Category: Breaking News

Breaking News

  • রেলপারের বিস্তৃন এলাকা জলমগ্ন, বন্যার পরিস্থিতি।

    রেলপারের বিস্তৃন এলাকা জলমগ্ন, বন্যার পরিস্থিতি।

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:- প্রত্যেক বছর নুনিয়া নদীর কারণে রেলপারের বিস্তৃন এলাকা জলমগ্ন হয়ে যায়, বিগত তিনদিন ধরে অবিরাম বৃষ্টির কারণে রেলপারের বিস্তৃন এলাকা জলমগ্ন হয়ে গেছে অনেকে নিজেদের বাড়ী ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে কার্যত বন্যার চেহারা নিয়েছে রেলপারের বিস্তৃন এলাকা, রেলপারের হাজি কদম রসুল স্কুলের ভেতর জল ঢুকে গেছে এমনকি স্কুলে যাবার রাস্তা জলের তলায় চলে গেছে।

    বাবুয়া তলার সেতুর উপর দিয়ে জলের স্রোত চলে যাচ্ছে, রেলপারের জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে জনগণ বাইরে বার হতে পারছে না, কসাই মহল্লা জলমগ্ন হয়ে গেছে। কসাই মহল্লার সেতুর প্রায় রাস্তা ছুঁয়ে জল যাচ্ছে। তিন দিনের অবিরাম বৃষ্টি তারসাথে ডিভিসি থেকে জল ছাড়ার ফলে নীচু এলাকা প্লাবিত হয়ে গেছে। প্রত্যেক বছর আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে গাড়ুই নদী সংস্কার করার কথা বললেও সংস্কার না হবার কারণে রেলপারের জল বার হতে বাধাপ্রাপ্ত হওয়াতে রেলপারে বিস্তৃন এলাকা জলমগ্ন হয়ে যায়।

  • पाण्डेशवर डालुरबांध 8 नंबर में महिला का शव घर के अंदर खुन से लथपथ मिला।

    पाण्डेशवर डालुरबांध 8 नंबर में महिला का शव घर के अंदर खुन से लथपथ मिला।

    पब्लिक न्यूज़ मंथन पसवान पाण्डेशवर –: पाण्डेशवर के डालुरबांध 8 नंबर काॅलौनी में आवास के अंदर बिस्तर के बगल में फर्श पर बुलबुल देवी की शव खुन से लथपथ पड़ा हुआ पाये जाने से सनसनी फैल गई. गर्दन के बायीं ओर गलाकटा हुआ पाया गया साथ-हीं खून बह रहा था । पडोसियों के अनुसार बुलबुल देवी की हत्या उसकी दुसरी पति अशोक पासवान ने गला काटकर कर दिया और फरार हो गया।

    घटना के संबंध में भाजपा मंडल 1 के अध्यक्ष बब्लू घोष ने बताया की हमे जो जानकारी है। बुलबुल देवी दलुरबांध कोलियरी में स्थायी मजदूर के रूप में काम करती थी। कुछ साल पहले उनकी पति का मृत्यु हो जाने के बाद बुलबुल देवी को वह नौकरी उनके पति की मृत्यु के कारण मिली थी। बुलबुल देवी ने अपने पति की मृत्यु के बाद ईसीएल की सेवा में आने के बाद अशोक पासवान नाम के व्यक्ति से शादी कर ली थी। जिससे उनका एक बच्चा भी है. अचानक बुलबुल देवी का रक्तरंजित शव उनके ईसीएल आवास में मिला. घटना के बाद से मृतिका के दूसरे पक्ष का पति अशोक पासवान फरार है। फिलहाल पुलिस अभी इसमें जानकारी जुटा रही है। उसके बाद पुलिस शव को अपने कब्जे में कर आसनसोल जिला अस्पताल पोस्टमार्टम के लिए भेज दिया है।

  • পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ইসিএলের আবাসন থেকে উদ্ধার হল ১ মহিলার মৃতদেহ। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছে যান পাণ্ডবেশ্বর থানা পুলিশ।

    পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ইসিএলের আবাসন থেকে উদ্ধার হল ১ মহিলার মৃতদেহ। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছে যান পাণ্ডবেশ্বর থানা পুলিশ।

