Tag: burnpur

  • বাড়ীর লোকের অবর্তমানে ভয়াবহ চুরি ছোটদিঘারীতে।

    বাড়ীর লোকের অবর্তমানে ভয়াবহ চুরি ছোটদিঘারীতে।

    আলোক চক্রবর্তী বার্ণপর:-হীরাপুর থানার ছোট দিঘারীর বাসিন্দা বৈদ্যনাথ দত্ত শারীরিক অসুস্থতার কারণে বিগত দুই দিন ধরে দূর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তার সেবা করতে বাড়ীর সবাই হাসপাতালে ছিলেন মঙ্গলবার সকালে বাড়ী এসে দেখেন তাদের ঘরে তালা ভেঙে, আলমারি ভেঙে সব জিনিসপত্র চারিদিকে ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে সর্বস্য চুরি হয়ে গেছে। বাড়ীতে ১৪ / ১৫ ভরি সোনার গয়না এবং ৩৫ লক্ষ টাকা নিয়ে চলে গেছে বলে জানান জামাই গণেশ গড়াই। পুলিশকে খবর দিলে পুলিশ এসে সব তথ্য সংগ্রহ করে নিয়েছে।

  • নিউটাউনে কোয়ার্টার খালি করতে গিয়ে উত্তেজনা, খালি হাতে ফিরে গেল ইস্কো কতৃর্পক্ষ।

    নিউটাউনে কোয়ার্টার খালি করতে গিয়ে উত্তেজনা, খালি হাতে ফিরে গেল ইস্কো কতৃর্পক্ষ।

    আলোক চক্রবর্তী বার্ণপুর:-মঙ্গলবার ইস্কো কতৃর্পক্ষ নিউটাউনে কোয়ার্টার খালি করতে গেলে এলাকার বাসিন্দারা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান এবং এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। এলাকাবাসীদের বক্তব্য খাটাল খালি না করলে তারা কোয়ার্টার খালি করবে না ইতিপূর্বেই ইস্কো কতৃর্পক্ষকে খাটাল খালি করার কথা বলা হয়েছিল কিন্তু কতৃর্পক্ষ খাটাল খালি না করে কোয়ার্টার খালি করার জন্য চাপ দিচ্ছে। যতদিন খাটাল খালি না করা হচ্ছে ততদিন তারা কোয়ার্টার খালি করবে না। অন্যদিকে ইস্কো কতৃর্পক্ষর বক্তব্য ইস্কো কারখানার আধুনিকিকরণের জন্য প্রচুর কর্মী আসবে তাদের থাকার জন্য কোয়ার্টার দরকার নিউটাউনে কোয়ার্টার গুলো দখল করে রেখে দিয়েছে সেসব খালি করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এলাকাবাসীরা বাধা দিচ্ছে তাদের দাবি খাটাল উচ্ছেদ করতে হবে। তারা কতৃপক্ষ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা বলে খাটাল উচ্ছেদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা করা হবে।

  • শারীরিক নির্যাতন থেকে বাঁচতে মা বোনেরা জুডোক্যারাটে শিখতে আগ্রহী।

    শারীরিক নির্যাতন থেকে বাঁচতে মা বোনেরা জুডোক্যারাটে শিখতে আগ্রহী।

    আলোক চক্রবর্তী আসানসোল:-সম্প্রতি কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ২৪ দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত ধর্ষক অধরা বিচার পায় নি নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ধর্ণা চলছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা শাসকদলের উপর আঙুল তুলছেন তারা রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তার পুলিশকে দোষারোপ করছেন তারা রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। কলকাতার মহিলা চিকিৎসককে যেভাবে নিগৃহীত হতে হয়েছে তাতে স্পষ্ট আমাদের রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় তবে শুধু কলকাতার এই ঘটনা নয় বিভিন্ন জায়গায় মহিলাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করা হচ্ছে মায়েরা তাদের সন্তানদের বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন সেটা পড়া হোক বা চাকরি। কলকাতার ঘটনাতে রাজ্যের মহিলারা শুধু নয় সারা দেশের সচেতন মহিলারা ন্যায় বিচারের জন্য রাজপথ গলিতে প্রতিবাদ ও বিচারের দাবিতে মিছিল বার করেছেন সাথে তারা নিজেরা ও তাদের সন্তানদের সুরক্ষার জন্য জুডো ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছেন। বার্নপুরের এক খেলার মাঠে মা মেয়েকে একসাথে জুডো ক্যারাটে প্রশিক্ষণ নিতে দেখা গেল। বিচার দিতে যেখানে সরকার এবং পুলিশ প্রশাসন ব্যার্থ সেখানে নিজেদের সুরক্ষার ব্যাপারে নিজেদের চিন্তা করতে হবে সেইজন্য মায়েরা তাদের আদরের মেয়েকে পড়ার সাথে সাথে জুডো ও ক্যারাটে প্রশিক্ষণ নেবার উপদেশ দিচ্ছেন।

  • RG করের ঘটনা প্রতিবাদ, আসানসোলে BJP জেলাশাসক কার্যালয় অভিযান ঘিরে ধুন্ধুমার ,ভাঙা হলো পুলিশের ব্যারিকেড, ধস্তাধস্তি

