Category: pandeswar

  • অন্ডাল বিমানবন্দরে চাঞ্চল্য / যাত্রীর লাগেজ থেকে উদ্ধার একটি দেশি রিভলভার ও ৬ রাউন্ড কার্তুজ, ধৃত ২

    অন্ডাল বিমানবন্দরে চাঞ্চল্য / যাত্রীর লাগেজ থেকে উদ্ধার একটি দেশি রিভলভার ও ৬ রাউন্ড কার্তুজ, ধৃত ২

    পাবলিক নিউজঃ ডেস্ক অন্ডাল :-বিমানের উঠার আগে পরীক্ষার সময় যাত্রীর সঙ্গে থাকা লাগেজ থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । যাত্রীর সাথে থাকা ল্যাগেজ থেকে উদ্ধার হয়েছে ১ টি দেশি রিভলবার ও ৬ রাউন্ড কার্তুজ। অভিযুক্ত দুই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। ধৃত দুজন যাত্রী পাশের জেলা বীরভূমের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।

    জানা গেছে, বৃহস্পতিবার সকালে মুম্বাই যাওয়ার বিমান ধরতে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে আসেন সাজেদ সুলেমান মল্লিক ও মহঃ ইকবাল নামের দুই যাত্রী। সম্পর্কে এই দুজন আত্মীয় বলে জানা গেছে । বীরভূম জেলার সিউড়ি থানার সাজানো পল্লী এলাকার বাসিন্দা এই দুজন বলে পুলিশ সূত্রে জানা গেছে । তাদের সঙ্গে ছিল চারটি ল্যাগেজ। বিমানে উঠার আগে নিয়ম মতো বিমানবন্দরের ভেতর লাগেজে থাকা জিনিসপত্রের তল্লাশি করা হচ্ছিলো। সেই সময় তাদের সাথে থাকা একটি ল্যাগেজের মধ্যে একটি দেশি রিভলবার ও ৬ রাউন্ড কার্তুজ পাওয়া যায় বলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে খবর।
    খবর দেওয়া অন্ডাল থানায়। সঙ্গে সঙ্গে পুলিশ বিমানবন্দরে আসেন।
    বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র সহ ঐ দুই যাত্রীকে আটক করে। পরে তাদের তুলে দেওয়া হয় অন্ডাল থানার পুলিশের হাতে।
    এরপর তাদেরকে অন্ডাল থানায় নিয়ে আসা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারনে, কি উদ্দেশ্যে এই দুজন আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল তা তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ। জেরা করা হচ্ছে দুজনকে।
    স্বাভাবিক ভাবেই যাত্রীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দর চত্বরে ছড়িয়েছে পড়ে ব্যাপক চাঞ্চল্য।
    পুলিশের এক আধিকারিক বলেন, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা কিসের জন্য আগ্নেয়াস্ত্র সহ বিমানে যাচ্ছিলো তা জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে।

  • আসানসোল পুরনিগমের ৯৪ নং ওয়ার্ডে পানীয়জলের সমস্যা / মেয়রের দ্বারস্থ বাসিন্দারা

    আসানসোল পুরনিগমের ৯৪ নং ওয়ার্ডে পানীয়জলের সমস্যা / মেয়রের দ্বারস্থ বাসিন্দারা

    পাবলিক নিউজঃ ডেস্ক:-আসানসোল পুরনিগমের ৯৪ নম্বর ওয়ার্ডের তালকুড়ি গ্রামে দীর্ঘ কয়েক বছর ধরে পানীয়জলের সমস্যা রয়েছে। বৃহস্পতিবার ঐ এলাকার বাসিন্দারা সেই পানীয়জলের সমস্যা নিয়ে কথা বলতে আসানসোল পুরনিগমে এসে মেয়র বিধান উপাধ্যায়ের সাথে দেখা করেন। ৯৪ নং ওয়ার্ডের তালকুড়ি গ্রামের বাসিন্দারা বলেন, গত ৬/ ৭ বছর ধরে আমাদের এলাকায় পানীয়জলের সমস্যা রয়েছে। এই ব্যাপারে আমরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে বহুবার আবেদন করেছি ও পানীয়জলের সমস্যা সমাধানের কথা বলেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। তার আমরা এদিন আমরা পানীয়জলের সমস্যার সমাধান চেয়ে মেয়রের সঙ্গে দেখা করেছি।

    মেয়র তাদের কথা শোনেন এবং যত দ্রুত সম্ভব তার সমাধানের চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ৯৪ নং ওয়ার্ডের তালকুড়ি এলাকায় পানীয়জল সরবরাহের জন্য নতুন পাইপলাইন বসানোর কাজ করা হবে।

  • এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাঁকসার মানিকআরা এলাকায়।

    এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাঁকসার মানিকআরা এলাকায়।

    পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর :-এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাঁকসার মানিকআরা এলাকায়। আজ সকাল সাতটা নাগাদ মানিকআরা এলাকার সেচ খালের পাড়ে জঙ্গলে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা কাঁকসা থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।। মৃতের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত দেহ হাত-পা বাঁধা অবস্থায় ছিল। তবে মৃত ব্যক্তি স্থানীয় নয় বলেই দাবি এলাকাবাসীর। মৃত ব্যক্তির পরিচয় জানতে আশেপাশের এলাকায় খোঁজখবর শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। মৃতদেহ আজ দুপুর এক টা নাগাদ মহকুমা হাসপাতলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

  • কাজের দাবিকে কাঁকসার বাঁশকোপায় বেসরকারি কারখানার গেট আটকের বিক্ষোভ ও ধর্ণা এলককাবাসীর,পুলিশ গিয়ে আটক করলো ৪০জন বিক্ষোভকারীকে

    কাজের দাবিকে কাঁকসার বাঁশকোপায় বেসরকারি কারখানার গেট আটকের বিক্ষোভ ও ধর্ণা এলককাবাসীর,পুলিশ গিয়ে আটক করলো ৪০জন বিক্ষোভকারীকে

    পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-কাজের দাবিতে ধর্ণায় বসে বিক্ষোভ দেখতে গিয়ে আটক হল প্রায় ৪০ জন গ্রামবাসী। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে কাঁকসার বাঁশকোপা গ্রামের বাসিন্দারা বাঁশকোপার একটি বেসরকারি কারখানার গেটের সামনে স্থানীয়দের কাজের দাবিতে ঝর্ণায় বসে।
    কারখানার গেট আটকে স্থানীয়দের বিক্ষোভের জেরে কারখানায় কোনো যানবাহন প্রবেশ করতে পারে নি।
    স্থানীয়দের অভিযোগ এর আগেও বহুবার কাজের দাবিতে তারা বিক্ষোভে বসলেও কারখানা কর্তৃপক্ষ কাজের বিষয়ে তাদের কোন লিখিতভাবে প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ।বারবার বিক্ষোভ দেখিয়েও কাজের কাজ কিছুই হয় না।তাই বাধ্য হয়ে আজ সকাল থেকে কারখানার গেটের সামনে গ্রামবাসীরা ধর্ণায় বসে এবং কারখানার গেটের সামনে বাঁশকোপা গ্রামের বাসিন্দাদের বিক্ষোভে জেরে কারখানার ভেতর শ্রমিকরা এবং কোন যানবাহন প্রবেশ করতে পারেনি।। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে গ্রামবাসীদের বচসা শুরু হয়ে যায়। কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার কথা বলা হলে গ্রামবাসীরা তা না মানলে প্রায় ৪০ জন বিক্ষোভকারীকে আটক করে কাঁকসা থানার পুলিশ। বিক্ষোভকারীদের হটিয়ে কারখানার ভেতরে যানবাহন প্রবেশ করায় পুলিশ কর্মীরা।

  • বৃহস্পতিবার সকালে কাজের যোগ দেওয়ার পরই তাকে সাস্পেনশন লেটার ধরিয়ে দেওয়া হয়। শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাকে সাসপেন্ড হতে হয়েছে।

    বৃহস্পতিবার সকালে কাজের যোগ দেওয়ার পরই তাকে সাস্পেনশন লেটার ধরিয়ে দেওয়া হয়। শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাকে সাসপেন্ড হতে হয়েছে।

    পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও ধর্ষণ করে খুনের ঘটনার অভিযোগে দোষীদের শাস্তির দাবিতে ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে গত ২৭ এ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেয়, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেই অভিযানে যোগ দেন কাঁকসা বিডিও অফিসের গ্রুপ ডি কর্মী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঐদিন পুলিশকে মারধর করার অভিযোগ ওঠে তার উপর। পুলিশকে মারধর করার অভিযোগে গত ২৮ সে আগস্ট তাকে দুর্গাপুরের কালীগঞ্জ এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে হাওড়া জেলা পুলিশ। এরপর শুরু হয় তার বিচার।জেল থেকে ছাড়া পেয়ে গত মঙ্গলবার তিনি কাজে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে কাজের যোগ দেওয়ার পরই তাকে সাস্পেনশন লেটার ধরিয়ে দেওয়া হয়। শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাকে সাসপেন্ড হতে হয়েছে। আজ সকালে তিনি কাজে যোগ দেওয়ার পরই তাকে কাঁকসার যুগ্ম বিডিও তার রুমে ডেকে পাঠিয়ে তার হাতে সাস্পেনশন লেটার ধরিয়ে দেন। তিনি জানান জেলা শাসকের নির্দেশে গত ২৮ তারিখ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে।কারণ তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।এই মর্মে তাকে সাসপেন্ড করা হয়েছে বলে জেলা শাসক দফতর থেকে তার কাছে লেটার দেওয়া হয়। তিনি বলেন বে আইনি সরকারের বে আইনি সাসপেন্ড এটা। তিনি আইনের পথে তার এই সাসপেনশনের প্রতিবাদে আইনি লড়াই চালাবেন। তিনি বলেন তারা সত্যের পথে আন্দোলন করছেন এবং তাদের আন্দোলনটাকে দমানোর জন্য নানান ভাবে কৌশল করে এই ধরনের চাপ সৃষ্টি করছে সরকার। যদিও তারা কোনভাবেই ভীত নন। তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন যতদিন না আরজিকরের ঘটনায় পরিবার বিচার পাচ্ছে।

