পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– প্রত্যেক বছরের মতো এই বছর আইআরসিটিসি ভ্রমণপিপাসুদের জন্য আকর্ষণীয় উত্তরাখণ্ড ভ্রমণের ব্যাবস্থা করেছেন। সংস্থার পক্ষ থেকে দেবভূমি যাত্রা নামে এই যাত্রা ডিসেম্বর মাসে শুরু হবে ১০ রাত এবং ১১ দিনের এই যাত্রা পথে বিভিন্ন দ্রষ্টব্য স্থান দর্শন করাবে সংস্থা। আইআর সি টি সি থেকে জানানো হয়েছে ৩০০ জন ভ্রমণ পিপাশুদের নিয়ে তাদের যাত্রা শুরু হবে, ট্রেনে তারা নন এসির জন্য ৩০,৯২৫ টাকা এবং এসি কোচের জন্য ৩৮, ৫৩৫ টাকা নির্ধারিত করেছেন ও যাত্রা পথে নিরামিষ খাবার পরিবেশন করার পাশাপাশি চিকিৎসার সুবিধা, সুরক্ষা কর্মী নিয়োগ ও সিসি ক্যামেরা থাকবে, বয়স্ক ব্যক্তিদের জন্য নীচের বার্থ দেওয়া হবে বলে জানান সংস্থার আধিকারিক।