Category: DISTRICT HOSPITAL

  • আসানসোলে সিএমওএইচ অফিসে স্মারকলিপি / প্ল্যাকার্ড হাতে কমিটিনিটি হেল্থ অফিসারদের বিক্ষোভ…আসানসোল,৪

    আসানসোলে সিএমওএইচ অফিসে স্মারকলিপি / প্ল্যাকার্ড হাতে কমিটিনিটি হেল্থ অফিসারদের বিক্ষোভ…আসানসোল,৪

    আসানসোল পাবলিক নিউজ ডেস্ক :– সেপ্টেম্বরঃ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকার কমিউনিটি হেলথ অফিসার বা সিএইচওরা বৃহস্পতিবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ অফিসে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। পরে তারা বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারক লিপি সিএমওএইচের কাছে জমা দেন।
    এই বিষয়ে অন্ডালের কমিউনিটি হেলথ অফিসার চৈতালি রায় বলেন, পাঁশকুড়ার স্বাস্থ্য অফিসার সুস্মিতা সামন্ত মানসিক চাপের কারণে মারা গেছেন। তাকে এত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিলো যে তিনি তা সামলাতে পারেননি। যে কারণে তিনি মারা যান। তিনি আরো বলেন, আজ আমরা তার মৃত্যুর বিচার চাইতে এখানে এসেছি।

    কমিউনিটি হেলথ অফিসারদের উপর যেভাবে কাজের বোঝা চাপানো হচ্ছে, তাদের উপর টার্গেট দেওয়া হচ্ছে, একেবারেই ঠিক নয়। এর ফলে কমিউনিটি হেলথ অফিসাররা ঠিকমতো কাজ করতে পারছেন না। যে কারণে তাদের দোষ দেওয়া হচ্ছে। তবে তারা রোগীর সেবা করুক বা ল্যাপটপে কাজ করুক, তাদের এই দুটি কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। এর সাথে তিনি বলেন, অনেক ক্ষেত্রে ঊর্ধ্বতন আধিকারিকরা কমিউনিটি হেলথ অফিসারদের সাথে ঠিক ভাবে আচরণ করেন না। আমরা পরীক্ষা দেওয়ার পরে এই জায়গায় এসেছি। কারোর দয়া বা অনুগ্রহে এই চাকরি পাইনি। তবুও ঊর্ধ্বতন আধিকারিকরা আমাদের সাথে দুর্ব্যবহার করেন। তিনি বলেন, সুস্মিতা যতক্ষণ না ন্যায়বিচার পাচ্ছেন এবং কমিউনিটি হেল্থ অফিসারদের অন্যান্য দাবি পূরণ না হয়, ততক্ষণ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

  • আসানসোলে বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার…….আসানসোল, ৪ সেপ্টেম্বরঃ

    আসানসোলে বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার…….আসানসোল, ৪ সেপ্টেম্বরঃ

    পাবলিক নিউজ ডেস্ক আসানসোল :- বাড়ি থেকে উদ্ধার হলো এক যুবকের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় আসানসোল দক্ষিণ থানার আসানসোল পুরনিগমের ৪৩ নং ওয়ার্ডের তালপুকুরিয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম মহঃ শাহনওয়াজ আলম (৩৫)।
    পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলের তালপুকুরিয়ার বাসিন্দা মহঃ শাহনওয়াজ আলম বেশ কয়েক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলো। বৃহস্পতিবার সন্ধ্যায় সে বাড়িতে একাই ছিলো। পরে তাকে ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এলাকার বাসিন্দারা খবর দিলে আসানসোল দক্ষিণ থানা থেকে পুলিশ এলাকায় আসে। পুলিশের উপস্থিতিতে তাকে উদ্ধার কর আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।


    এই প্রসঙ্গে আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ রবিউল ইসলাম বলেন, এই যুবক বেশ কয়েক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলো। এদিন তাকে ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তিনি আরো বলেন, এই যুবক এর আগে দু/একবার আত্মহত্যার চেষ্টা করেছিলো।
    প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই এই যুবক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। শুক্রবার আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত করা হবে।

  • आसनसोल गैलेक्सी मॉल के एसिस्टेंट वाइस प्रेसिडेंट (AVP) संजय चटर्जी अब नहीं रहे इस दुनिया में। उनके आकस्मिक निधन की खबर सुन के लोगों  में शोक की मोहाल। ये खबर से मॉल के कर्मचारियों से लेकर उनके घनिष्ठ दोस्तों तक शोक की छाया छा गई है।

