Category: paschim bardhaman

  • কাঁকসার একটি স্বেচ্ছা সেবী সংস্থার একাউন্টে ৩৩লক্ষ টাকা লেনদেন,ভিন রাজ্যের দুই ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ

    কাঁকসার একটি স্বেচ্ছা সেবী সংস্থার একাউন্টে ৩৩লক্ষ টাকা লেনদেন,ভিন রাজ্যের দুই ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ

    পাবলিক নিউজ ডেস্ক কাঁকসা:-গত ২৮ এবং ২৯ তারিখে কাঁকসার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একাউন্টে প্রায় ৩৩ লক্ষ টাকা লেনদেন হয়। এরপরই পুলিশের কাছে সংস্থার পক্ষ থেকে অভিযোগ আসার পরেই ঘটনার তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ। তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ। ধৃতরা হলেন মুম্বাইয়ের বাসিন্দা মহম্মদ শাহীদ নওয়াজআলী মিঠাইয়ালা এবং উত্তর প্রদেশের বাসিন্দা প্রদীপ কুমার। ধৃত দুজনকে মঙ্গলবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরো চারজনের নাম জানতে পারে। তাদের সন্ধান চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গত দুদিন ধরে ওই দুই ব্যক্তি কোনো একটি সংস্থার অর্থ কাঁকসার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একাউন্টে পাঠায়। আবার সেই অ্যাকাউন্ট থেকে টাকা উঠেও যায়। সেই টাকা কোথা থেকে পাঠানো হয়েছিল এবং কোন কাজে ব্যবহারের জন্য সেই টাকা কাঁকসার স্বেচ্ছা সেবী অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল কি ভাবেই আবার সেই টাকা তুলেছিল সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে কাঁকসার স্বেচ্ছাসেবী সংগঠনের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • छठ पूजा को लेकर आसनसोल के विशिष्ट समाजसेवी कृष्णा प्रसाद ने आज कल्ला इलाके में स्थित अपने आवासीय कार्यालय में एक संवाददाता सम्मेलन किया

    छठ पूजा को लेकर आसनसोल के विशिष्ट समाजसेवी कृष्णा प्रसाद ने आज कल्ला इलाके में स्थित अपने आवासीय कार्यालय में एक संवाददाता सम्मेलन किया

    पब्लिक न्यूज आसनसोल :– आसनसोल के विशिष्ट समाजसेवी कृष्णा प्रसाद ने आज कल्ला इलाके में स्थित अपने आवासीय कार्यालय में एक संवाददाता सम्मेलन किया उन्होंने सभी को दुर्गा पूजा की शुभकामना दी उन्होंने कहा कि अभी नवरात्र का पावन समय चल रहा है वह खुद भी नवरात्र कर रहे हैं उपवास कर रहे हैं ऐसे में इस पवित्र अवसर पर वह सभी को शुभकामना देते हैं और ईश्वर से प्रार्थना करते हैं कि ईश्वर उनके जीवन को मंगलमय करें कृष्णा प्रसाद नेकहा की प्रभु छठ घाट पर पिछले 48 वर्षों से पूरी श्रद्धा के साथ छठ पूजा का आयोजन ली क्लब द्वारा किया जाता है इस साल भी छठ पूजा का आयोजन किया जाएगा। उन्होंने कहा कि हर साल छठ पूजा से पहले वह जरूरतमंद तबके के लोगों को छत की सामग्री प्रदान करते हैं इस साल भी वह ऐसा करेंगे उन्होंने बताया कि इस बार वह एक कैंप लगाएंगे जहां से छठ की सामग्रियों के वितरण के लिए आसनसोल लोकसभा केंद्र के नौ विधानसभा क्षेत्र के स्थानों को चिन्हित करने का काम किया जाएगा। उन्होंने कहा कि 5 तारीख से कल्ला इलाके में शिविर लगाया जाएगा जिसमें आसनसोल लोकसभा केंद्र के 9 विधानसभा क्षेत्र से विभिन्न क्लबों के सदस्यों को बुलाया जाएगा और किया जाए उसके बाद 9 विधानसभा क्षेत्रों में घूम घूम कर छठ की सामग्री प्रदान की जाएगी लंबा कार्यक्रम होगा इसलिए पहले से ही शुरुआत कर रहे हैं ताकि कोई भी व्यक्ति छूट न जाए। उन्होंने बताया कि 9 विधानसभा केंद्रों में घूम घूम कर छठ पूजा में इस्तेमाल होने वाली तीस सामग्रियों का वितरण किया जाएगा।

