Tag: ADPC

  • গুগুল নির্ভর করে সঠীক জ্ঞান অর্জন করা যায় না।

    গুগুল নির্ভর করে সঠীক জ্ঞান অর্জন করা যায় না।

    আলোক চক্রবর্তী দুর্গাপুর:-মঙ্গলবার দূর্গাপুরে সিটি সেন্টার লাইব্রেরীতে সাধারণ গ্রন্থাগার দিবস পালন হয়ে গেলো। পশ্চিম বর্ধমান আয়োজিত রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশন ও জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তর পশ্চিম বঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় সিটি সেন্টার লাইব্রেরীতে গত ৩১ শে আগষ্ট এবং ৩ রা সেপ্টেম্বর গ্রন্থাগার দিবস পালন করা হয়। মঙ্গলবার গ্রন্থাগার দিবস উদ্বোধন করলেন পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার দায়িত্বপ্রাপ্ত গ্রন্থআধিকারিক নির্মাল্য অধিকারী। তিনি জানান সবসময় গুগল নির্ভর করা যায় না সাময়িক কিছু সমস্যা সমাধান করা সম্বভব কিন্তু বইয়ের মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যায় তা গুগল করতে পারে না। করোনার পর বই পড়ার মানসিকতা অনেক বেড়েছে তবে গ্রামগঞ্জের লাইব্রেরীগুলোতে কর্মী অপ্রতুলতার জন্য বন্ধ থাকলেও বর্তমানে চেষ্টা করা হচ্ছে সেসব বন্ধ লাইব্রেরী খোলার।

  • দূর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের ২৪ তম প্রতিষ্ঠা দিবস পালন।

    দূর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের ২৪ তম প্রতিষ্ঠা দিবস পালন।

    আলোক চক্রবর্তী / পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর:-দূর্গাপুরের বিধাননগরে এস কে এস গ্রুপ ২৪ বছর আগে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বিভাগ দিয়ে শুরু হয়েছিল বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। নয়ডা এবং মথুরার পর দূর্গাপুরের বিধাননগরে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছিল এস কে এস গ্রুপ অফ ইনস্টিটিউট ২০১১ সালের পর বিভিন্ন জায়গায় ১৫ টা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে যারমধ্যে দুটো বেসরকারি মেডিক্যাল কলেজ ইতিমধ্যেই তৈরী হয়ে গেছে তৃতীয়টা দূর্গাপুরে খুলতে চলেছে। ইতিমধ্যে দূর্গাপুরের এই মেডিক্যাল কলেজের আউটডোর চালু হয়ে চিকিৎসা করা হচ্ছে। আজকের স্থাপনা দিবসে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করলেন আসানসোল দূর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্ট অতিথিরা। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় প্রতিষ্ঠা দিবসে।

  • তিলোত্তমার বিচারের দাবিতে বিজেপির লিগ্যাল সেলের আইনজীবীদের বিক্ষোভ।

    তিলোত্তমার বিচারের দাবিতে বিজেপির লিগ্যাল সেলের আইনজীবীদের বিক্ষোভ।

    আলোক চক্রবর্তী আসানসোল:- মঙ্গলবার আসানসোল আদালত চত্বরে বিজেপির লিগ্যাল সেলর আইনজীবীরা জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জীর নেতৃত্বে বিক্ষোভ দেখান। আইনজীবীদের দাবি অবিলম্বে মূখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী বলেন আর জি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে গতকাল থেকে জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং আগামী দিনে দেশের জনগণ মেয়ের বাবা মা রা ন্যায় বিচারের দাবিতে পথে নামবেন, গতকাল এই ঘটনায় একজন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ধরা পড়েছেন আগামী দিনে আরো নেতৃত্ব ধরা পড়বে।

