
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল :–দূর্গাপুর থেকে বাড়ী ফেরার সময় কাল্লা মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটা গাড়ীতে সজোরে ধাক্কা মারলে গাড়ীতে থাকা সাতজন আহত হলে পুলিশ তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে ২৫ বছরের আশিয়া রায়কে মৃত ঘোষণা করা হয়।


পুলিশ সূত্রে জানা যায় তিন মাস আগে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরের সুভাষগ্রামের বাসিন্দা আশিয়ার সাথে হীরাপুর থানার ধ্রবডাঙ্গার বাসিন্দা নিরেশ চৌধুরীর সাথে ম্যারেজ রেজিষ্ট্রী করে বিয়ে হয় রবিবার সন্ধ্যায় বলেরো গাড়ীতে করে ধ্রুব ডাঙার মহঃ সাহাজুদ্দিন, প্রসেনজিৎ পাশওয়ান, সন্দীপ মাজি, প্রমোদ রায় এবং প্রীতি ভারতীকে নিয়ে দূর্গাপুর গেছিল রাত্রে ফেরার সময় কাল্লার কাছে একটা অল্টো গাড়ীতে সজোরে ধাক্কা মারলে সবাই আহত হয় পুলিশ তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আশিয়াকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply