ

    দুর্গাপুরে পয়লা বৈশাখের রাতে কালি মন্দিরে চুরির চেষ্টা / ধৃত দুই………. দুর্গাপুর, ১৭ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল/দূর্গাপুর:–পয়লা বৈশাখের রাতে বিধাননগরের ডিডিএ মার্কেটে কালি মন্দিরের দরজা ভেঙে চুরির চেষ্টা করেও শেষ রক্ষা হলোনা। ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার হলো দুই চোর। ধৃতদের বাকি সঙ্গীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

    জানা গেছে, মঙ্গলবার পয়লা বৈশাখের দিন রাত সাড়ে নটা নাগাদ দুর্গাপুরের বিধাননগরের ডিডিএ মার্কেটের কালি মন্দিরের পুরোহিত পুজো করে চলে যান।তারপরেই মন্দির চত্বরে জড়ো হয় ৪/৫ জন মন্দিরের দরজা ভাঙার চেষ্টা করে। আশেপাশের লোকজনেরা তা দেখতে পেয়ে চিৎকার করেন। সেই সময় সুযোগ বুঝে তারা সেখান থেকে পালিয়ে যায়। এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে মন্দিরের সেবায়তের ভাইপো সেখানে আসেন। মন্দিরের পক্ষ থেকে বুধবার অভিযোগ দায়ের করা হয় বিধাননগর ফাঁড়িতে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সিসি টিভির ফুটেজের সূত্র ধরে বুধবার রাতে বিধাননগরের কমিউনিটি সেন্টার থেকে দুই চোরকে গ্রেফতার কর করা হয় ।
    বৃহস্পতিবার সকালে ধৃত দুজনকে বিধান নগর ফাঁড়ির পুলিশ সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায়। পুলিশ জানায়, ধৃত দুজনকে হেফাজতে নিয়ে জেরা করে জানার চেষ্টা করা হবে, তাদের বাকি সঙ্গী কারা ছিলো।

  • নিত্য প্রয়োজনীয় ওষুধের মুল্যবৃদ্ধির প্রতিবাদ / দুর্গাপুরে জেলা সভাপতির নেতৃত্বে বিক্ষোভ মিছিল

    নিত্য প্রয়োজনীয় ওষুধের মুল্যবৃদ্ধির প্রতিবাদ / দুর্গাপুরে জেলা সভাপতির নেতৃত্বে বিক্ষোভ মিছিল

    পাবলিক নিউজ দূর্গাপুর:– নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃণমূল কংগ্রেসের। শুক্রবার দুর্গাপুরের শংকরপুর এলাকায় পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে এই বিশাল বিক্ষোভ মিছিল হয়। দেশজুড়ে ৭৪৮ টি নিত্য প্রয়োজনীয় ঔষধের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দুই দিনের প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের সকল ব্লকে ব্লকে জেলায় জেলায় এই বিক্ষোভ মিছিল হচ্ছে। এই মিছিলে পায়ে পা মিলিয়েছিলেন প্রায় হাজার খানেক আবাল বৃদ্ধ বনিতা। বিক্ষোভ মিছিলটি শংকরপুর মোড় থেকে শুরু হয়ে শংকরপুর গ্রাম পর্যন্ত হয়।
    এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, নিত্য প্রয়োজনীয় ঔষধ সহ সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে বর্তমান কেন্দ্রীয় সরকারের জন্য । এখন এমন অবস্থা যে সাধারণ মানুষের এবার জ্বর হলে , তার জন্য নামমাত্র প্যারাসিটামল কেনার ক্ষমতা থাকবে না। আমরা এর বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছি।