  • ২৪ ঘন্টা পার খোঁজ পাওয়া গেল না নিখোঁজ ছাত্রীর।

    ২৪ ঘন্টা পার খোঁজ পাওয়া গেল না নিখোঁজ ছাত্রীর।

    আলোক চক্রবর্তী আসানসোল,:-সোমবার দুপুর থেকে স্কুল থেকে নিঁখোজ গঙ্গা সাগর খরবারের মেয়ে দিব্যা কুমারী খরবার সে সেন্ট ম্যারী গরেটো স্কুলের নবম শ্রেণির ছাত্রী ২৪ ঘন্টা পার হয়ে গেলেও আসানসোল দক্ষিণ থানার থেকে কোন সদুত্তর না পাওয়াতে এলাকাবাসীরা আসানসোল দক্ষিণ থানার ফাঁড়িতে বিক্ষোভ দেখান। মেয়ের বাবা জানান সোমবার দুপুর একটা চল্লিশ মিনিটে স্কুল ছুটি হয় প্রত্যেকদিনের মতো তিনি মেয়েকে নিতে আসেন কিন্তু সবাই চলে গেলেও তার মেয়ে আসে নি তিনি স্কুলের কতৃপক্ষকে জানাবার পর সিসি ফুটেজ দেখে তার কোন ছবি দেখা যায় নি তিনি ভাবলেন হয়তো তার মেয়ে সেন্ট ম্যারি গরেটো স্কুলের অন্য গেট দিয়ে চলে গেছে বাড়ীতে ফোন করে জানতে পারে মেয়ে বাড়ী ফিরে নি। আসানসোল দক্ষিণ থানার ফাঁড়িতে অভিযোগ জানানো হয় কিন্তু ২৪ ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ থেকে কোন জবাব না আসাতে এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। মেয়ের মা তার মেয়ের দুজন বন্ধুর উপর সন্দেহ হওয়াতে তাদের ফোন নং দিলেও কোন পদক্ষেপ গ্রহণ করতে ব্যার্থ পুলিশ প্রশাসন। মেয়ের বাবা এবং মা এর একটাই জিজ্ঞাসা তার মেয়ে স্কুল আর বাড়ী ছাড়া অন্য কোথাও যেত না সে হঠাৎ করে কোথায় যাবে।পুলিশ প্রশাসন থেকে তদন্ত শুরু হয়েছে এবং আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি মেয়েকে পাওয়া যাবে।

  • আরজিকর ঘটনা নিয়ে যখন সঞ্জীব ঘোষ আর্থিক দুর্নীতি ঘটনায় উত্তাল রাজ্য। তখন খোঁজ পাওয়া গেল তার মামা গৌতম সরকারের ।

    আরজিকর ঘটনা নিয়ে যখন সঞ্জীব ঘোষ আর্থিক দুর্নীতি ঘটনায় উত্তাল রাজ্য। তখন খোঁজ পাওয়া গেল তার মামা গৌতম সরকারের ।

    আরজিকর ঘটনা নিয়ে যখন সঞ্জীব ঘোষ আর্থিক দুর্নীতি ঘটনায় উত্তাল রাজ্য। তখন খোঁজ পাওয়া গেল তার মামা গৌতম সরকারের ।
    যিনি আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত দক্ষিণ থানার এলাকার বাসিন্দা।
    গৌতম বাবু বলেন , তার তখন বিয়ে হয়নি সেই সময় তার ভাগ্নে রামকৃষ্ণ মিশনে ভর্তি হওয়ার তাগিদে ক্লাস সেভেনে কলকাতা থেকে চলে আসে আসানসোলে।
    পড়াশোনায় সুদক্ষ এবং পদ্য ও গদ্য লেখার ব্যাপারে পারদর্শী ছিলেন তার ভাগ্নে।
    মামার বাড়ির জানা গেছে বর্তমানে তারা এখন অসহায় । সন্দীপ ঘোষের মামিমা
    তার কথায় গৌতম বাবু ক্যান্সার রোগে আক্রান্ত এটা জানার পর সন্দীপ বাবুর মোবাইল নাম্বার জোগাড় করে । মোবাইল নাম্বার জোগাড় করে ভাগ্নের অর্থাৎ সন্দীপ ঘোষ গত মার্চ মাসে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন আরজি করে ।

