
পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল :–দুর্গাপুরে দিল্লির বাসিন্দা ব্যবসায়ীর কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যতম অভিযুক্ত রূপনারায়নপুরের ফকরাডির বাসিন্দা পৃথ্বীরাজ অসওয়াল ও হঠাৎ কলোনির বাসিন্দা অজয় দাসের বাড়িতে বুধবার দুপুরে আসে রাজ্য পুলিশের ফরেনসিক দল। এই দলের সঙ্গে ছিলেন দুর্গাপুর থানা ও সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ।


জানা গেছে, কোটি টাকা ছিনতাইয়ের ঘটনার তদন্তে আরো সূত্র পেতে পৃথ্বীরাজ অসওয়াল ও অজয় দাসের বাড়ি থেকে বিশেষ কিছু নমুনা সংগ্রহ করতে এদিন পুলিশ ও রাজ্য ফরেনসিকের দল আসে। তদন্তের স্বার্থে পুলিশের তরফে দুই ব্যবসায়ীর দুটি বাড়ি সিল করে দেওয়া হয়। এদিন একইসঙ্গে সালানপুর থানার উত্তরামপুর জিৎপুরের নেতাজি কলোনিতে পৃথ্বীরাজ অসওয়ালের এক কারখানাতেও যায় ফরেনসিক দল ও পুলিশ। সেখান থেকেও কিছু বিশেষ তথ্য ও নমুনা সংগ্রহ করে পুলিশ ও ফরেনসিক দল বলে জানা গেছে।

Leave a Reply