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী পাণ্ডবেশ্বর:-পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ইসিএলের আবাসন থেকে উদ্ধার হল ১ মহিলার মৃতদেহ। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছে যান পাণ্ডবেশ্বর থানা পুলিশ।এলাকাবাসী সুত্রে জানা গিয়েছে মহিলার গলাতে রক্তের দাগ ও আঘাতের চিহ্ন রয়েছে, সেই হেতু মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনাটি ঘটেছে কেন্দ্রা পঞ্চায়েতের ডালুর বন্ধ ৮ নম্বর ইসিএলর আবাসন এলাকায়। পাণ্ডবেশ্বর ব্লকের কেন্দ্রা পঞ্চায়েতের ডালুরবাঁধ ৮ নম্বর ইসিএলর আবাসন এলাকা থেকে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ। মৃতের নাম বুলবুল দেবী (৪৪) বছর বয়স জানা গেছে।

    আবাসনের ভিতর থেকে রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দেহটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায় । স্থানীয় সূত্রে জানা যায়,আবাসনের ভেতর খাটের পাশে মেঝের উপর পড়েছিল বুলবুল দেবীর দেহ। গলার বাঁদিকে আঘাতের চিহ্নের পাশাপাশি রক্তের ছাপও রয়েছে। যার ফলে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য প্রতিবেশী সূত্রে জানা যায় বুলবুল দেবীর স্বামী ডালুরবাঁধ কোলিয়ারিতে স্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন।

    তিনি কয়েক বছর আগে মারা যান। স্বামীর মৃত্যুর কারণে সেই চাকরি পান বুলবুল দেবী। তিনি ডালুরবাঁধ সাইডিং এর কর্মরত ছিলেন। এখন পুলিশ এই বিষয়ে কোনো মুখ খুলতে চান নি তিনি বললেন এটা তদন্ত বিষয় আমরা তদন্ত শুরু করেছি কি কারণে খুন হয়েছে সেটা জানার চেষ্টা করছি। তারপরে ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে পুলিশ আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। রাত্রি ৯ টা পর্যন্ত বিষয়টি নিয়ে থানাতে কোন লিখিত অভিযোগ হয়নি বলে খবর। পুলিশ এখনো পর্যন্ত জানতে পারিনি কি কারনে এই খুব কিংবা আত্মঘাতী এই রহস্যটা মিটাবার চেষ্টা করছে পুলিশ।

  • রাণীগঞ্জের সাহেবগঞ্জের মোড়ে ভাঙা বাড়ীর দেওয়াল পড়ে গিয়ে মৃত দুই, উত্তেজনা।

    রাণীগঞ্জের সাহেবগঞ্জের মোড়ে ভাঙা বাড়ীর দেওয়াল পড়ে গিয়ে মৃত দুই, উত্তেজনা।

    পাবলিক নিউজঃ ডেস্ক /আলোক চক্রবর্তী আসানসোল :-শণিবার দুপুরে বৃষ্টির মধ্যে রাণীগঞ্জ থানার সাহেবগঞ্জের মোড়ে কোল মাইনসের ভাঙা বাড়ীর থেকে লোহা বার করার সময় হঠাৎ বাড়ীটা পড়ে যাওয়াতে বাড়ী চাপা পড়ে মারা যায় ১৯ বছরের রাজীব দাস এবং২০ বছরের সীতারাম বাউড়ী।

    এলাকাবাসীদের বক্তব্য জাতীয় সড়ক সম্প্রসারণের কারণে রাস্তার পাশে সব বাড়ী ভেঙে ফেলা হচ্ছে এবং জাতীয় সড়ক কতৃপক্ষর থেকে ক্ষতিপূরন বাবদ অর্থও দিয়ে দেওয়া হয়েছে কোল মাইনস কতৃপক্ষকে ক্ষতিপূরণের পয়সা দেওয়া হলেও বাড়ীটা সম্পূর্ণ ভাবে ভাঙ্গে নি শণিবার এলাকার দুই যুবক ভাঙা বাড়ীর মধ্যে ঢুকে লোহাগুলো বার করার চেষ্টা করছিল সেইসময় হঠাৎ বাড়ীটা সম্পূর্ণ ভাবে ভেঙে পড়ে যাওয়াতে দুই যুবক চাপা পড়ে গেলে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

    কোল মাইনসের গাফিলতির কারনে ঘটনা হওয়াতে এলাকাবাসীরা কোল মাইনসের আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান মুহূর্তে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় খনি সুরক্ষা কর্মীরা কোনরকমে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