  • सकंतोरिया  मुख्यालय में आसनसोल के सैकड़ों ठेकेदार कर्मचारी एनएफआईटीयू में शामिल हुए।

    सकंतोरिया  मुख्यालय में आसनसोल के सैकड़ों ठेकेदार कर्मचारी एनएफआईटीयू में शामिल हुए।

    पब्लिक न्यूज ब्यूरो :–आज नेशनल फ्रंट ऑफ इंडियन ट्रेड यूनियन एनएफआईटीयू के नेतृत्व में ईसीएल के सांकटोरिया स्थित मुख्यालय में आसनसोल के सैकड़ों ठेकेदार कर्मचारी एनएफआईटीयू में शामिल हुए। इस मौके पर आने वाले दिनों में ईसीएल के ठेकेदार मजदूरों के दुर्गा पूजा बोनस और कुछ अन्य मुद्दों पर चर्चा की गई.। इनका कहना था कि इन सब मुद्दों पर उचित व्यवस्था नहीं होने पर ईसीएल मुख्यालय का घेराव किया जायेगा.
    उक्त श्रमिक संघ की बैठक में एनएफआईटीयू के प्रदेश अध्यक्ष बुम्बा मुखर्जी
    पार्षद अभिजीत अचार्जी ईसीएल ठेकेदार श्रमिक संघ के नेता आदि उपस्थित थे

  • এন এফ আই টি ইউতে ঠীকা মজদুর যোগ দিল।

    এন এফ আই টি ইউতে ঠীকা মজদুর যোগ দিল।

    আলোক চক্রবর্তী আসানসোল:-মঙ্গলবার সকালে সাঁকতোড়িয়াতে কেন্দ্রীয় শ্রমিক সংঘটনে শতাধিক ঠীকা মজদুর যোগদান করলেন। মঙ্গলবার সকালে সাঁকতোড়িয়াতে ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন বা এন এফ আই টি ইউ এক সভার আয়োজন করেছিল এই সভায় উপস্থিত ছিলেন এন এফ আই টি ইউর রাজ্য সভাপতি বুম্বা মুখার্জি, ইসিএলের ঠীকাদার মজদুর ইউনিয়নের নেতা অভিজিৎ আচার্য সহ বিভিন্ন নেতৃত্ব। এই অনুষ্ঠানে আগামী দিনে পূজোর বোনাস সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ইসিএলের পক্ষ থেকে কোন ব্যাবস্থা গ্রহণ না করা হলে সাঁকতোড়িয়া মূখ্য কার্যালয় ঘেরাও করা হবে।

  • বাড়ীর লোকের অবর্তমানে ভয়াবহ চুরি ছোটদিঘারীতে।

    বাড়ীর লোকের অবর্তমানে ভয়াবহ চুরি ছোটদিঘারীতে।

    আলোক চক্রবর্তী বার্ণপর:-হীরাপুর থানার ছোট দিঘারীর বাসিন্দা বৈদ্যনাথ দত্ত শারীরিক অসুস্থতার কারণে বিগত দুই দিন ধরে দূর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তার সেবা করতে বাড়ীর সবাই হাসপাতালে ছিলেন মঙ্গলবার সকালে বাড়ী এসে দেখেন তাদের ঘরে তালা ভেঙে, আলমারি ভেঙে সব জিনিসপত্র চারিদিকে ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে সর্বস্য চুরি হয়ে গেছে। বাড়ীতে ১৪ / ১৫ ভরি সোনার গয়না এবং ৩৫ লক্ষ টাকা নিয়ে চলে গেছে বলে জানান জামাই গণেশ গড়াই। পুলিশকে খবর দিলে পুলিশ এসে সব তথ্য সংগ্রহ করে নিয়েছে।