    RG করের ঘটনা প্রতিবাদ, আসানসোলে BJP জেলাশাসক কার্যালয় অভিযান ঘিরে ধুন্ধুমার ,ভাঙা হলো পুলিশের ব্যারিকেড, ধস্তাধস্তি

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল,:- আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে বিজেপি জেলাশাসক কার্যালয় অভিযানের ডাক দেওয়া হয়।
    আসানসোলে এদিনের পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসকের কার্যালয় অভিযান ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটে। ভাঙা হয় আসানসোলের সেনরেল রোডের এইচএলজি হাসপাতাল মোড় সংলগ্ন রাস্তায় লাগানো পুলিশের প্রথম ব্যারিকেড। এই ব্যারিকেড লোহার গার্ডওয়াল দিয়ে তৈরি করা হয়েছিলো পুলিশের তরফে। এখানে পুলিশ বিজেপির কর্মী ও সমর্থকদের আটকানোর চেষ্টা করে। তখন পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায়। সেখান থেকে বিজেপির নেতা ও কর্মীরা জেলাশাসকের দিকে দৌড়তে শুরু করেন। কিন্তু জেলাশাসক কার্যালয় যাওয়ার রাস্তায় একটি বেসরকারি হাসপাতালে সামনে লাগানো দ্বিতীয় ব্যারিকেডে আটকে যান বিজেপির নেতা ও কর্মীরা। লোহার গার্ডওয়ালের সঙ্গে বাঁশের স্ট্রাকচারের সাহায্যে এই ব্যারিকেড তৈরি করা হয়েছিলো। উত্তেজিত বিজেপির কর্মী ও সমর্থকেরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। কিন্তু সেই ব্যারিকেড তারা ভাঙতে পারেননি। তাই কর্মী ও সমর্থকদের নিয়ে বিজেপির নেতারা সেখানে রাস্তায় ধর্ণায় বসে পড়েন।
    এদিন সকালে আসানসোলের জিটি রোডের বিএনআর মোড় থেকে জেলাশাসকের কার্যালয় অভিযানে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার তরফে মিছিল শুরু হয়। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, দেবতনু ভট্টাচার্য, জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির ট্রেড সেলের কো-কনভেনার সুব্রত ওরফে মিঠু ঘাঁটি ও জেলা সম্পাদক অভিজিৎ রায়।
    এই প্রসঙ্গে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, রাজ্য কমিটির ডাকে এদিন আসানসোলে জেলাশাসক কার্যালয় অভিযান করা হচ্ছে। কিন্তু রাজ্য সরকার আমাদের সংগঠিত আন্দোলনকে ভয় পাচ্ছে। তাই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের আটকানো হয়েছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কিন্তু আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে। তাই আমরা ব্যারিকেডের সামনে বসে পড়েছি। আমরা জেলাশাসক কার্যালয়ে যাবোই। যতক্ষণ তা না হচ্ছে, ততক্ষণ আমরা বসে থাকবো। তার দাবি, দলের মহিলা কর্মীদের হেনস্তা করা হয়েছে।
    এদিন বিজেপির আন্দোলনের জন্য পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক কার্যালয় সংলগ্ন এলাকাকে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে কড়া নিরাপত্তার ঘেরাটোপে করা হয়েছিলো। রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছিলো রেফ ও কমব্যাট ফোর্স।

  • अब संजय राय जैसे मंचलों को सबक सिखाएंगी बंगाल की माँ और बेटियां सिख रही हैं जुडो कराटे का गुर

    अब संजय राय जैसे मंचलों को सबक सिखाएंगी बंगाल की माँ और बेटियां सिख रही हैं जुडो कराटे का गुर

