
পাবলিক নিউজ ডেস্ক আসানসোল:– আসানসোলের কুলটির নিয়ামতপুরে একটি জমিতে সরকারি বোর্ড লাগানোকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা ছড়ালো। এই ঘটনায় আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়তে হয় সরকারি অধিকারিক ও পুলিশকে।
জানা গেছে, আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুর পেট্রোল পাম্পের কাছে কুমারডিহা মৌজার দাগ নং ১৭৭ এ ভেস্টেড বা সরকারি জমি রয়েছে ৪২শতক বা ২৪ কাঠা। সে জমির মালিকানা নিয়ে এর আগে বেশ কয়েকবার দুপক্ষের মধ্যে হয়েছে। এর আগে কুলটি বিএলআরও ঘেরাও করে বিক্ষোভ দেখিয়ে ছিলেন নিয়ামতপুর পেট্রোল পাম্প এলাকার বাসিন্দারা । এলাকাবাসীদের দাবি, এই জমি সরকারি জমি। কিন্ত এদিন দেখা গেলো অন্য ছবি। আসানসোল জেলা আদালতের আইনজীবী মহঃ ইজায়ুল হক আনসারি দাবি করেন, এই জমি তার তিন ভাই এবং এক বোনের নামে রয়েছে। এটি সরকারি জমি নয়।








সোমবার দুপুরে কুলটির বিএলআরও সুশান্ত চক্রবর্তী,আসানসোলের এসডিএলএন্ডআরও উৎপল সাহা আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (ডিডি) সুমন জয়সওয়াল, এসিপি (কুলটি) শেখ জাভেদ হুসেন সহ কুলটি থানা এবং নিয়ামতপুর ফাঁড়ির বিশাল পুলিশকে নিয়ে ঐ জমিতে ” সরকারি জমি’ লেখা বোর্ড লাগাতে আসেন। তখন আইনজীবি এজায়ুল হক আনসারি ও তার সাথে থাকা আসানসোল জেলা আদালতের আরো দুই আইনজীবী পুলিশ অফিসার এবং বিএলআরও এবং এসডিএলএন্ডআরওকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করেন। স্বাভাবিক ভাবেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষন ধরে বাদানুবাদ হয়। দীর্ঘক্ষনের চেষ্টায় শেষ পর্যন্ত ঐ জমিতে সরকারি বোর্ড লাগাতে সক্ষম হন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা । অপরদিকে আইনজীবী এজায়ুল হক আনসারি বলেন , সম্পূর্ণ জমিটি আমাদের। প্রশাসনের আধিকারিকরা জোর করে এই বোর্ড লাগানো হয়েছে।
বিএলআরও বলেন, কি কারণে ঐ আইনজীবীরা এসেছিলেন তা বলতে পারবো না। এটা সরকারি জমি। তাই বোর্ড লাগানো হয়েছে।














































