
পাবলিক নিউজঃ আসানসোল :– আসানসোল রেল পুলিশের তৎপরতায় পূর্বা এক্সপ্রেস থেকে উদ্ধার হলো এক মহিলা যাত্রীর খোয়া বা হারিয়ে যাওয়া হ্যান্ডব্যাগ। উদাহরণ হওয়া ব্যাগের মধ্যে নগদ ১১ হাজার টাকার পাশাপাশি লক্ষাধিক টাকার সোনার গয়না ছিলো। ঘটনাটি ঘটেছে । পরে আসানসোল স্টেশনে আসানসোল রেল পুলিশ থানায় বিহারের আড়া জেলার বাসিন্দা প্রিয়া দেবীর হাতে রেল পুলিশের তরফে সেই ব্যাগ তুলে দেওয়া হয়। স্বাভাবিক ভাবেই মাত্র কয়েক ঘন্টার মধ্যে টাকা ও গয়না সহ নিজের হ্যান্ডব্যাগ ফিরে পাওয়ায় খুশি প্রিয়া দেবী ও তার স্বামী পঙ্কজ কুমার প্রভাকর।
জানা গেছে, এদিন সকালে বিহারের আরা থেকে ট্রেনে পাটনা আসেন পঙ্কজ কুমার প্রভাকর ও তার স্ত্রী প্রিয়া দেবী। তারা পাটনা থেকে দেওঘর আসার জন্য পূর্বা এক্সপ্রেস ট্রেনে চাপেন। তারপর সবই ঠিক ছিলো। কিন্তু পরে প্রিয়া দেবী বুঝতে পারেন যে, তার হ্যান্ডব্যাগটি নেই।
এই প্রসঙ্গে পঙ্কজ কুমার বলেন, আমরা দেওঘরে একটি বিয়ে বাড়িতে আসছিলাম। যে কারণে আমার স্ত্রীর হ্যান্ডব্যাগে নগদ ১১ হাজার টাকা ও লক্ষাধিক টাকার সোনার গয়না ছিলো। আমার স্ত্রী ট্রেনে একজনকে ব্যাগ থেকে টাকা বার করে দিয়েছিলো। পরে দেখি ব্যাগ নেই। স্বাভাবিক ভাবেই চিন্তায় পড়ে যাই। সঙ্গে সঙ্গে ট্রেনে ব্যাগ হারিয়ে যাওয়ার কথা সবাইকে জানাই। সবার শেষে আমি আসানসোল রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করি। তারা আমায় বলে যে, অনেক দেরি হয়ে গেছে। তখন আমি কিছুটা হলেও ভেঙে পড়ি। ভাবতে থাকি কি করবো। তিনি আরো বলেন, এর বেশ কিছুক্ষন পরে আসানসোল রেল পুলিশ জানায়, তারা একটি ব্যাগ পেয়েছে। আমাকে তারা ফোনের মাধ্যমে তা দেখায়। বুঝতে পারি, এটাই আমার স্ত্রীর ব্যাগ। স্বাভাবিক ভাবেই স্বস্তি ফিরে পাই। এরপর রেল পুলিশের কথা মতো আমরা আসানসোলে আসি। রেল পুলিশ আমার স্ত্রীর সেই ব্যাগ তুলে দেন। পঙ্কজ কুমার বলেন, রেল পুলিশের ভূমিকা সত্যি প্রশংসনীয়। তারা তৎপর হয়ে দ্রুততার সঙ্গে আমার স্ত্রীর ব্যাগ উদ্ধার করেছে।
আসানসোল রেল পুলিশের তরফে বলা হয়েছে, হারানো প্রাপ্তি অভিযানেই এই ব্যাগ উদ্ধার করা হয়েছে। যারা ব্যাগ তাকে তা ফিরিয়ে দেওয়া হয়েছে।






Leave a Reply