Author: NewsEditor

  • সালানপুর ব্লক জুড়ে স্বচ্ছতায় সেবা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

    সালানপুর ব্লক জুড়ে স্বচ্ছতায় সেবা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

    পাবলিক নিউজঃ ডেস্ক/আলোক চক্রবর্তী সালানপুর:-সালানপুর ব্লক জুড়ে শুক্রবার দিন সমষ্টি উন্নয়ন কার্যালয় থেকে শুরু করে সালানপুর ব্লকের সমস্ত সরকারি অফিস ও গ্রাম পঞ্চায়েত গুলিতে অনুষ্ঠিত হলো স্বচ্ছতায় সেবা অনুষ্ঠানের।এদিন নিজের অফিস চত্বরে ঝাঁটা হাতে ঝাড়ু নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করলেন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান সহ সমস্ত দপ্তরের আধিকারিকরা।

    এদিন বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান আজ সমস্ত সরকারি দপ্তর,গ্রাম পঞ্চায়েত গুলি মিলে নিজেদের অফিস চত্বর ও আশেপাশে জমে থাকা নোংরা আবর্জনা গুলি পরিষ্কার করলাম।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষদের একটাই বার্তা দেওয়া হলো নিজেদের এলাকায় জমে থাকা নোংরা আবর্জনা গুলি পঞ্চায়েত ও ব্লক পরিস্কার করবেই।কিন্তু নিজেরাও এগিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করুন।সাধারণ মানুষদের সচেতন করতেই স্বচ্ছতায় সেবা অনুষ্ঠানের আয়োজন করা হলো।

  • দুর্গাপুরে ছিনতাই ঘটনায় গ্রেফতার রূপনারায়পুরের মহাবীর কলোনির এক যুবক

    দুর্গাপুরে ছিনতাই ঘটনায় গ্রেফতার রূপনারায়পুরের মহাবীর কলোনির এক যুবক

    পাবলিক নিউজঃ ডেস্ক /আলোক চক্রবর্তী সালানপুর:-দুর্গাপুরে ছিনতাই ঘটনায় গ্রেফতার রূপনারায়পুরের মহাবীর কলোনির এক যুবক।ধৃত যুবকের নাম গৌতম চট্টোপাধ্যায়।তাকে দুর্গাপুর থানার পুলিশ ১১ই সেপ্টেম্বর গ্রেফতার করে ১২ই সেপ্টেম্বর আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।ধৃত গৌতমের সাথে অজয় দাসের সম্পর্ক ছিল বলে পুলিশ জানতে পেরেছে । তাছাড়াও এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুর্গাপুর থানার পুলিশ রাঁচি থেকে এক ইট ভাটার মালিক অঙ্কিত সিংকেও গ্রেফতার করেছে।
    জানা যায় দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলা এই ছিনতাই কাণ্ডের অন্যতম মাথা মধুসূদন বাগের যে একাউন্টে ৫০ লক্ষ টাকা পাঠিয়েছিলেন।

    সেটি ব্যাংক অফ ইন্ডিয়ার কল্যাণী শাখায় মধুসূদনের কল্যাণী ভান্ডার নামের অ্যাকাউন্টে জমা পড়ে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ মধুসূদনের বিভিন্ন কোম্পানির নামে নানান জায়গায় সাতটি ব্যাংক একাউন্টের হদিশ পেয়েছে।এদিকে এই ঘটনায় ব্যবহৃত গাড়িটিও পুলিশ আগেই বাজেয়াপ্ত করেছে। রূপনারায়ণপুর থেকে ওই গাড়িটি নিয়ে দিল্লির ব্যবসায়ী মুকেশ চাউলাকে বসিয়ে চালক অজয় দাস এবং সুরজ কুমার কলকাতা যাওয়ার পথে দুর্গাপুরে গাড়ি থেকে টাকার বাক্স নিয়ে পালিয়ে যায় বলে পুলিশ জানতে পেরেছে।যার সঙ্গে যোগাযোগ ছিল দুর্গাপুর থানার এক এ এস আই এর বলে অভিযোগ।পুলিশ এখনো কিছু জায়গায় তল্লাশি জারি রেখেছে বলে জানা যায়।