    पब्लिक न्यूज ब्यूरो आसनसोल:–आसनसोल, पश्चिम बंगाल की राजधानी कोलकाता के एक नामी ग्रामी आर्जीकर अस्पताल मे एक महिला चिकित्सक के साथ हुई रेप और हत्या की घटना के लगभग 21 दिन पुरे हो चुके हैं, पर अबतक महिला चिकित्सक को न्याय नही मिल पाया है, हालांकि महिला चिकित्सक को न्याय दिलाने के लिये पश्चिम बंगाल के साथ -साथ पुरे देश मे विरोध प्रदर्शन अब भी जारी है, ऐसे मे राज्य के विरोधी दल के नेता और तमाम राजनीती दल की पार्टियां राज्य की सत्ताधारी पार्टी तृणमूल पर कई सवाल उठा रही है, जिससे मुख्यमंत्री ममता बैनर्जी ही नही बल्कि उनकी पुलिस भी कई सवालों के घेरे मे है, बार -बार महिला सुरक्षा को लेकर आवेवस्था पर सवाल उठाए जा रहे हैं, राज्य मे आम से लेकर खास तक सड़क पर उतर कर मृतक महिला चिकित्सक के लिये न्याय मांग रहे हैं, ऐसे मे अब राज्य की महिलाएं खुद को असुरक्षित मानते हुए खुद की सुरक्षा के लिये अब जुड्डो कराटे का ट्रेनिंग ले रही है, साथ ही अपनी बेटियों को भी जुडो कराटे की ट्रेनिंग दिलवा रही हैं, आसनसोल के बर्णपुर इलाके मे स्थित एक प्ले ग्राउंड मे माँ बेटियों को एक साथ जुडो कराटे का ट्रेनिंग लेता देख हम भी थोड़ी देर के लिये हैरान रह गए, साड़ी और सलवार सूट मे जुडो कराटे सिखने के लिये माँ बेटियों की यह लालसा उनका जूनून उनका एक -एक दांव- पेंच मानो उन मंचलों को यह चेतावनी दे रहा हो की अब वह चुप नही बैठने वाली वह उनका मुहतोड़ जवाब देने वाली हैं, उनके छक्के छुड़ाने वाली हैं, वह ऑन द स्पोर्ट उनको सजा देने वाली हों, जुडो कराटे का ट्रेनिंग ले रही एक महिला ने कहा की कोलकाता आर्जीकर अस्पताल मे हुई महिला चिकित्सक के साथ हुई रेप और हत्या की घटना के बाद से वह काफी घबराई हुई थीं, उनको हमेशा यह डर सताता रहता था की वह भी अपने घर से अकेले बाहर निकलती हैं, उनकी बेटी भी कभी -कभी अकेले होती है, ऐसे मे उनकी सुरक्षा का क्या, यही कारण है की उन्होंने ऐसे मंचलों से निपटने के लिए जुडो कराटे सिखने के लिये अपने मन मे ठान ली और खुद तो जुडो कराटे का ट्रेनिंग ले ही रही हैं, अपनी बेटियों को भी आत्म सुरक्षा के लिये जुडो कराटे का ट्रेनिंग दिलवा रही हैं, उनका मानना है की राज्य मे जहाँ महिला सुरक्षा वेवस्था को लेकर राज्य सरकार और पुलिस विफल हो जाती है ऐसे मे महिलाओं को अपनी सुरक्षा खुद समभालनी पड़ती है, यही कारण है की आज महिलाओं को अपनी सुरक्षा के लिये जुडो कराटे की ट्रेनिंग लेनी पड़ रही है, वह इस लिये की वो खुद के ऊपर किसीका अत्याचार सहने के वजाय उस अत्याचार का मुहतोड़ जवाब दे सकें

  • বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে গেল স্কোব গেটে, রাস্তা বন্ধ, হীরাপুর থানার তৎপরতায় রাস্তা পরিস্কার করা হয়।

    বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে গেল স্কোব গেটে, রাস্তা বন্ধ, হীরাপুর থানার তৎপরতায় রাস্তা পরিস্কার করা হয়।

    আলোক চক্রবর্তী/ বার্ণপূর :সোমবার রাত্রে হীরাপুর থানার স্কোব গেটের কাছে গাছ পড়ে গিয়ে দীর্ঘক্ষন রাস্তা বন্ধ থাকাতে সাধারণ জনগণ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হয়। খবর পেয়ে ৭ নং বরোর চেয়ারম্যান শিবানন্দ বাউড়ী, কাউন্সিলর গুরমিত সিং ঘটনাস্থলে পৌঁছান। শিবানন্দ বাউড়ী জানান স্কোব গেটের কাছে একটা গাছ পড়ে গিয়ে দীর্ঘক্ষন রাস্তা বন্ধ থাকার ফলে যাতায়াতের অসুবিধা হয় তিনি খবর পেয়ে ইস্কো কতৃর্পক্ষর সাথে কথা বলেন গাছ কেটে রাস্তা পরিস্কার করে দেবার জন্য কারণ এটা কারখানার দায়িত্ব এলাকায় কোন অসুবিধা হলে জরুরী ভিত্তিতে সেই কাজ করা কিন্তু তার আগেই হীরাপুর থানার আধিকারিক লোক দিয়ে গাছ কেটে রাস্তা পরিস্কার করে দিয়েছেন হীরাপুর থানার আধিকারিককে ধন্যবাদ জানান।

  • আর জি কর কাণ্ডর পর মেয়েদের ও মহিলাদের আত্ম নির্ভরশীলতা গড়তে মিশন জিন্দেগী।

    আর জি কর কাণ্ডর পর মেয়েদের ও মহিলাদের আত্ম নির্ভরশীলতা গড়তে মিশন জিন্দেগী।

    মহিলাদের আত্ম নির্ভরশীলতা গড়তে মিশন জিন্দেগী।

    বার্নপুর:-প্রায় প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মহিলারা অত্যাচারিত হচ্ছে তাদের আত্মসুরক্ষা করার উদ্দেশ্যে বার্ণপুরের মিশন জিন্দেগী ট্রাষ্ট ৫ বছর থেকে ৫০ বছরের মহিলাদের আত্মসুরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ট্রাষ্টের সভাপতি সুকেন্দার শর্মা জানান প্রত্যেক রবিবার বার্ণপুরের গুরুদোয়ারার মাঠে গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির ও সদস্যদের সহায়তায় এই
    প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে