


পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:- প্রত্যেক বছর নুনিয়া নদীর কারণে রেলপারের বিস্তৃন এলাকা জলমগ্ন হয়ে যায়, বিগত তিনদিন ধরে অবিরাম বৃষ্টির কারণে রেলপারের বিস্তৃন এলাকা জলমগ্ন হয়ে গেছে অনেকে নিজেদের বাড়ী ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে কার্যত বন্যার চেহারা নিয়েছে রেলপারের বিস্তৃন এলাকা, রেলপারের হাজি কদম রসুল স্কুলের ভেতর জল ঢুকে গেছে এমনকি স্কুলে যাবার রাস্তা জলের তলায় চলে গেছে।

বাবুয়া তলার সেতুর উপর দিয়ে জলের স্রোত চলে যাচ্ছে, রেলপারের জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে জনগণ বাইরে বার হতে পারছে না, কসাই মহল্লা জলমগ্ন হয়ে গেছে। কসাই মহল্লার সেতুর প্রায় রাস্তা ছুঁয়ে জল যাচ্ছে। তিন দিনের অবিরাম বৃষ্টি তারসাথে ডিভিসি থেকে জল ছাড়ার ফলে নীচু এলাকা প্লাবিত হয়ে গেছে। প্রত্যেক বছর আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে গাড়ুই নদী সংস্কার করার কথা বললেও সংস্কার না হবার কারণে রেলপারের জল বার হতে বাধাপ্রাপ্ত হওয়াতে রেলপারে বিস্তৃন এলাকা জলমগ্ন হয়ে যায়।




