    आसनसोल गैलेक्सी मॉल के एसिस्टेंट वाइस प्रेसिडेंट (AVP) संजय चटर्जी अब नहीं रहे इस दुनिया में। उनके आकस्मिक निधन की खबर सुन के लोगों  में शोक की मोहाल। ये खबर से मॉल के कर्मचारियों से लेकर उनके घनिष्ठ दोस्तों तक शोक की छाया छा गई है।

    संजय

    पब्लिक न्यूज आसनसोल:– आसनसोल गैलेक्सी मॉल के एसिस्टेंट वाइस प्रेसिडेंट (AVP) संजय चटर्जी अब नहीं रहे इस दुनिया में। उनके आकस्मिक निधन की खबर सुन के लोगों  में शोक की मोहाल। ये खबर से मॉल के कर्मचारियों से लेकर उनके घनिष्ठ दोस्तों तक शोक की छाया छा गई है।

    जानकारी के अनुसार, शनिवार सुबह अचानक उन्हें सीने में तेज दर्द महसूस हुआ। दर्द के दौरान ही वह अचानक गिर पड़े घर में । तभी आनन-फानन में उन्हें आसनसोल के एक निजी अस्पताल ले जाया गया, जहाँ डॉक्टरों ने जांच करने के बाद उन्हें मृत घोषित कर दिया।

    समाचार फैलते ही सहकर्मी, मित्र और परिजनों और परिचितों के बीच शोक की लहर दौड़ गई। उल्लेखनीय है कि संजय चट्टोपाध्याय 2015 से आसनसोल गैलेक्सी मॉल में जनरल मैनेजर (GM) पद की जिम्मेदारी संभाल रहे थे। बाद में 2023 में उन्हें पदोन्नति देकर एसिस्टेंट वाइस प्रेसिडेंट बनाया गया। कोलकाता निवासी संजय चट्टोपाध्याय अपने कम में कौशल और सौहार्द्र के लिए सभी के बीच प्रिय थे। आज उनकी कमी सभी को खले गी।

  • বার্নপুরে মর্মান্তিক ঘটনা / বন্ধুদের সঙ্গে স্নান গিয়ে দামোদরে ডুবে মৃত্যু দুই কিশোরের মৃত্যু………… বার্নপুর ও আসানসোল, ২১ এপ্রিলঃ

    বার্নপুরে মর্মান্তিক ঘটনা / বন্ধুদের সঙ্গে স্নান গিয়ে দামোদরে ডুবে মৃত্যু দুই কিশোরের মৃত্যু………… বার্নপুর ও আসানসোল, ২১ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল:– পশ্চিম বর্ধমান জেলায় রানিগঞ্জের পরে এবার বার্নপুরের মর্মান্তিক ঘটনা। বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে দামোদর নদীতে ডুবে মৃত্যু হলো দুই কিশোরের। আরো চারজন অল্পের জন্যে প্রাণে বেঁচে যায়। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হিরাপুর থানার বার্নপুরে ভুতনাথ মন্দিরের কাছে। মৃত দুই কিশোরের নাম হলো বার্নপুরের নরসিংবাঁধ সাউ রোডের রমনদ্বীপ মালোধারা (২০) ও নরসিংবাঁধ মিঠাই গলির অমিত দাস (২১)। মৃতদের মধ্যে একজন এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো। এদিন বিকেলে আসানসোল জেলা হাসপাতালে দুজনের মৃতদেহর ময়নাতদন্ত হয়। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় নরসিংবাঁধ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
    পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালের দিকে আসানসোল পুরনিগমের ৭৭ নং ওয়ার্ডের বার্নপুরের নরসিংবাঁধ এলাকার জনা ছয়েক কিশোর বার্নপুরে ভুতনাথ মন্দিরের কাছে দামোদর নদীতে স্নান করতে যায়। তারা সবাই দুপুরের দিকে দামোদর নদীতে স্নান করছিলো। আচমকাই তাদের মধ্যে রমনদ্বীপ মালোধারা ও অমিত দাস দামোদর নদীতে তলিয়ে যায়। বাকি চারজন কোনমতে নদী থেকে উঠে আসে। তাদের চিৎকারে আশপাশের এলাকার বাসিন্দা যারা স্নান করছিলেন তারা দৌড়ে আসেন। খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ এলাকায় আসে। পাশাপাশি আসেন কিশোরদের পরিবারের সদস্যরা। বেশ কিছুক্ষনের চেষ্টা দুপুর তিনটে নাগাদ দুজনকে দামোদর নদী থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
    এই প্রসঙ্গে ৭৭ নং ওয়ার্ডের কাউন্সিলর গুরমিত সিং বলেন, এদিন সকালে নরসিংবাঁধ এলাকার বাসিন্দা ৬ জন কিশোর দামোদর নদীতে স্নান করতে যায়। তারা সবাই বন্ধু। তারা স্নান করতে নদীতে নামার পরে জলে ডুবে যায় দুজন। বাকিরা বেঁচে যায়।
    পুলিশের এক আধিকারিক বলেন, ৬ বন্ধু এদিন দামোদর নদীতে স্নান করতে গেছিলো। তার মধ্যে দুজন ডুবে মারা গেছে।
    প্রসঙ্গতঃ, দিন চারেক আগে একইভাবে জামুড়িয়ার বাসিন্দা এক খনি কর্মী রানিগঞ্জে বন্ধুদের সঙ্গে দামোদর নদীতে স্নান করতে গিয়ে ডুবে যায়। দুদিন পরে তার দেহ উদ্ধার করা হয়।