  • দিলীপ কিস্কু,কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেরোবাড়ি এলাকার একটি পিএইচই দপ্তরের পাম্প হাউসে গত ২০২২ সাল থেকে কর্মরত ছিলেন তিনি।

    দিলীপ কিস্কু,কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেরোবাড়ি এলাকার একটি পিএইচই দপ্তরের পাম্প হাউসে গত ২০২২ সাল থেকে কর্মরত ছিলেন তিনি।

    পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-গত পাঁচই জুন থেকে কর্মহীন কাঁকসার বনকাটি পঞ্চায়েতের খেরোবাড়ি এলাকার বাসিন্দা দিলীপ কিস্কু।কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেরোবাড়ি এলাকার একটি পিএইচই দপ্তরের পাম্প হাউসে গত ২০২২ সাল থেকে কর্মরত ছিলেন তিনি। দিলীপ কিস্কুর অভিযোগ, গত জুন মাসের পাঁচ তারিখে তাকে বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের নির্দেশে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা তাকে কাজে যোগ দিতে বারণ করে। কি কারনে তাকে কাজ থেকে বার করে দেওয়া হয়। তার উত্তর তিনি পাননি। এই বিষয়ে জেলাশাসক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে তিনি অভিযোগ জানিয়েছেন। কিন্তু সেই অভিযোগ জানানোর পরেও প্রশাসনিকভাবে কোন সুরাহা তিনি পাননি বলে তার অভিযোগ। তার অনুমান তাকে চক্রান্ত করে কাজ থেকে বার করে দেওয়া হয়েছে।যদিও কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য এই বিষয়ে জানিয়েছেন, দিলীপ কিস্কু যে সময়ে কাজে যোগ দিয়েছিল সেই সময় তাকে কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি বলেই যতটুকু তিনি জেনেছেন। কিভাবে ও কে তাকে কাজে যোগ দেওয়া করিয়েছিল সেটাও তার জানা নেই। তার কাছে যদি কোনো নিয়োগপত্র থাকে তাহলে তিনি সেই নিয়োগপত্র নিয়ে আবেদন করতে পারেন।তার পর বিষয়টি বিবেচনা করা যাবে। সম্ভবত তাকে কোনরকম নিয়োগপত্র না দিয়েই নিয়োগ করা হয়েছিল যার কারণে প্রশাসনিক নিয়ম মেনে ওই জায়গায় স্থানীয় বেকার যুবকদের কাজে যোগদান করানো হয়েছে পি এইচ ই দফতর থেকে।

  • अंडाल पुलिस का उखड़ा आदर्श हिंदी हाई स्कूल और काजोड़ा बीएड काॅलेज में महिला सुरक्षा पर जागरूकता कार्यक्रम।

    अंडाल पुलिस का उखड़ा आदर्श हिंदी हाई स्कूल और काजोड़ा बीएड काॅलेज में महिला सुरक्षा पर जागरूकता कार्यक्रम।

    मंथन पासवान अंडाल–: आसनसोल दुर्गापुर पुलिस कमीस्नेरेट के 13वें स्थापना दिवस के शुभ अवसर पर अंडाल थाना और उखड़ा आउट पोस्ट की और से अंडाल थाना के बी.एड कॉलेज और उखड़ा आदर्श स्कूल में महिला सुरक्षा पर जागरूकता कार्यक्रम आयोजीत किया गया,इस दौरान ए.सी.पी पिंटू साहा,सर्किल इंस्पेक्टर पिंटू मुखर्जी, अंडाल थाना प्रभारी तन्मय रॉय,उखड़ा आउट पोस्ट के आई.सी मइनूल हक़.ए,एस आई प्राण कृष्ण प्रमानिक, उखड़ा आदर्श हिंदी हाई स्कुल के प्रधानाध्यापक पी.के सिंह तथा समस्त स्कूली छात्र छात्रऐं मौजूद रही,
    इस अवसर पर ए.सी.पी पिंटू साहा ने कहा की आज के समय हमारे लिये महिलाओं की सुरक्षा खासकर स्कूली छात्राओं के लिए सुरक्षा बहुत जरूरी है उन्होंने उखड़ा आदर्श स्कूल के सभी बच्चियों को कभी ना डरने की सलाह दी,साथ हीं कहा आप को कभी भी कितनी भी बड़ी मुसीबत आने पर बिना डरे अपने माता पिता को जानकरी दें कभी भी किसी अनजान लोगों सें बिना कोई मतलब के बात नहीं करना है,जरुरत पडने पर अपने आसपास जो भी पुलिस स्टेशन हो वहां जाकर जानकारी दे सकतें हैं.