  • ২০২৫ র নির্বাচনী তালিকার সংশোধন / আসানসোলের মহকুমাশাসকের দপ্তরে তিন বিধানসভার সর্বদলীয় বৈঠক

    ২০২৫ র নির্বাচনী তালিকার সংশোধন / আসানসোলের মহকুমাশাসকের দপ্তরে তিন বিধানসভার সর্বদলীয় বৈঠক

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:–পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ ও কুলটি বিধানসভার নির্বাচনী তালিকার ( ইলেকট্রল রোল) ২০২৫ র প্রাক-সংশোধন ( প্রি রিভিশন) সংক্রান্ত বিষয়ে শুক্রবার একটি সর্বদলীয় বৈঠক বা অল পলিটিকাল পার্টি মিটিং হয়।

    আসানসোলের মহকুমাশাসকের ( সদর) দপ্তরের কনফারেন্স রুমে হওয়া রাজনৈতিক দলের এই বৈঠকে সভাপতিত্ব করেন মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য। এছাড়াও ছিলেন অন্যান্যরা আধিকারিকরা। নির্বাচন কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে ছিলেন। নির্বাচনী তালিকা নিয়ে কি করণীয় তা এদিনের বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের আলোকপাত করা হয়েছে বলে মহকুমাশাসক (সদর) জানিয়েছেন।

  • রবিবার থেকে চালু / পূর্ব রেলের আসানসোল ডিভিশন পাচ্ছে আরো দুটি বন্দে ভারত এক্সপ্রেস

    রবিবার থেকে চালু / পূর্ব রেলের আসানসোল ডিভিশন পাচ্ছে আরো দুটি বন্দে ভারত এক্সপ্রেস

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:–আরো দুটি ” বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন” পাচ্ছে পূর্ব রেলের আসানসোল রেল ডিভিশন। এই দুটি ট্রেনই আসানসোল ডিভিশনের উপর দিয়ে চলবে বলে জানা গেছে।
    এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বা সিপিআরও কৌশিক মিত্র বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনগুলির “ফ্ল্যাগ অফ” করে শুভ সূচনা করবেন। এর মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে হাওড়া ও গয়ার মধ্যে। অন্যটি আসানসোল রেল ডিভিশনের দেওঘর থেকে বারানসি পর্যন্ত চলবে। হাওড়া গয়া বন্দে ভারত ট্রেনটি বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলবে। ট্রেনটি সকাল ৬ টা বেজে ৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। এই ট্রেন দুর্গাপুর থেকে ৮ টা বেজে ২৮ মিনিট ও আসানসোল থেকে ৮ টা বেজে ৫৩ মিনিটে ছাড়বে।

    একইভাবে ধানবাদে ৯টা বেজে ৪৩ মিনিট , পরেশনাথে ১০টা বেজে ১৩ মিনিট ও কোডারমায় ১০ টা বেজে ৫৮ মিনিটে ছেড়ে গয়ায় পৌঁছাবে ১২টা বেজে ৩০ মিনিটে। একইসাথে ফেরার সময় এই ট্রেনটি গয়া থেকে ছাড়বে বিকেল ৩টে বেজে ১৫ মিনিটে। ধানবাদে সন্ধ্যে ৬ টায় , আসানসোল ৬টা বেজে ৪৮ মিনিট , দুর্গাপুরেট ৭টা বেজে ১১ মিনিটে ছেড়ে হাওড়া স্টেশনে ৯ টা বেজে ০৫ মিনিটে পৌঁছাবে । এই ট্রেনে ১৬ টি কামরা থাকবে।
    আরো একটি বন্দে ভারত ট্রেন একই দিনে আসানসোল ডিভিশনের দেওঘর ও বারাণসীর মধ্যে চলাচল শুরু করবে। এর ট্রেনের মাধ্যমে যাত্রীরা সরাসরি বৈদ্যনাথ ধাম থেকে বিশ্বনাথ ধাম যেতে পারবেন। এই ট্রেনটি বারাণসী থেকে সকাল ৬টায় ছাড়বে ও দেওঘর পৌঁছবে দুপুর ১ টা বেজে ৪০ মিনিটে। একইভাবে ট্রেনটি দেওঘর থেকে বিকাল ৩ টে বেজে ১৫ মিনিটে ছেড়ে বারাণসী পৌঁছাবে ১০টা বেজে ৩০ মিনিটে । মঙ্গলবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলবে এই বন্দে ভারত ট্রেনটি চলবে । এই ট্রেনটি জসিডি, কিউল, নওয়াদা, গয়া, সাসারাম ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে থামবে বলে রেল সূত্রে জানা গেছে।

