

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:-সোমবার বিজেপির মহিলা মোর্চার ডাকে সারা রাজ্যে থানা শুদ্ধিকরণ করা হয়। আসানসোলে জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জীর নেতৃত্বে মহিলারা ঝাঁটা হাতে থানা শুদ্ধিকরণ করলেন। মহিলা মোর্চার সদস্যা শিবাণী চ্যাটার্জী জানান থানা শুদ্ধিকরণ অনুষ্ঠানে দুর্নীতিকে ঝেঁটিয়ে বিদায় করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, পুলিশ মন্ত্রী মহিলা হয়ে যে দুর্নীতি করছেন তার অপসারণ, রাজ্য থেকে দুর্নীতি বিদায় করার দাবি পুলিশ প্রশাসন থানাতে বসে একটার পর একটা দুর্নীতি করে যাচ্ছেন আগে কোন অপরাধ করলে জনগণ পুলিশের দ্বারস্থ হতো সঠিক বিচারের জন্য কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসন থানাকে দুর্নীতির আখড়া বানিয়েছেন এখানে আসলে বিচার পাওয়া যায় না।


বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী জানান সোমবার রাজ্য জুড়ে মহিলা মোর্চার সদস্যারা ঝাঁটা হাতে থানা শুদ্ধিকরণ অভিযানে নেমেছেন তাদের দাবি দূর্নীতির আখড়া পুলিশ সহ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ এবং সমাজ থেকে দুর্নীতি বিদায় করতে হবে। আর জি করের ঘটনার বিচারের শেষ হবার আগেই রাণীগঞ্জের কলেজে এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি করে কলেজের সিনিয়র ছেলে পুলিশ প্রশাসন জানা সত্ত্বেও এখনো পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করে নি তাই আগামী দিনে মমতা ব্যানার্জীর পদত্যাগের দাবিতে এবং বিচারের দাবিতে আন্দোলন চলবে।


