  • नियामतपुर के रहमान पाड़ा में जावेद बारि नामक एक व्यक्ति की दो अपराधियों द्वारा मोटरसाइकिल पर आकर प्वाइंट ब्लैंक रेंज से गोली चलाई गई थी ।

    नियामतपुर के रहमान पाड़ा में जावेद बारि नामक एक व्यक्ति की दो अपराधियों द्वारा मोटरसाइकिल पर आकर प्वाइंट ब्लैंक रेंज से गोली चलाई गई थी ।

    पब्लिक न्यूज आसनसोल :– नियामतपुर के रहमान पाड़ा में जावेद बारि नामक एक व्यक्ति की दो अपराधियों द्वारा मोटरसाइकिल पर आकर प्वाइंट ब्लैंक रेंज से गोली चलाई गई थी । घटना के बाद जावेद बारी की पत्नी ने आसिफ और उनकी पत्नी फरहा नाज़ पर उनके पति की हत्या का आरोप लगाया था ।आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की तरफ से एक विशेष टीम का गठन किया गया था यह विशेष टीम जलपाईगुड़ी गई और जलपाईगुड़ी पुलिस की मदद से आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की टीम में फरहा नाज नामक इस महिला को एक अन्य व्यक्ति के साथ गिरफ्तार कर लिया सोमवार रात को ही आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की टीम फरहा नाज और एक और गिरफ्तार व्यक्ति को लेकर कुल्टी के लिए रवाना हुई। मंगलवार को उन्हें आसनसोल अदालत में पेश किया गया पुलिस शुरू से ही इस मामले की गंभीरता से जांच कर रही है यही वजह है कि जावेद की हत्या के कुछ दिनों के अंदर ही मुख्य आरोपी फरहा नाज को हिरासत में ले लिया गया बताया जा रहा है कि फरहा नाज और जिस व्यक्ति को गिरफ्तार किया गया है इस अभियान के दौरान उनके पास से चेरी रंग की एक छोटी कर भी जब्त की गई है समझा जा रहा है कि इस कार का इस्तेमाल इस अपराध को अंजाम देने के लिए किया गया था।

  • যাত্রীদের সুবিধা বৃদ্ধি/ আসানসোল স্টেশনে চালু ” মোবাইল আনরিজার্ভড টিকিটিং সিস্টেম” ………….আসানসোল,

    যাত্রীদের সুবিধা বৃদ্ধি/ আসানসোল স্টেশনে চালু ” মোবাইল আনরিজার্ভড টিকিটিং সিস্টেম” ………….আসানসোল,

    পাবলিক নিউজ আসানসোল :– আধুনিকীকরণ ও যাত্রীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো পূর্ব রেল। আসানসোল ডিভিশনের আসানসোল স্টেশনে চালু হলো ” মোবাইল আনরিজার্ভড টিকিটিং সিস্টেম (এম-ইউটিএস ) “। এই উদ্যোগের লক্ষ্য হল আরো দক্ষ এবং যাত্রী-বান্ধব টিকিটিং অভিজ্ঞতা প্রদান করা। এর পাশাপাশি ভিড় কমিয়ে হয়রানি আটকানো ও যাত্রীদের সময় বাঁচানোও এই ব্যবস্থা চালু করার আরো একটি উদ্দেশ্য ।
    ” এম-ইউটিএস ” সুবিধাটি আনরিজার্ভড বা অসংরক্ষিত টিকিট বিক্রিতে সর্বাধিক বহনযোগ্যতা প্রদান করে। এর ফলে রেল কর্মীরা স্টেশন চত্বরে যেকোন জায়গায় থেকে টিকিট ইস্যু করতে পারবেন। এই ব্যবস্থা কেবল টিকিটিং প্রক্রিয়াকে সহজ করে এমনটা নয়। বরং প্রচলিত বুকিং কাউন্টারের সামনে ভিড়ও উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করে।