  • तृणमूल नेता गौतम मजूमदार के याद में रक्तदान शिविर।

    तृणमूल नेता गौतम मजूमदार के याद में रक्तदान शिविर।

    मंथन पासवान अंडाल –: अंडाल ब्लॉक के काजोरा मोड़ में तृणमूल कांग्रेस नेता स्वर्गीय गौतम मजूमदार की दूसरा पुण्यतिथि पर रक्तदान शिविर का आयोजन किया गया,इस दौरान कुल 100 लोगों नें अपना रक्तदान किया इस शिविर में दुर्गापुर उप जिला हस्पताल से डॉ अटोरिया बनर्जी और उनकी टीम ने रक्त संग्रह किया ,कार्यक्रम के दौरान अंडाल ब्लॉक तृणमूल कांग्रेस अध्यक्ष कालू बरन मंडल,मदनपुर ग्राम पंचायत प्रधान पार्थो देवासी,पश्चिम बर्धवान युवा तृणमूल कांग्रेस के राज्य सचिव कौशिक मंडल,कंचन मित्रा,जिला परिषद के सह-कारी सभाधिपती विष्णु देव नोनिया,मदनपुर अंचल सभापति अजय पात्रा,महिला नेत्री सुजाता बसु, मिनती हाजरा,काजोरा ग्राम पंचायत सदस्य चंदन सिंह तथा समस्त सदस्य गण उपस्थित रहे.

  • पहले की पत्नी की हत्या फिर खुद लगाया गले मे फांसी का फंदा।

    पहले की पत्नी की हत्या फिर खुद लगाया गले मे फांसी का फंदा।

    मंथन पासवान अंडाल –: अंडाल थाना अंतगर्त पालसबांध बाबुई सोल के एक घर में पति-पत्नी का शव मिलने सें लोगों में सनसनी फेल गई, घटना के संबंध में मृतक के भाई दयाराम दलाल ने कहा की मेरी दीदी(बासंती चांद 43 का उसके पति धनंजय चांद ने पहले रस्सी से गला घोंट कर हत्या कर दिया उसके बाद फिर खुद आत्मा हत्या कर ली,
    उन्होंने कहा की मेरी दीदी बासंती चांद की पति धनंजय चांद हमेशा मेरी दीदी को परेशान करता था और मेरे मेरी दीदी से झगड़ा भी करता रहता था,धनंजय चांद झांझरा मैन इंकलाइन कोलिएरी में कार्यरत थे,वह ड्यूटी भी नहीं जाते थे और मेरे दीदी की जितनी भी सोना जेवर था सब बेच दिया था ,
    उन्होंने कहा की मुझे यहां से कॉल आया था की आप जल्दी अपनी दीदी के घर आ जाये,में आकर देख रहा हूं तो मेरी दीदी का शव बिस्तर पर पड़ी हुई थी और मेरे जीजाजी का शव हॉल में पड़ा हुआ था,
    पुलिस इंस्पेक्टर पिंटू मुखर्जी ने बताया की पति ने पहले पत्नी की रस्सी से गला घोंट कर निर्मम तरीके से हत्या कर दी और फिर खुद आत्मा कर लिया,उन्होंने कहा की घटना की जानकरी हमे पता कर रहें हैं अभी पोस्टमार्टम के लिए दोनों को शव को आसनसोल जिला हस्पताल भेज दिया है.

  • কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার দাবিতে সিভিল রাইট

    কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার দাবিতে সিভিল রাইট

    আলোক চক্রবর্তী আসানসোল:- হাতরাস, উন্নাও থেকে আর জি কর হাসপাতালের চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযুক্তদের শাস্তির দাবিতে দাবিতে সিভিল রাইট সংস্থার পক্ষ থেকে রবীন্দ্র ভবনের সামনে দোষীদের শাস্তির দাবিতে ধর্ণা প্রদর্শন করেন। তাদের দাবি মহিলারা আজ কর্মক্ষেত্রে অসহায় তাদের উপর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে নির্যাতন করা হচ্ছে মহিলাদের নিরাপত্তার দাবিতে সরকারকে উপযুক্ত ব্যাবস্থা করতে হবে এবং আর জি কর কান্ডে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।