  • নিউটাউনে কোয়ার্টার খালি করতে গিয়ে উত্তেজনা, খালি হাতে ফিরে গেল ইস্কো কতৃর্পক্ষ।

    নিউটাউনে কোয়ার্টার খালি করতে গিয়ে উত্তেজনা, খালি হাতে ফিরে গেল ইস্কো কতৃর্পক্ষ।

    আলোক চক্রবর্তী বার্ণপুর:-মঙ্গলবার ইস্কো কতৃর্পক্ষ নিউটাউনে কোয়ার্টার খালি করতে গেলে এলাকার বাসিন্দারা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান এবং এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। এলাকাবাসীদের বক্তব্য খাটাল খালি না করলে তারা কোয়ার্টার খালি করবে না ইতিপূর্বেই ইস্কো কতৃর্পক্ষকে খাটাল খালি করার কথা বলা হয়েছিল কিন্তু কতৃর্পক্ষ খাটাল খালি না করে কোয়ার্টার খালি করার জন্য চাপ দিচ্ছে। যতদিন খাটাল খালি না করা হচ্ছে ততদিন তারা কোয়ার্টার খালি করবে না। অন্যদিকে ইস্কো কতৃর্পক্ষর বক্তব্য ইস্কো কারখানার আধুনিকিকরণের জন্য প্রচুর কর্মী আসবে তাদের থাকার জন্য কোয়ার্টার দরকার নিউটাউনে কোয়ার্টার গুলো দখল করে রেখে দিয়েছে সেসব খালি করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এলাকাবাসীরা বাধা দিচ্ছে তাদের দাবি খাটাল উচ্ছেদ করতে হবে। তারা কতৃপক্ষ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা বলে খাটাল উচ্ছেদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা করা হবে।

  • आरजी कर मामले को लेकर  आसनसोल अदालत परिसर में BJP लीगल सेल की ओर से मुख्यमंत्री,  ममता बनर्जी से त्यागपत्र की मांग पर विरोध प्रदर्शन

    आरजी कर मामले को लेकर  आसनसोल अदालत परिसर में BJP लीगल सेल की ओर से मुख्यमंत्री,  ममता बनर्जी से त्यागपत्र की मांग पर विरोध प्रदर्शन

    अमित कुमार गुप्ता आसनसोल:–आरजी कर मामले को लेकर मंगलवार आसनसोल अदालत परिसर में भाजपा लीगल सेल की ओर से मुख्यमंत्री, पुलिस मंत्री और स्वास्थ्य मंत्री ममता बनर्जी से त्यागपत्र देने की मांग पर विरोध प्रदर्शन किया गया। भाजपा जिलाध्यक्ष बप्पादित्य चटर्जी ने कहा कि भाजपा की दफा एक दावी एक अविलंब मुख्यमंत्री का अपने पद से इस्तीफा चाहिए। राज्य की तृणमूल कांग्रेस की सरकार आरजी कर के दोषियों को बचाना चाहती है जो भाजपा होने नहीं देंगी। जबतक दोषियों को फांसी की सजा नहीं होती और ममता बनर्जी त्यागपत्र नहीं देती है तब तक भाजपा का आंदोलन चलता रहेगा। राज्य में कानून व्यवस्था पूरी तरह चरमरा गई है। कहीं लूट तो कहीं महिला से दुष्कर्म व हत्या का सिलसिला जारी है। उन्होंने कहा कि बीते चार सितंबर को भाजपा के सभी मंडलों द्वारा सड़क पर बैठ कर धरना प्रदर्शन किया जाएगा। वहीं दूसरी ओर ग्रामीण क्षेत्रों में सभी बीडीओ कार्यालय का घेराव व ज्ञापन सौंपा जाएगा। मौके पर पीयूष कांति गोस्वामी सहित व्यापक संख्या में भाजपा लीगल सेल के सदस्य उपस्थित थे।