    ১ মে বৃহস্পতিবার থেকে আসানসোল স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। আসানসোল স্টেশনের বুকিং কাউন্টারের বিপরীতে দ্বিতীয় শ্রেণীর প্রতিক্ষালয়ে অপেক্ষা ” এম-ইউটিএস” র মাধ্যমে আনরিজার্ভড টিকিট ইস্যু করা হচ্ছে। এই কৌশলগত ব্যবস্থা সেইসব যাত্রীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে, যারা তাড়াহুড়ো করে এবং দীর্ঘ লাইনে দাঁড়ানো এড়াতে চান।

    যাত্রীদের এই নতুন চালু হওয়া সুবিধার পূর্ণ সদ্ব্যবহার করতে সক্রিয়ভাবে উৎসাহিত করা হচ্ছে। যা দ্রুত টিকিটের অ্যাক্সেস নিশ্চিত করে এবং অপেক্ষার সময় কমিয়ে সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

    ভারতীয় রেল যাত্রীদের সুযোগ-সুবিধা ক্রমাগত উন্নত করতে এবং সকলের জন্য মসৃণ, নিরাপদ এবং ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ” এম-ইউটিএস ” ব্যবস্থা সেই দিকের আরেকটি পদক্ষেপ। যা জনসাধারণের সুবিধার জন্য প্রযুক্তি গ্রহণের প্রতি নিষ্ঠার প্রতিফলন ঘটায়।

  • শোকের ছায়া / মাত্র ১৭ দিন আগে অকাল মৃত্যু / মাধ্যমিকে স্কুলের সেরা আসানসোলের থৈবি…….. আসানসোল,

    শোকের ছায়া / মাত্র ১৭ দিন আগে অকাল মৃত্যু / মাধ্যমিকে স্কুলের সেরা আসানসোলের থৈবি…….. আসানসোল,

    পাবলিক নিউজ আসানসোল:– এমনটা যে হতে পারে, তা হয়তো কেউ ভাবেননি। কিন্তু হলো এটাই। যার জন্য এতো সবকিছু, সে আজ নেই। অকাল মৃত্যু তাকে নিয়ে চলে গেছে। আসানসোলের ইসমাইলের বাসিন্দা থৈবি মুখোপাধ্যায় এই বছরের মাধ্যমিক পরীক্ষা রেজাল্টে স্কুলের সেরা। আসানসোলের উমারানি গড়াই মহিলা কল্যান স্কুল থেকে পরীক্ষা দেওয়া তার নম্বর ৬৭৪। পশ্চিম বর্ধমান জেলার সেরা ১০ জনের মধ্যে রয়েছে সে। শুক্রবার সকালে রেজাল্ট জানার পর থেকেই শোকে ভেঙে পড়েছেন থৈবির বাবা-মা থেকে পরিবারের সদস্যরা। প্রায় একই অবস্থা স্কুলের প্রধান শিক্ষিকা, অন্য শিক্ষিকা ও সহপাঠীদের । গত এপ্রিলেই জন্ডিস কেড়ে নিয়েছে থৈবির ।
    জানা গেছে, আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যান স্কুলের থৈবি মুখোপাধ্যায় সবসময়ই স্কুলের সেরা। সবার কাছে সে ছিলে জনপ্রিয়। বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। একেবারে সাদাসিধা গৃহবধূ মা পিউ মুখোপাধ্যায়।
    এই বছর শারীরিক অসুস্থতা নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো থৈবি। তবে তার আগেই থৈবির জন্ডিস ধরা পড়েছিলো। পরীক্ষা শেষ হতেই তার চিকিৎসা করাতে মেয়েকে নিয়ে ভেলোর ছুটে গেছিলেন বাবা ও মা। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষার পরে চিকিৎসকরা বলেছিলেন তার লিভার ট্রান্সফার করতে হবে। তার জন্য খরচ হবে ১ কোটি টাকা। সেই কথা জানতে পেরে এগিয়ে আসে থৈবির স্কুল। পাশে দাঁড়ায় বলতে গেলে গোটা শহর। তার চিকিৎসার জন্য পাশে দাঁড়াতে সোশাল মিডিয়ায় আবেদন করেন। মেলে ব্যাপক সাড়া। চিকিৎসার জন্য আর্থিক সাহায্য পাওয়া যায়। সবমিলিয়ে পাওয়া গেছিলো ৪৫ লক্ষ টাকার মতো সাহায্য । কিন্তু সবার আপ্রাণ চেষ্টা শেষ পর্যন্ত বিফলে যায়। বাঁচানো যায়নি থৈবিকে। ভিন রাজ্যের হাসপাতালে গত ১৬ এপ্রিল মৃত্যু হয় থৈবির।
    তারপর মাত্র ১৭ দিন। শুক্রবার বেরোয় ২০২৫ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। তাতে দেখা যায় থৈবি তার স্কুলের সবার সেরা। পেটে ব্যথা নিয়ে পরীক্ষা দেওয়ার পরেও তা সাফল্য একটুও ফিকে হয়নি। সে বাংলায় পেয়েছে ৯৯, অংকে ৯৮, ভৌত বিজ্ঞানে ৯৭, জীবন বিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯৫ ও ভূগোলে ৯৫। রেজাল্ট হাতে নিয়ে চোখের জল যেনো বাঁধ মানতেই চাইছেন পরিবারের সদস্যদের।
    আর থৈবির স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বা টিচার ইনচার্জ পাপড়ি বন্দোপাধ্যায় বলেন, কি বলবো? বুঝে উঠতে পারছিনা। খুবই খারাপ ও দুঃখের। ও যে ঐ অবস্থায় পরীক্ষা দিয়ে ৬৭৪ নং পেয়েছে, তা অন্য কেউ হলে পারতো না।
    আর সবার মুখে একটাই কথা।” থৈবি সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে রাজ্যের ১০ জনের মধ্যে অনেক উপরে থাকতো” । কেন এটা হবে না। পড়াশোনা থেকে বাকি সব হবিতে তো সে সবার সেরা।