  • पनगढ़ दुर्घटना में युवती की गाड़ी पलटने से हुई मौत गिरफ्तार एक

    पनगढ़ दुर्घटना में युवती की गाड़ी पलटने से हुई मौत गिरफ्तार एक

    Public newz दुर्गापुर :  हुगली जिले के चंदननगर की रहने वाली सुतन्द्रा चटर्जी नामक एक युवती की गाड़ी पलटने से हुई मौत के मामले में वांछित आरोपी पानागढ़ निवासी बबलू यादव को पुलिस ने गिरफ्तार कर लिया है। घटना के बाद से बबलू फरार था। पुलिस ने उसकी गिरफ्तारी की पुष्टि की है। मृत युवती के परिजनों का आरोप है कि सुतंद्रा की कार का जिस दूसरी कार ने पीछा किया था, उसमें बबलू यादव और उसके साथी बैठे थे। उनके द्वारा पीछा किये जाने और टक्कर मारे जाने के कारण ही सुतंद्रा की कार पलट गयी थी जिसमें उसकी मौत हो गयी। हालांकि पुलिस ने पहले इस तरह की घटना से इनकार किया था। लेकिन मामले के तूल पकड़ने के बाद अब पुलिस को सच्चाई का पता लगाने के लिए गंभीरता से जांच करते हुए देखा जा रहा है।
    बुधवार को खुफिया विभाग के अधिकारियों ने कांकसा थाना पहुंच कर मामले की जांच की थी, अब दूसरे दिन गुरुवार को छह सदस्यीय फॉरेंसिक टीम कांकसा पहुंची। इस टीम में शामिल अधिकारियों ने थाना परिसर में जब्त कर रखी दोनों कारों की जांच की। उनकी फोट लिये और अन्य नमूना संग्रह करने की कोशिश की। इधर पुलिस ने फिर से सुतंद्रा के साथ कार में मौजूद रहे उसके दो साथियों प्रदीप दत्त और मिंटू मंडल का फिर से दुर्गापुर कोर्ट में ले जाकर गुप्त बयान दर्ज कराया है। ये दोनों ही चंदननगर में रहते हैं।
    वहीं बबलू के अधिवक्ता का कहना है कि सीसीटीवी फुटेज से सब सच्चाई सामने आ चुकी है। बबलू अपने अस्वस्थ कर्मी को इलाज लिए बर्दवान मेडिकल कॉलेज गए थे । वहां से लौटते समय उनके कार से इस कर को हल्की खरोच आई थी। इसके बाद युवती द्वारा ही शायद बबलू के कार को पीछा करने को कहा था। जब इस कार को मोड़ा जा रहा था। तभी यह दुर्घटना हुई।

  • দুর্গাপুর স্টিল কো-অপারেটিভ ব্যাঙ্ক নির্বাচন , ৪২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী জোটের প্রার্থীরা, শাসক “ সন্ত্রাস ” র অভিযোগ সিটুর

    দুর্গাপুর স্টিল কো-অপারেটিভ ব্যাঙ্ক নির্বাচন , ৪২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী জোটের প্রার্থীরা, শাসক “ সন্ত্রাস ” র অভিযোগ সিটুর

    পাবলিক নিউজ আলোক চক্রবর্তী দূর্গাপুর :– পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টিল কো-অপারেটিভ ব্যাঙ্ক নির্বাচনে  আইএনটিইউসি ও এইচএমএসকে সঙ্গে নিয়ে জোট বাঁধলো আইএনটিটিইউসি ! আর তাদের মনোনয়ন দাখিলকে ঘিরেই হাতাহাতি থেকে উত্তেজনা, সবকিছুই হলো। শেষ পর্যন্ত অবশ্য বিরোধিতারা মনোনয়ন পত্র জমা না দেওয়ায় শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো জোটের প্রার্থীরা। এদিকে, তৃণমূলের সন্ত্রাসেই দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ নির্বাচনকে একতরফা বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ বিএমএস ও সিটু নেতৃত্বর। কোন সন্ত্রাস হয়নি পাল্টা জবাব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। ৯ মার্চ এই নির্বাচন হওয়ার কথা ছিলো।