  • রবিবার থেকে চালু / পূর্ব রেলের আসানসোল ডিভিশন পাচ্ছে আরো দুটি বন্দে ভারত এক্সপ্রেস

    রবিবার থেকে চালু / পূর্ব রেলের আসানসোল ডিভিশন পাচ্ছে আরো দুটি বন্দে ভারত এক্সপ্রেস

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:–আরো দুটি ” বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন” পাচ্ছে পূর্ব রেলের আসানসোল রেল ডিভিশন। এই দুটি ট্রেনই আসানসোল ডিভিশনের উপর দিয়ে চলবে বলে জানা গেছে।
    এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বা সিপিআরও কৌশিক মিত্র বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনগুলির “ফ্ল্যাগ অফ” করে শুভ সূচনা করবেন। এর মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে হাওড়া ও গয়ার মধ্যে। অন্যটি আসানসোল রেল ডিভিশনের দেওঘর থেকে বারানসি পর্যন্ত চলবে। হাওড়া গয়া বন্দে ভারত ট্রেনটি বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলবে। ট্রেনটি সকাল ৬ টা বেজে ৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। এই ট্রেন দুর্গাপুর থেকে ৮ টা বেজে ২৮ মিনিট ও আসানসোল থেকে ৮ টা বেজে ৫৩ মিনিটে ছাড়বে।

    একইভাবে ধানবাদে ৯টা বেজে ৪৩ মিনিট , পরেশনাথে ১০টা বেজে ১৩ মিনিট ও কোডারমায় ১০ টা বেজে ৫৮ মিনিটে ছেড়ে গয়ায় পৌঁছাবে ১২টা বেজে ৩০ মিনিটে। একইসাথে ফেরার সময় এই ট্রেনটি গয়া থেকে ছাড়বে বিকেল ৩টে বেজে ১৫ মিনিটে। ধানবাদে সন্ধ্যে ৬ টায় , আসানসোল ৬টা বেজে ৪৮ মিনিট , দুর্গাপুরেট ৭টা বেজে ১১ মিনিটে ছেড়ে হাওড়া স্টেশনে ৯ টা বেজে ০৫ মিনিটে পৌঁছাবে । এই ট্রেনে ১৬ টি কামরা থাকবে।
    আরো একটি বন্দে ভারত ট্রেন একই দিনে আসানসোল ডিভিশনের দেওঘর ও বারাণসীর মধ্যে চলাচল শুরু করবে। এর ট্রেনের মাধ্যমে যাত্রীরা সরাসরি বৈদ্যনাথ ধাম থেকে বিশ্বনাথ ধাম যেতে পারবেন। এই ট্রেনটি বারাণসী থেকে সকাল ৬টায় ছাড়বে ও দেওঘর পৌঁছবে দুপুর ১ টা বেজে ৪০ মিনিটে। একইভাবে ট্রেনটি দেওঘর থেকে বিকাল ৩ টে বেজে ১৫ মিনিটে ছেড়ে বারাণসী পৌঁছাবে ১০টা বেজে ৩০ মিনিটে । মঙ্গলবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলবে এই বন্দে ভারত ট্রেনটি চলবে । এই ট্রেনটি জসিডি, কিউল, নওয়াদা, গয়া, সাসারাম ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে থামবে বলে রেল সূত্রে জানা গেছে।

  • দিল্লির রেলের ঠিকাদার মুকেশ চাওলার গাড়ি থেকে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতায়ের ঘটনায় চলতি মাসের ৬ তারিখ গ্রেপ্তার হয় বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের রাঁচি থেকে আরো একজনকে গ্রেফতার করে।

    দিল্লির রেলের ঠিকাদার মুকেশ চাওলার গাড়ি থেকে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতায়ের ঘটনায় চলতি মাসের ৬ তারিখ গ্রেপ্তার হয় বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের রাঁচি থেকে আরো একজনকে গ্রেফতার করে।

    পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর:– দিল্লির রেলের ঠিকাদার মুকেশ চাওলার গাড়ি থেকে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতায়ের ঘটনায় চলতি মাসের ৬ তারিখ গ্রেপ্তার হয় পুলিশের এসআই অসীম চক্রবর্তী, সিআইডির এসআই চন্দন চৌধুরী, বরখাস্ত হওয়া এইট ব্যাটেলিয়ানের কর্মী মৃত্যুঞ্জয় সরকার সহ ছয়জন। তদন্তের ভিত্তিতে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেফতার হয় আরো ১ জন। দুর্গাপুর থানা পুলিশ তদন্তের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের রাঁচি থেকে আরো একজনকে গ্রেফতার করে দুর্গাপুর আদালতে তাকে তুলে শুক্রবার একটাই । ধৃত ব্যক্তির নাম অঙ্কিত সিং। দুর্গাপুর থানার পুলিশ শুক্রবার দুপুর ১ টায় ধৃত কে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। পুলিশ হেফাজত নিয়ে তার কাছে পুলিশ জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু জানার চেষ্টার জন্য দুর্গাপুর আদালতে বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন।

  • (डीएसपी) की जमीन पर अतिक्रमण कर बनाए गए अवैध निर्माण को विरोध के बीच गुरुवार को डीएसपी अधिकारियों ने ध्वस्त कर दिया।

    (डीएसपी) की जमीन पर अतिक्रमण कर बनाए गए अवैध निर्माण को विरोध के बीच गुरुवार को डीएसपी अधिकारियों ने ध्वस्त कर दिया।

    पब्लिक न्यूज़ ब्यूरो दुर्गापुर :– दुर्गापुर इस्पात नगरी के ए-जोन में रामकृष्ण एवेन्यू पर दुर्गापुर स्टील प्लांट (डीएसपी) की जमीन पर अतिक्रमण कर बनाए गए अवैध निर्माण को विरोध के बीच गुरुवार को डीएसपी अधिकारियों ने ध्वस्त कर दिया। इस दिन, डीएसपी और सीआईएसएफ बल ने मौके पर आकर अवैध रूप से निर्मित कंक्रीट स्लैब सहित कई निर्माणों को चिन्हित किया अवैध निर्माणों को बुलडोजर से ध्वस्त कर दिया गया, साथ ही अवैध रूप से बनी कई दुकानों को भी ध्वस्त कर दिया गया।


    कुछ लोग इसका विरोध कर रहे थे इससे थोड़ा हंगामा भी हुआ लेकिन डीएसपी का बुलडोजर नहीं रुक अवैध निर्माण को पूरी तरह से व्यस्त कर दिया गया अधिकारियों ने कहा कि पहले ही नोटिस दिया गया था लेकिन जब अवैध निर्माण नहीं हटाया गया तब कार्रवाई की गई। गौरतलब है कि दुर्गापुर के विभिन्न हिस्सों में डीएसपी द्वारा अवैध कब्जे के खिलाफ लगातार अभियान चलाया जा रहा है।

  • ECL में नवनियुक्त कर्मी से रिश्वत लेने के मामले में आसनसोल CBI विशेष अदालत के न्यायाधीश राजेश चक्रवर्ती ने ECL कर्मी संदीप साधु को दोषी पाया और 10 साल का जेल तथा 50,000 रुपये जुर्माने की सजा सुनाई

    ECL में नवनियुक्त कर्मी से रिश्वत लेने के मामले में आसनसोल CBI विशेष अदालत के न्यायाधीश राजेश चक्रवर्ती ने ECL कर्मी संदीप साधु को दोषी पाया और 10 साल का जेल तथा 50,000 रुपये जुर्माने की सजा सुनाई

    पब्लिक न्यूज़ ब्यूरो आसनसोल : –ईसीएल में नवनियुक्त कर्मी से रिश्वत लेने के मामले में आसनसोल सीबीआई विशेष अदालत के न्यायाधीश राजेश चक्रवर्ती ने ईसीएल कर्मी संदीप साधु को दोषी पाया और 10 साल जेल तथा 50,000 रुपये जुर्माने की सजा सुनाई। जुर्माना न देने पर 6 माह की अतिरिक्त सजा भुगतनी होगी। करीब 6 साल तक मामला चला। इस मामले में दो और आरोपी थे लेकिन वह बाद में बरी हो गए ।