  • আসানসোল সৃষ্টিনগর কতৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ বাসিন্দাদের / ১২ এপ্রিল মিছিল, দেওয়া হবে স্মারকলিপি………..আসানসোল, ১০ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল :– আসানসোলের বিবেকানন্দ সরণির আসানসোল সৃষ্টিনগরের আবাসিক বাসিন্দারা সৃষ্টিনগর ম্যানেজমেন্ট বা কতৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন। তাদের তরফে বাসিন্দাদের স্বার্থে একাধিক দাবি তোলা হয়েছে। যদিও, সৃষ্টিনগর কতৃপক্ষ বাসিন্দাদের তোলা সব অভিযোগ মানতে চাননি। দাবির ব্যাপারে, কতৃপক্ষের মন্তব্য, আলোচনায় বসে সব সমস্যার সমাধান করা যেতে পারে।
    বৃহস্পতিবার সকালে সৃষ্টিনগরের দুর্গা মন্দিরে এক সাংবাদিক সম্মেলনে বাসিন্দারা তাদের অসন্তোষ প্রকাশ করেন। কতৃপক্ষের বিরুদ্ধে সরব বাসিন্দারা বলেন, তাদের দেওয়া ফি না চার্জের অনুপাতে কর্তৃপক্ষের প্রদত্ত সুযোগ-সুবিধা খুবই নগণ্য। বাসিন্দাদের অভিযোগ, কর্তৃপক্ষ স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী মনোভাব অবলম্বন করে তাদেরকে হয়রানি করছে।
    সাংবাদিক সম্মেলনে বাসিন্দারা, অনৈতিক ফি বৃদ্ধি না করা , দুর্নীতি বন্ধ, ক্লাবের অ্যাকাউন্টে স্বচ্ছতা আনা, পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করা, জমি রেজিস্ট্রেশন সম্পন্ন করা এবং শিশুদের জন্য খেলার মাঠ সহ মৌলিক সুযোগ-সুবিধা প্রদানের মতো বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। তারা বলেন, এই বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার পরিবর্তে, কতৃপক্ষ বাসিন্দা বা আবাসিকদের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণ করছে। যা বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি করছে।
    এই সাংবাদিক সম্মেলনে শহরের নিউরো সার্জেন ডাঃ সোহাগ বসু ও রামাধর সিং সহ অনেকেই উপস্থিত ছিলেন। ডাঃ বসু ও সিং বলেন, আমরা যে ফি দিচ্ছি তার বিনিময়ে ন্যূনতম সুযোগ-সুবিধা পাচ্ছি না। কোন কমিটি এখনো পর্যন্ত তৈরি করা হয় নি। কতৃপক্ষকে এই ব্যাপারে বলা হয়েছে ও হচ্ছে। কিন্তু তাদের পক্ষ থেকে কোনও জবাবদিহি নেই । কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা দাবি করছি যে এই সমস্যাগুলি অবিলম্বে সমাধান করা হোক। একই সাথে, ডাঃ সোহাগ বসু ও রামাধর সিং কতৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বলেন, ক্লাবের হিসাবে স্বচ্ছতার অভাব রয়েছে। যখন তখন ফি বৃদ্ধি সম্পূর্ণ অন্যায্য। তারা সৃষ্টিনগরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, যুবক-যুবতীরা এখানে এসে মদ্যপান করে। নানা ধরনের বাজ কাজ করা হয়। কিন্তু তাদের দেখা বা আটকানোর কেউ নেই।
    বাসিন্দারা এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। আপাততঃ আগামী ১২ এপ্রিল একটি প্রতিবাদ মিছিল বার করা হবে সৃষ্টিনগরের বাসিন্দাদের তরফে। মিছিল শেষে কতৃপক্ষকে একটি দাবি সম্বলিত স্মারক লিপি দেওয়া হবে।
    এই বিষয়ে আসানসোল সৃষ্টিনগর কতৃপক্ষের তরফে বেঙ্গল সৃষ্টি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেডের গ্রুপ হেড (প্রোপার্টি ম্যানেজমেন্ট) বিনয় কুমার চৌধুরী বলেন, আমরা আবাসিকদের সুবিধা ও অসুবিধার দিকটা সবসময় দেখি। আমরা সবসময় বলি, কথা বলে সমস্যা মিটিয়ে নিতে। এই সৃষ্টি নগরের ভেতরে একটা মল আছে। সেখানে বাইরে লোকেরা আসেন। তাদের পার্কিংয়ের ব্যবস্থা আছে। নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। আসানসোল উত্তর থানার পুলিশ আমাদেরকে সহযোগিতা করেন। তিনি আরো বলেন, এবারেও আমরা আবাসিকদের আলোচনার জন্য ডেকেছিলাম। তারা বলেছেন, মিছিল করে ডেপুটেশন দেবেন। আমরা তাতেই রাজি আছি। আমরা আলোচনা করে সব সমস্যার সমাধান চাই।

  • ভোটার তালিকার কাজে শাসক দলের জেলা স্তরে বিএলএ নিয়োগ / পশ্চিম বর্ধমানের দায়িত্বে ভি শিবদাসন…………. আসানসোল, ১০

    ভোটার তালিকার কাজে শাসক দলের জেলা স্তরে বিএলএ নিয়োগ / পশ্চিম বর্ধমানের দায়িত্বে ভি শিবদাসন…………. আসানসোল, ১০

    পাবলিক নিউজ আসানসোল :– এপ্রিলঃ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জেলায় জেলায় ভোটার তালিকার কাজের জন্য দায়িত্ব বণ্টন করলো। তাদের বলা হচ্ছে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ-১। পশ্চিম বর্ধমান জেলাও তার মধ্যে রয়েছে।
    রাজ্যে তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা সংক্রান্ত কাজে গতি আনতে প্রতিটি জেলায় নেতৃত্বের হাতে এই দায়িত্ব তুলে দিয়েছে। তাতে পশ্চিম বর্ধমান জেলার দায়িত্ব দেওয়া হয়েছে দলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসুকে। তাকে পশ্চিম বর্ধমানের জেলা স্তরের বুথ লেভেল এজেন্ট (বিএলএ-১) হিসেবে নিযুক্ত করা হয়েছে।
    রাজ্যের অন্যান্য জেলায় স্থানীয় বিধায়ক ও মন্ত্রীদের এই দায়িত্ব দেওয়া হলেও, পশ্চিম বর্ধমানে দল একজন সিনিয়র নেতার উপর ভরসা রেখেছে বলে মনে করা হচ্ছে।
    এই নিয়োগ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ভি শিবদাসন দাসু বলেন, আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। তাদের দুজনকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করেছেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার বিএলএ-১ হিসেবে নিযুক্ত করেছেন।
    তিনি আরও বলেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন, আমরা সবাই একসঙ্গে মাঠে নেমে দলকে আরও শক্তিশালী করি। এই নিয়োগের মাধ্যমে তৃণমূল কংগ্রেস তৃণমূল স্তরে তাদের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করার দিকে আরেকটি পদক্ষেপ নিয়েছে। আগামী নির্বাচনের কথা মাথায় রেখে দলের এই উদ্যোগকে সংগঠনকে আরও শক্তিশালী করার কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে বলে, রাজনৈতিক বিশেষজ্ঞদের মত।

  • আসানসোল সৃষ্টিনগর কতৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ বাসিন্দাদের / ১২ এপ্রিল মিছিল, দেওয়া হবে স্মারকলিপি………..আসানসোল, ১০ এপ্রিলঃ

    আসানসোল সৃষ্টিনগর কতৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ বাসিন্দাদের / ১২ এপ্রিল মিছিল, দেওয়া হবে স্মারকলিপি………..আসানসোল, ১০ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল :– আসানসোলের বিবেকানন্দ সরণির আসানসোল সৃষ্টিনগরের আবাসিক বাসিন্দারা সৃষ্টিনগর ম্যানেজমেন্ট বা কতৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন। তাদের তরফে বাসিন্দাদের স্বার্থে একাধিক দাবি তোলা হয়েছে। যদিও, সৃষ্টিনগর কতৃপক্ষ বাসিন্দাদের তোলা সব অভিযোগ মানতে চাননি। দাবির ব্যাপারে, কতৃপক্ষের মন্তব্য, আলোচনায় বসে সব সমস্যার সমাধান করা যেতে পারে।
    বৃহস্পতিবার সকালে সৃষ্টিনগরের দুর্গা মন্দিরে এক সাংবাদিক সম্মেলনে বাসিন্দারা তাদের অসন্তোষ প্রকাশ করেন। কতৃপক্ষের বিরুদ্ধে সরব বাসিন্দারা বলেন, তাদের দেওয়া ফি না চার্জের অনুপাতে কর্তৃপক্ষের প্রদত্ত সুযোগ-সুবিধা খুবই নগণ্য। বাসিন্দাদের অভিযোগ, কর্তৃপক্ষ স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী মনোভাব অবলম্বন করে তাদেরকে হয়রানি করছে।
    সাংবাদিক সম্মেলনে বাসিন্দারা, অনৈতিক ফি বৃদ্ধি না করা , দুর্নীতি বন্ধ, ক্লাবের অ্যাকাউন্টে স্বচ্ছতা আনা, পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করা, জমি রেজিস্ট্রেশন সম্পন্ন করা এবং শিশুদের জন্য খেলার মাঠ সহ মৌলিক সুযোগ-সুবিধা প্রদানের মতো বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। তারা বলেন, এই বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার পরিবর্তে, কতৃপক্ষ বাসিন্দা বা আবাসিকদের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণ করছে। যা বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি করছে।
    এই সাংবাদিক সম্মেলনে শহরের নিউরো সার্জেন ডাঃ সোহাগ বসু ও রামাধর সিং সহ অনেকেই উপস্থিত ছিলেন। ডাঃ বসু ও সিং বলেন, আমরা যে ফি দিচ্ছি তার বিনিময়ে ন্যূনতম সুযোগ-সুবিধা পাচ্ছি না। কোন কমিটি এখনো পর্যন্ত তৈরি করা হয় নি। কতৃপক্ষকে এই ব্যাপারে বলা হয়েছে ও হচ্ছে। কিন্তু তাদের পক্ষ থেকে কোনও জবাবদিহি নেই । কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা দাবি করছি যে এই সমস্যাগুলি অবিলম্বে সমাধান করা হোক। একই সাথে, ডাঃ সোহাগ বসু ও রামাধর সিং কতৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বলেন, ক্লাবের হিসাবে স্বচ্ছতার অভাব রয়েছে। যখন তখন ফি বৃদ্ধি সম্পূর্ণ অন্যায্য। তারা সৃষ্টিনগরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, যুবক-যুবতীরা এখানে এসে মদ্যপান করে। নানা ধরনের বাজ কাজ করা হয়। কিন্তু তাদের দেখা বা আটকানোর কেউ নেই।
    বাসিন্দারা এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। আপাততঃ আগামী ১২ এপ্রিল একটি প্রতিবাদ মিছিল বার করা হবে সৃষ্টিনগরের বাসিন্দাদের তরফে। মিছিল শেষে কতৃপক্ষকে একটি দাবি সম্বলিত স্মারক লিপি দেওয়া হবে।
    এই বিষয়ে আসানসোল সৃষ্টিনগর কতৃপক্ষের তরফে বেঙ্গল সৃষ্টি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেডের গ্রুপ হেড (প্রোপার্টি ম্যানেজমেন্ট) বিনয় কুমার চৌধুরী বলেন, আমরা আবাসিকদের সুবিধা ও অসুবিধার দিকটা সবসময় দেখি। আমরা সবসময় বলি, কথা বলে সমস্যা মিটিয়ে নিতে। এই সৃষ্টি নগরের ভেতরে একটা মল আছে। সেখানে বাইরে লোকেরা আসেন। তাদের পার্কিংয়ের ব্যবস্থা আছে। নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। আসানসোল উত্তর থানার পুলিশ আমাদেরকে সহযোগিতা করেন। তিনি আরো বলেন, এবারেও আমরা আবাসিকদের আলোচনার জন্য ডেকেছিলাম। তারা বলেছেন, মিছিল করে ডেপুটেশন দেবেন। আমরা তাতেই রাজি আছি। আমরা আলোচনা করে সব সমস্যার সমাধান চাই।

  • দেশবন্ধু মহাবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন সাংসদ।

    দেশবন্ধু মহাবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন সাংসদ।

    পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল শিল্পাঞ্চলের চিত্তরঞ্জন শহরের প্রসিদ্ধ স্কুল দেশবন্ধু মহাবিদ্যালয়, দীর্ঘদিন ধরে তার সংস্কার না হবার কারণে স্কুলের ভগ্নদশা হয়ে যাওয়ায় বিধায়ক বিধান উপাধ্যায় সাংসদ শত্রুঘ্ন সিনহাকে স্কুল ভবন সংস্কারের জন্য পয়সা বরাদ্দের আসবে করেছিলেন সেই আবেদনে সাড়া দিয়ে সাংসদ শত্রুঘ্ন সিনহা সাংসদ ফান্ড থেকে ৩০ লক্ষ টাকা অনুমোদন করেছিলেন, সেই টাকায় ভগ্নপ্রায় বিদ্যালয়ের সংস্কার করে দোতলা বানানো হয়েছে। শণিবার সকালে সেই স্কুল ভবনের উন্মোচন করলেন আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা সাথে ছিলেন স্কুলের গভর্ণীং বডির সভাপতি মুকুল উপাধ্যায়। শত্রুর সিনহা জানান স্কুল কতৃপক্ষ থেকে তার কাছে স্কুল ভবন তৈরী করার জন্য সাংসদ তহবিল থেকে পয়সা সাহায্যের জন্য আবেদন করাতে তিনি ৩০ লক্ষ টাকা অনুমোদন করেছিলেন।

  • বেতন বৃদ্ধির দাবিতে মূখ্য স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখান আশা কর্মীরা।

    বেতন বৃদ্ধির দাবিতে মূখ্য স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখান আশা কর্মীরা।

    পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:– নূন্যতম ১৮ হাজার টাকা বেতনের দাবিতে শুক্রবার বেতন বৃদ্ধির দাবিতে মূখ্য স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। রাজ্য আশা কর্মী ইউনিয়নের সহ সভাপতি এবং রাজ্যের সম্পাদিকা ঊষা চন্দ্র জানান আশা কর্মীদের মূলত শিশুদের স্বাস্থ্য পরিষেবা দেবার কাজ কিন্তু বিভিন্ন আধিকারিক তাদের দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে থাকেন বিনা পারিশ্রমিকে, ডেঙ্গু সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা বাকি থাকে সেই টাকা আসার আগেই আবার নতুন প্রকল্পের কাজ চলে আসে ফলে বকেয়া টাকা বকেয়া থেকে যায়। একজন আশা কর্মী সরকারি কর্মীদের থেকে বেশি কাজ করে থাকলেও সরকারি ঘোষিত বেতন পান তাদের দাবি নূন্যতম ১৮ হাজার টাকা বেতন করতে হবে, বেতন বৃদ্ধি না করলে মার্চ মাসে কাজ করলেও রিপোর্ট পেশ করবে না, ইতিপূর্বে আশা কর্মীরা কাজ বন্ধ করে বেতন বৃদ্ধি করাতে পেরেছিল।