  • বার্নপুরে বন্ধ গাড়ি থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ………… বার্নপুর, ২০ এপ্রিলঃ

    বার্নপুরে বন্ধ গাড়ি থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ………… বার্নপুর, ২০ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল:– আসানসোলের হিরাপুর থানার শ্যামবাঁধের মুড়ি ফ্যাক্টরির কাছে শিবাজী মাঠ সংলগ্ন এলাকায় একটি বন্ধ চারচাকা গাড়ির ভেতর থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হলো। শনিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে বার্নপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অঞ্জাত পরিচয় মৃত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হিরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রবিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়। তবে রবিবার বিকেল পর্যন্ত মৃতদেহের পরিচয় পুলিশ খুঁজে বার করতে পারেনি।
    বার্নপুরের শ্যামবাঁধের বাসিন্দা প্রেম কুমার দুবের বাড়ির সামনে তার চারচাকা গাড়িটি পার্ক করানো ছিলো। গাড়ির মালিক প্রেম কুমার দুবে বলেন, আমি কাজের সূত্রে সবসময় ব্যস্ত থাকি। শনিবার সন্ধ্যায় বাড়ি মাঠে মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য গাড়ির দরজা খুলতে যাই। সেই সময় গাড়ির কাচে ধোঁয়ার মতো দাগ দেখি। ভাবি কাঁচ ফেটে গিয়ে এমনটা হয়েছে। কিন্তু গাড়ির দরজা খুলতেই তিনি সিটের উপর এক যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্বাভাবিক ভাবেই তিনি হতবাক হয়ে যান।
    ঘটনাটি তিনি আশপাশের লোকেদের বলেন। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারপর হিরাপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অচৈতন্য অবস্থায় যুবককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
    গাড়ির মালিক বলেন, গাড়ি সব সময় লক থাকে। কি করে ঐ যুবক আমার গাড়ির ভেতরে ঢুকলো তা বুঝতে পারছি না। তার দাবি , তিনি ঐ যুবককে চেনেন না।
    হিরাপুর থানার পুলিশ জানায়, এদিন আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়েছে। প্রাথমিক রিপোর্টের পরে জানা গেছে, শ্বাসরুদ্ধ হয়ে ঐ যুবকের মৃত্যু হয়েছে। এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঐ যুবক গত কয়েক দিন ধরে এই এলাকায় ভবঘুরে হিসেবে ঘোরাঘুরি করছিলো।
    পুলিশ মৃতদেহের পরিচয় বার করার পাশাপাশি এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

  • রানিগঞ্জে বাড়ি থেকে বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার……… রানিগঞ্জ ও আসানসোল, ২০ এপ্রিলঃ