  • रानीगंज सिटीजंस फोरम आज ADDA गेस्ट हाउस में आसनसोल के MP शत्रुघ्न सिन्हा से मुलाकात की कई समस्याओं को लेकर

    रानीगंज सिटीजंस फोरम आज ADDA गेस्ट हाउस में आसनसोल के MP शत्रुघ्न सिन्हा से मुलाकात की कई समस्याओं को लेकर

    पब्लिक न्यूज़ ब्यूरो/अमित कुमार गुप्ता आसनसोल:– रानीगंज सिटीजंस फोरम की तरफ से आज आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के गेस्ट हाउस में आसनसोल के सांसद शत्रुघ्न सिन्हा से मुलाकात की गई इस मौके पर यहां संगठन के सभी पदाधिकारी उपस्थित थे संगठन की तरफ से आसनसोल लोकसभा केंद्र के सांसद शत्रुघ्न सिन्हा से रानीगंज की कुछ समस्याओं को लेकर चर्चा की गई और उनके निराकरण के लिए उनसे अनुरोध किया गया ।

    इस बारे में पत्रकारों से बात करते हुए रानीगंज सिटीजंस फोरम के जनरल सेक्रेटरी प्रदीप नंदी ने कहा कि आज उनके संगठन के पदाधिकारीयों ने सांसद शत्रुघ्न सिन्हा से मुलाकात और उनसे रानीगंज की कुछ ज्वलंत समस्याओं को दूर करने का अनुरोध किया । इनमें सबसे पहली मांग जो संसद के सामने रखी गई वाचिंग रानीगंज को फिर से सब डिवीजन बनाने की मांग प्रदीप नंदी ने कहा कि 1847 से लेकर 1906 तक रानीगंज सबडिवीजन हुआ करता था ।

    लेकिन उसके बाद आसनसोल को सब डिवीजन का दर्जा दे दिया गया इससे उन्हें कोई आपत्ति नहीं है।  लेकिन रानीगंज को भी सबडिवीजन बनाए जाने की जरूरत है । इसके अलावा रानीगंज से जुड़ी और भी कई समस्याओं को लेकर आज संसद के सामने रानीगंज सिटीजंस फोरम के सदस्यों ने अपनी बातें रखी प्रदीप नंदिनी ने कहा कि संसद में उनकी बातों को सुना और उन समस्याओं को लेकर गंभीरता से विचार विमर्श करने का आश्वासन दिया । मौके पर उपस्थित थे विशिष्ट (समाजसेवी एवं व्यवसायई एडवाइजर ) आरपी खेतान  (वर्किंग प्रेसिडेंट) गौतम घटक,(एडवाइजर) दिनेश गुप्ता,(उपाध्यक्ष) बलराम दे, विद्युत पांडे

  • आसनसोल चेंबर ऑफ कॉमर्स भवन में AMC की ओर से एवं आसनसोल चेंबर ऑफ कॉमर्स के सहयोग से प्रॉपर्टी टैक्स शिविर लगाया गया

    आसनसोल चेंबर ऑफ कॉमर्स भवन में AMC की ओर से एवं आसनसोल चेंबर ऑफ कॉमर्स के सहयोग से प्रॉपर्टी टैक्स शिविर लगाया गया

    पब्लिक न्यूज़ ब्यूरो /अमित कुमार गुप्ता आसनसोल :–आसनसोल मुर्गाशोल अन्तर्गत आसनसोल चेंबर ऑफ कॉमर्स भवन में निगम की तरफ़ से  एवं आसनसोल चेंबर ऑफ कॉमर्स के सहयोग से प्रॉपर्टी टैक्स शिविर लगाया गया। मौके पर आसनसोल शहर के व्यापारियों और आम लोगों द्वारा प्रॉपर्टी टैक्स जमा किया गया। नगर निगम की तरफ से लोगों को 10 प्रतिशत की छूट प्रदान की गई। इस संदर्भ में पत्रकारों को जानकारी देते हुए आसनसोल चेंबर ऑफ कॉमर्स के सचिव शंभूनाथ झा ने बताया कि आसनसोल नगर निगम एवं आसनसोल चेंबर ऑफ कॉमर्स के सहायता से चेंबर भवन में प्रॉपर्टी टैक्स लेने का शिविर लगाया गया है। उन्होंने कहा कि इसके द्वारा लोगों को अपना टैक्स जमा करने में सहूलियत मिली है ओर उनको 10 फीसदी की छूट भी दी जा रही है।

    उन्होंने कहा कि यह की शिविर एक ही दिन के लिए लगाया गया है। इसके बाद इस तरह का शिविर नियामतपुर जामुरिया, बराकर, रानीगंज में भी लगाया जाएगा। ताकि वहां का भी   व्यापारी वर्ग एवं आम लोगों को सुविधा मिल पाए इसकी । उन्होंने कहा कि आसनसोल नगर निगम इस कैंप को लगाने का उद्देश्य यह है कि लोगों का जो प्रॉपर्टी टैक्स बकाया है या जो लोग अपना प्रॉपर्टी टैक्स जमा करना चाहते हैं उनको यह मौका मिले और उन्हें 10 फीसदी की छूट भी दी जा रही है। इस कैम्प के माध्यम से नगर निगम को 672016 रूपए की अदायगी हुईं । चेम्बर ऑफ कॉमर्स के सचिव शम्भू नाथ झा ने कहा यह एक अच्छी शुरुआत थी । आने वाले दिनों में इस तरह के और भी शिविर लगायें जायेंगें। शिविर में अध्यक्ष ओम प्रकाश बागड़िया , अशोक अग्रवाल, रितिक घटक, अमर प्रसाद, सुदीप पंसारी, अनिरुद्ध राय, तापस राय चौधरी, अशोक मित्रा, उपस्थित थे। 

  • রাণীগঞ্জ শহরের বিভিন্ন দাবি নিয়ে সিটিজেন ফোরামের সদস্যরা সাংসদের সাথে দেখা করলেন।

    রাণীগঞ্জ শহরের বিভিন্ন দাবি নিয়ে সিটিজেন ফোরামের সদস্যরা সাংসদের সাথে দেখা করলেন।

    পাবলিক নিউজঃ ডেস্ক আলোক চক্রবর্তী আসানসোল:– শুক্রবার দুপুরে আসানসোলে এডিডিএর গেষ্ট হাউসে রাণীগঞ্জের সিটিজেন ফোরামের প্রতিনিধিরা আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার সাথে দেখা করে রাণীগঞ্জ শহরের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করলেন। রানীগঞ্জ সিটিজেন ফোরামের কার্যকরী সভাপতি গৌতম ঘটক জানান তাদের বিভিন্ন দাবি নিয়ে সাংসদের সাথে আলোচনা করা হয়েছে, মূলত তাদের দাবি ১৯০৬ সাল পর্যন্ত রাণীগঞ্জ মহকুমা হিসাবে গন্য হতো পরবর্তী কালে সেটা আসানসোলের সাথে যুক্ত করা হয় ফলে মহকুমা স্তরে কোন কাজ করতে হলে তাদের প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের দাবি রাণীগঞ্জকে পুনরায় মহকুমা হিসাবে মান্যতা দেওয়া হোক, বিভিন্ন দূরপাল্লার ট্রেনে রাণীগঞ্জ আসানসোলবাসীদের টিকিট দেওয়া হয় না ফলে শহরবাসী অসুবিধার সম্মুখীন হয়, হাওড়া যাবার জন্য সকাল সাতটার পর সুপারফাষ্ট ট্রেন না থাকার ফলে ব্যাবসায়ী থেকে সাধারণ জনগণ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হয় তাই সকালের পরে বিকালের মধ্যে সুপারফাষ্ট ট্রেন দেওয়া হোক,রাণীগঞ্জ থেকে বাঁকুড়া যাবার জন্য রেললাইন ও ট্রেনের দাবি রাখা হয়।