    सीबीआई सूत्रों के अनुसार, आसनसोल नॉर्थ थाना अंतर्गत काखोया गांव निवासी संदीप साधु ईसीएल मुख्यालय सांकतोड़िया के डिस्पैच विभाग का कर्मी है। उसे पर आरोप लगा था कि उड़ीसा के झारसुगुड़ा के युवक अजय दास से नौकरी ज्वाइन करने से पहले एक लाख की रिश्वत मांगी थी । अजय ने सीबीआई को इसकी सूचना दी इसके बाद जाल बिछाकर संदीप पर सीबीआई ने कार्रवाई की थी । हालांकि अजय की बाद में मौत हो गई।

    मालूम हो कि आसनसोल सीबीआई कोर्ट में कुल 13 गवाहों ने गवाही दी थी।
    सीबीआई ने तीनों आरोपियों के खिलाफ पीसी एक्ट की धारा 7/8, 13(1)(डी), आर/डब्ल्यू 13/2 और भारतीय दंड संहिता की 120/बी के तहत मामला दर्ज किया।
    सीबीआई के वकील राकेश कुमार सिंह ने बंगाल मिरर को बताया कि ईसीएल के इस कर्मचारी को 3 मई 2018 को 50 हजार रुपये रिश्वत लेते हुए रंगे हाथ पकड़ा गया था। फिर आरोप पत्र न्यायालय में समर्पित किया गया। संदीप साधु के अधिवक्ता का कहना है कि वह इस फैसले के विरोध में उच्च न्यायालय का दरवाजा खटखटाएंगे।

  • আসানসোল দক্ষিণ থানা অদূরে মোবাইলের দোকানে শাটার ভেঙে চুরি

    আসানসোল দক্ষিণ থানা অদূরে মোবাইলের দোকানে শাটার ভেঙে চুরি

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:- আসানসোল দক্ষিণ থানা থেকে অদূরে জিটি রোডের রাহা লেনের ব্যানার্জি ভবনে একটি মোবাইল দোকানের শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। বৃহস্পতিবার সকালে আশপাশের দোকানদাররা ঐ দোকানের শাটার ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তা দেখে তারা দোকান মালিক সুমিত দোকানিয়াকে জানান। বুধবার রাতে কোন এক সময় এই চুরির ঘটনাটি ঘটেছে।

    শাটার ভাঙ্গার খবর পেয়ে দোকানের মালিক ও কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছান। তারাও এসে দোকানের শাটার ভাঙ্গা দেখতে পান। ঘটনার খবর আসানসোল দক্ষিণ থানার পুলিশকে দেওয়া হয়। সেই খবর পেয়ে পুলিশ এলাকার পৌঁছায়। জানা গেছে, দোকান থেকে দামী মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম চুরি হয়েছে বলে জানা গেছে। অভিযোগ পেয়ে, পুলিশ মামলার তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।

    এই চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
    দোকান মালিক জানান, বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে। বুধবার রাতে আমি অন্য দিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। এদিন সকালে চুরির ঘটনার কথা আমাকে জানান দোকানিরা। খবর পেয়ে আমি আসি। অন্যান্য ব্যবসায়ীরাও আসেন। পুজোর আগে দোকানের শাটার ভেঙ্গে এই ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
    পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

  • ১৬ সেপ্টেম্বর নবী দিবসের শোভাযাত্রা নিয়ে আলোচনা হীরাপুর থানায়।

    ১৬ সেপ্টেম্বর নবী দিবসের শোভাযাত্রা নিয়ে আলোচনা হীরাপুর থানায়।

    পাবলিক নিউজঃ ডেস্ক/আলোক চক্রবর্তী আসানসোল:-বৃহস্পতিবার বিকালে হীরাপুর থানায় আগামী ১৬ সেপ্টেম্বর মুসলিম সম্প্রদায়ের ধর্ম গরুর জন্মদিন উপলক্ষে বিশাল শোভাযাত্রা বার করা হবে তার প্রাক্কালে এক আলোচনার আয়োজন করা হয়। নবী দিবস উপলক্ষে শোভাযাত্রা বার্ণপুরের জামা মসজিদ থেকে বার হয়ে বার্নপুরের বাস স্ট্যান্ডে আসবে সেখানে আরো দুটো শোভাযাত্রা আসার পর একসাথে তিনটা শোভাযাত্রা বার্ণপুরের বিভিন্ন জায়গা প্রদিক্ষন করবে। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন হীরাপুর থানার আধিকারিক সহ আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ঈপ্সিতা দত্ত সহ বিভিন্ন আধিকারিকরা।