    রানিগঞ্জে বাড়ি থেকে বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার……… রানিগঞ্জ ও আসানসোল, ২০ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল:— বাড়িতে ঘরের ভেতর থেকে সিলিং ফ্যানে গলায় দড়ি দেওয়া এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার হলো। রবিবার সকালের এই ঘটনায় আসানসোল রানিগঞ্জ থানার গীর্জা পাড়ার এমপি রোডের কালি মন্দির সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত বৃদ্ধার নাম পূর্নিমা সরকার (৭০)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে বৃদ্ধার মৃতদেহর ময়নাতদন্ত হয়।
    পুলিশ সূত্রে জানা গেছে, রানিগঞ্জের গীর্জা পাড়ার এমপি রোডের কালি মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা সরকার পরিবারের সদস্যরা এদিন সকালে পূর্নিমা সরকারকে ঘরের মধ্যে সিলিং ফ্যানে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রানিগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
    পরিবারের সদস্যরা পূর্নিমা সরকারের মৃত্যুর কারণ হিসেবে কিছু পুলিশকে জানাতে পারেন নি। তবে প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ঐ বৃদ্ধা কোন কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। যে কারণে তিনি এদিন সকালে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।

  • আসানসোলে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জেলা সম্মেলন………….আসানসোল, ২০ এপ্রিলঃ

    আসানসোলে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জেলা সম্মেলন………….আসানসোল, ২০ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল:– এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পশ্চিম বর্ধমান জেলা সম্মেলন রবিবার আসানসোলের বার অ্যাসোসিয়েশন ভবনে হয়।
    এই প্রসঙ্গে সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা সভানেত্রী উষা আচার্য বলেন, আশা কর্মীদের অধিকার নিয়ে এদিন পশ্চিম বর্ধমান জেলা সম্মেলনের আয়োজন করা হয়েছে । পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা আশা কর্মীরা এখানে উপস্থিতবছিলেন। তিনি আরো বলেন, আশা কর্মীদের শুধুমাত্র মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত কাজের জন্য নিয়োগ করা হয়েছিলো। কিন্তু এখন তাদেরকে দিয়ে বিভিন্ন ধরণের কাজ করানো হচ্ছে। যা তাদের কাজ নয়। এছাড়াও, আশা কর্মীদের রাজ্য সরকার পরিচালিত কর্মসূচি বা অন্যান্য কর্মসূচিতেও ব্যবহার করা হয়। কিন্তু তারা তারজন্য কোন অতিরিক্ত অর্থ পান না। তাদের ন্যূনতম ৫০০০ টাকা দেওয়া হয়। কিন্তু তাদের ২৪ ঘন্টা কাজ করতে বাধ্য করা হয়। এ ছাড়া তাদের কোনও সামাজিক নিরাপত্তা নেই। যদি কোনও আশা কর্মী কাজ করার সময় মারা যান, তাহলে তার পরিবার কোনও ক্ষতিপূরণ পায় না। আমাদের দাবি ছিল, যদি কোনও আশা কর্মী কাজ করার সময় মারা যান, তাহলে তার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত। তিনি সরকারের কাছে আশা কর্মীদের সরকারী কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। তিনি বলেন, সংগঠনের তরফে প্রশাসনের প্রতিটি স্তরে আবেদন করবো, স্থানীয় বিধায়কদের কাছে চিঠি লিখবো, যাতে আশা কর্মীদের জন্য বেতন বৃদ্ধির দাবি জানাবেো। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠিও লেখা হবে। যদি তাদের দাবি পূরণ হয়, তাহলে ভালো। অন্যথায়, আগামী ২২ আগস্ট কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে বলে এদিন সংগঠনের জেলা সভানেত্রী জানিয়েছেন।

  • সালানপুরে মর্মান্তিক ঘটনা / গরম ডাল পড়ে পুড়ে মৃত্যু এক বছরের শিশুকন্যার…………..সালানপুর ও আসানসোল, ১৪ এপ্রিলঃ

    সালানপুরে মর্মান্তিক ঘটনা / গরম ডাল পড়ে পুড়ে মৃত্যু এক বছরের শিশুকন্যার…………..সালানপুর ও আসানসোল, ১৪ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল বাড়িতে উনুন থেকে গায়ে গরম ডাল পড়ে পুড়ে মৃত্যু হলো এক বছরের এক শিশুকন্যার। রবিবার দুপুরের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সালানপুর থানার রামডির বাসিন্দা মৃত শিশুর নাম রোশনি যাদব। সোমবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে শিশুকন্যার মৃতদেহর ময়নাতদন্ত হয়।
    পুলিশ সূত্রে জানা গেছে, সালানপুর থানার রামডির বাসিন্দা সঞ্জিত যাদবের বাড়িতে রবিবার দুপুরে উনুনে ডাল রান্না হচ্ছিলো। বাড়ির মধ্যে কিছুটা দূরে শুয়ে খেলা করছিলো সঞ্জিত যাদবের এক বছরের মেয়ে রোশনি যাদব। আস্তে আস্তে সে উনুনের কাছে চলে আসে। সেই সময় আশেপাশে কেউ ছিলোনা। আচমকাই উনুনে রাখা কড়াই থেকে গরম ছোট্ট সঞ্জিতের উপরে পড়ে যায়। গরম ডালে তার পুরো শরীরটাই পুড়ে যায়। কান্না শুনে বাড়ির লোকেরা দৌড়ে আসেন। সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। সেখানে রাতে শিশুকন্যার মৃত্যু হয়।

  • কুলটিতে পথ দূর্ঘটনা / মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে, মৃত্যু চালকের………… কুলটি ও আসানসোল, ১৪ এপ্রিলঃ

    কুলটিতে পথ দূর্ঘটনা / মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে, মৃত্যু চালকের………… কুলটি ও আসানসোল, ১৪ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল মোটরবাইক স্কিট করে বা নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো ট্রাকের নিচে। ঘটনায় মৃত্যু হলো মোটরবাইক চালকের। সোমবার দুপুরে পথ দূর্ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার লছমনপুরে ১৯ নং জাতীয় সড়কের সার্ভিস রোডে। কুলটি থানার লছমনপুরের বাসিন্দা মৃত মোটরবাইক চালকের নাম রবি মাঝি (২৯)।
    পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে কুলটি থানার লছমনপুরে ১৯ নং জাতীয় সড়কের সার্ভিস রোড দিয়ে মোটরবাইক নিয়ে যাচ্ছিলো লছমনপুরের রবি মাঝি। আচমকাই সে মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরফলে মোটরবাইক স্কিট করে চালক সহ মোটরবাইক সামনে ট্রাকের নিচে চলে যায়। এরফলে চালক গুরুতর জখম হন। সামান্য দূরে থাকা কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা দৌড়ে আসেন। তারা আহত মোটরবাইক চালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে বাড়ির লোকেরা জেলা হাসপাতালে আসেন। বিকেলে মোটরবাইক চালকের মৃত্যু হয়।
    পুলিশ জানায়, মঙ্গলবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মোটরবাইক চালকের মৃতদেহর ময়নাতদন্ত হবে।

  • रूपनारायणपुर में ट्रेन से कटकर एक व्यक्ति की मौत

    रूपनारायणपुर में ट्रेन से कटकर एक व्यक्ति की मौत

    पब्लिक न्यूज आसनसोल/ सालनपुर:– सालनपुर थाना अंतर्गत अल्लादी ओवरब्रिज के नीचे ट्रेन से कटे एक व्यक्ति का शव बरामद किया गया।क्षेत्र में शोक है।स्थानीय सूत्रों के अनुसार मृतक श्री गुरुपल्ली, बाउरी पाड़ा, रूपनारायणपुर का निवासी था।
    इलाके के निवासी चंदन मंडल (45) दिहाड़ी मजदूर के रूप में काम करते थे। वह अपनी तीन बेटियों और पत्नी के साथ इस इलाके में रहते थे। हालाँकि, उसकी पत्नी अब अपने माता-पिता के घर चली गई है।
    स्थानीय सदस्य तोतन बाउरी ने बताया कि गांव में किसी ने शव देखा और उन्हें बताया कि वे उसे देखने गए थे।
    अल्लादी ओवर ब्रिज के नीचे अप लाइन रेलवे ट्रैक पर ट्रेन की चपेट में आने से व्यक्ति की मौत हो गई। हालांकि, अभी यह स्पष्ट नहीं हो पाया है कि मौत रेलवे लाइन पार करते समय हुई या ट्रेन से गिरने के कारण।
    रेलवे पुलिस और रूपनारायणपुर चौकी पुलिस मौके पर पहुंची। रेलवे पुलिस ने शव को बरामद कर पोस्टमार्टम के लिए आसनसोल जिला अस्पताल ले गई।