
আলোক চক্রবর্তী/মনোজ শর্মা বারবানি:– শুক্রবার সকালে লালগঞ্জে ইসিএলের এরিয়া অফিসে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখান। বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহের নেতৃত্বে বিক্ষোভ দেখান হয় শুক্রবার সকাল থেকে এরিয়া অফিস ঘেরাও করে ইসিএলের বেসরকারি ঠীকা সুরক্ষা কর্মীরা। পূর্বাঞ্চলের সুরক্ষা কর্মীদের সাথে প্রত্যেক বছর বেতন নিয়ে একটা সমস্যা হয়ে থাকে এবং তৃণমূল কংগ্রেসের মধ্যস্থতায় ইসিএল কতৃর্পক্ষ বেতন দিতে বাধ্য হয়। সুরক্ষা কর্মীদের এই বিক্ষোভ উপস্থিত ছিলেন বারাবনি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ, নুনী গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বিভিন্ন নেতৃত্ব। বেতন বৃদ্ধি সহ চারদফা দাবি নিয়ে সুরক্ষা কর্মীদের স্মারকলিপি জিএমের অনুপস্থিতিতে এজিএমের হাতে তুলে দিলেন অসিত সিংহ।

অসিত সিংহ জানান চার দফা দাবি নিয়ে লালগঞ্জ এরিয়ার জেনারেল ম্যানেজার দপ্তরে বিক্ষোভ দেখান হয় মূলত কর্মীদের তিন মাসের বকেয়া বেতন এবং বোনাস সহ বিভিন্ন দাবি ছিল, এজিএম বলেছেন আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে তিনমাসের বকেয়া বেতন দিয়ে দেওয়া হবে এবং পরবর্তী কালে বোনাস নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অসিত সিংহ জানান কেন্দ্রীয় সরকার তাদের সংস্থাগুলো বেসরকারি করণের জন্য কর্মীদের সাথে বেতন বন্ধ করে দিতে চাইছেন এবং প্রত্যেক বছর বিধায়ক জিএমের সাথে কথা বলে বেতন চালু করা ও কর্মীদের অসুবিধার সমস্যা ঠীক করে থাকেন। প্রত্যেকবার ইসিএল কতৃর্পক্ষ পূর্বাচলকে বন্ধ করে দেবার চক্রান্ত করে থাকেন এবং প্রত্যেকবার বিধায়ককে মধ্যস্থতা করতে হয় আর কেন্দ্রীয় সরকার চায় না কেউ সরকারি চাকরি করুক তারা বেশীরভাগ সরকারি দপ্তর বেসরকারি মালিকের হাতে তুলে দিতে চাইছে।