    দীর্ঘ ৮ বছর পরে দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন হচ্ছে । এই ব্যাঙ্কে রয়েছেন ১২ হাজার গ্রাহক। সবমিলিয়ে রয়েছে ৪২টি আসন। ২০১২ সালে এই ব্যাঙ্কের নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। ২০১৭ সালে তার মেয়াদ শেষ হয়। তার পর থেকে ৮ বছর ধরে হয়নি নির্বাচন। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের হস্তক্ষেপে ২০২৫ সালে নির্বাচন করার সিদ্ধান্ত হয়। তারই মধ্যে হিন্দুস্তান মজদুর সংঘ ( এইচএমএস), কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ানকে সঙ্গে নিয়ে অলিখিতভাবে জোট বাঁধে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়ন। হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নকে ৬টি আসন, হিন্দুস্থান মজদুর সংঘকে ৩টি আসন দিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের হিন্দুস্তান স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের ৩৩টি আসনে প্রার্থী দেওয়ার কথা হয়েছিল। কিন্তু হিন্দুস্তান স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়ন শেষ পর্যন্ত ৩৫টি আসনে মনোনয়নপত্র জমা করে। দুটি বেশি মনোনয়ন পত্র জমা দেওয়া ঘিরেই শুরু হয় নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও হাতাহাতি। উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় দুর্গাপুর থানা পুলিশকে।
    মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন থেকেই ব্যাংকের ত্রি সীমানায় দেখা যায়নি ভারতীয় মজদুর সংঘ ও সিটুর কোন প্রতিনিধিকে। তারা কার্যত দলীয় কার্যালয় থেকেই তৃণমূল শ্রমিক সংগঠনের বিরুদ্ধে সরব হয়।

    সিটুর সভাপতি বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, মনোনয়নপত্র দাখিল করার প্রথম দিন থেকেই বহিরাগতদের দিয়ে গোটা এলাকা সন্ত্রস্ত করে রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই জন্যই আমাদের কেউ মনোনয়নপত্র দাখিল করতে যেতে পারেনি। আমরা প্রশ্ন করতে চাই, ব্যাংককে রক্ষা করার মত পরিস্থিতি কি ছিল না? সেই জন্যই কি মনোনয়নপত্র দাখিল আটকাতে বহিরাগতদের নিয়ে আসা হলো? সবাইকে অংশগ্রহণ করতেও দেওয়া হলো না। এভাবেই ওরা গণতন্ত্রকে হত্যা করেছে। পাল্টা হিন্দুস্তান স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক স্নেহাশীষ ঘোষ বলেন, শিল্প নগরীর আবহাওয়াকে সুষ্ঠ রাখার জন্য দুর্গাপুর ইস্পাত কারখানার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমরা আহ্বান করেছিলাম। আমাদের আহ্বানে সাড়া দিয়েছে এইচএএইচএমএস ও আইএনটিইউসি। সিটু আর বিএমএসের কর্মীরা বলেছিল আমরা লড়তে চাই। আমরাও ওদের সমর্থন করেছিলাম। কিন্তু তাদের কেউ মনোনয়নপত্র দাখিল করতে আসেননি ও কেউ জমাও দেননি। সন্ত্রাসের কোন আবহই তৈরি হয়নি। ভিত্তিহীন অভিযোগ করছে বিরোধীরা।

    বহিরাগতদের দিয়ে ব্যাংকের চতুর্দিক ঘিরে রাখা হয়েছে বলে তৃণমূলকে আক্রমণ করেন বিএমএস অনুমোদিত দুর্গাপুর ইস্পাত কর্মচারী সংঘের কার্যকরী সদস্য মানস চট্টোপাধ্যায়। তিনি বলেন, ব্যাংকে মনোনয়নপত্র দাখিল করতে গেলে শুধু প্রাণ সংশয়ই নয়, অনেক কিছুই হতে পারতো। অযোগ্যদের হাতে ব্যাংক এলে কি পরিস্থিতি হতে পারে সবাই বুঝতে পারছেন। পুলিশের কাছে আমরা
    অভিযোগ করতে গেলেও কোন গুরুত্ব দেওয়া হয়নি। আমরা অরাজনৈতিক দল। আমাদের ভয় পাচ্ছে সে জন্যই আমাদের মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়নি।

    তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক বলেন, আইএনটিটিইউসি ছাড়াও আইএনটিইউ সি ও এইচএমএস মনোনয়নপত্র জমা  করেছে। সিটুর এই মুহূর্তে কোন জনসংযোগ নেই। সেই জন্য ওদের হয়ে কেউ দাঁড়াতে চাইছে না। ওরা কোন প্রার্থী খুঁজে না পেয়ে মনোনয়নপত্র জমা দিতে পারেনি। বিএমএসএরও প্রার্থী পেতে দুর্বলতা রয়েছে। তাই সেই দুর্বলতাকে ঢাকার জন্য তাদের তরফে নানা ধরনের কথা বলা হচ্ছে।

  • बोकारो से कोलकाता जा रही बस में छापा, 200 तोता समेत 4 गिरफ्तार

    बोकारो से कोलकाता जा रही बस में छापा, 200 तोता समेत 4 गिरफ्तार

    पब्लिक न्यूज़ मंथन पसवान दुर्गापुर : तस्करी से पहले बंगाल झारखंड अंतरराज्यीय यात्री बस से 200 पहाड़ी तोता बरामद किया गया. दुर्गापुर व बर्दवान जिला वन विभाग ने मंगलवार की रात दुर्गापुर में छापेमारी की। बस ड्राइवर और कंडक्टर और 2 तस्करों को गिरफ्तार कर लिया गया है. गिरफ्तार किए गए लोगों में पूर्वी बर्दवान के दुबराजदिघी के शेख इस्लाम और शेख असीम और झारखंड के शिवशंकर चौधरी और अरविंद कुमार पांडे शामिल हैं।
    बताया जाता है कि बर्दवान और दुर्गापुर वन विभाग को गुप्त सूत्रों से जानकारी मिली कि मंगलवार की रात दुर्गापुर के कांकसा स्थित बांसकोपा टोल प्लाजा के पास से अंतरराज्यीय बस में पक्षियों की तस्करी की जा रही है.इसके बाद वन विभाग की टीम ने झारखंड के बोकारो से कोलकाता जा रही एक यात्री बस को रोक कर जांच की। बस में तलाशी ली गई तो कई पिंजरों से करीब 200 तोते बरामद हुए।

  • দুর্গাপুরে বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থায় দূর্ঘটনায় দুই কর্মীর মৃত্যু / জেলা সভাপতির উপস্থিতিতে আর্থিক ক্ষতি পূরণ পেলো পরিবার / মিললো চাকরিও

    দুর্গাপুরে বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থায় দূর্ঘটনায় দুই কর্মীর মৃত্যু / জেলা সভাপতির উপস্থিতিতে আর্থিক ক্ষতি পূরণ পেলো পরিবার / মিললো চাকরিও

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল কথা দিয়ে কথা রাখলেন পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মঙ্গলবার তিনি কথা দিয়ে বলেছিলেন। দাবি করেছিলেন ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে গ্যাস উত্তোলনকারী সংস্থাকে। সেইমতো এসার গ্যাস উত্তোলনকারী সংস্থার় দুর্ঘটনায় মৃতদের আর্থিক ক্ষতিপূরণ হিসাবে দুই কর্মীর পরিবারকে ২১ লক্ষ টাকা দেওয়া হলো। পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করা হলো। সংস্থার আধিকারিক ও আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ দলের নেতাদের নিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী এই চেক তুলে দেন। এই যাবৎ কালে কোন একটা দূর্ঘটনায় দুর্গাপুর শিল্পাঞ্চলে এতবড় ক্ষতিপূরণ পেলো পরিবার। যা অবশ্যই ঐতিহাসিক বলে দাবি করা হয়েছে। নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমরা সবসময় সাধারণ কর্মীদের পাশে থাকি। এক্ষেত্রেও কোন ব্যাতিক্রম হয়নি। দাবি মেনে ক্ষতিপূরণ, একজনের চাকরি ও অন্য সবকিছু দেওয়ার জন্য ঐ সংস্থাকে ধন্যবাদ।
    প্রসঙ্গতঃ৷ বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থা এসারের বর্জ্য মিশ্রিত জলে পড়ে মৃত্যু হয় দুই ঠিকা কর্মীর। আশঙ্কাজনক আরো তিনজন। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুর্গাপুর ফরিদপুর থানার পারুলিয়ায়। এই ঘটনার পরে বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হন মৃত ও অসুস্থ যুবকদের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা। মৃত দুই যুবকের নাম আকাশ বাদ্যকর (২৫) ও অরুপ চৌধুরী (২৬)। আকাশ কাঁকসার জামবনের বাসিন্দা ও অরূপ মালদহের বাসিন্দা। আশঙ্কাজনক তিন যুবককে প্রথমে দুর্গাপুরের শোভাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদের সেখান থেকে বিধাননগরে অন্য একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
    পরে, খবর পেয়ে এলাকায় আসেন নরেন্দ্রনাথ চক্রবর্তী।