    রাণীগঞ্জ শহরে সবজির আড়ত ও মাছের জন্য আলাদা বাজার বানাবার দাবি, রাণীগঞ্জ শহরের সমস্ত রাস্তা নতুনভাবে তৈরি করার দাবী এবং সবথেকে পুরনো শহর হিসাবে রাণীগঞ্জে অডিটোরিয়াম বানাতে হবে তাছাড়া শহরের সৌন্দর্যকরন ও পরিস্কার নিয়ে আলোচনা করা হয় এবং সাংসদ তাদের প্রত্যেক দাবিকে যুক্তিসংগত বলেছেন ও চেষ্টা করছেন রাণীগঞ্জ শহরকে সুন্দর ভাবে গড়ে তুলতে তারসাথে রেলওয়ে কতৃর্পক্ষর সাথে কথা বলবেন। উপস্থিত ছিলেন আর পি খাইথান সমাজসেবী ও ব্যবসায়ী(এডভাইজার), (ওয়ারকিং প্রেসিডেন্ট )গৌতম ঘটক, (সেক্রেটারি) প্রদীপ নন্দী, (এডভাইজার) দীনেশ গুপ্তা, বলরাম দে, বিদ্যুৎ পান্ডে

  • দিল্লির রেলের ঠিকাদার মুকেশ চাওলার গাড়ি থেকে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতায়ের ঘটনায় চলতি মাসের ৬ তারিখ গ্রেপ্তার হয় বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের রাঁচি থেকে আরো একজনকে গ্রেফতার করে।

    দিল্লির রেলের ঠিকাদার মুকেশ চাওলার গাড়ি থেকে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতায়ের ঘটনায় চলতি মাসের ৬ তারিখ গ্রেপ্তার হয় বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের রাঁচি থেকে আরো একজনকে গ্রেফতার করে।

    পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর:– দিল্লির রেলের ঠিকাদার মুকেশ চাওলার গাড়ি থেকে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতায়ের ঘটনায় চলতি মাসের ৬ তারিখ গ্রেপ্তার হয় পুলিশের এসআই অসীম চক্রবর্তী, সিআইডির এসআই চন্দন চৌধুরী, বরখাস্ত হওয়া এইট ব্যাটেলিয়ানের কর্মী মৃত্যুঞ্জয় সরকার সহ ছয়জন। তদন্তের ভিত্তিতে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেফতার হয় আরো ১ জন। দুর্গাপুর থানা পুলিশ তদন্তের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের রাঁচি থেকে আরো একজনকে গ্রেফতার করে দুর্গাপুর আদালতে তাকে তুলে শুক্রবার একটাই । ধৃত ব্যক্তির নাম অঙ্কিত সিং। দুর্গাপুর থানার পুলিশ শুক্রবার দুপুর ১ টায় ধৃত কে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। পুলিশ হেফাজত নিয়ে তার কাছে পুলিশ জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু জানার চেষ্টার জন্য দুর্গাপুর আদালতে বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন।

  • সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

    সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

    পাবলিক নিউজঃ ডেস্ক সালানপর :– কথায় আছে রক্তদান মহান দান , তাই সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শচীন নাগের উদ্যোগে এবং আসানসোল ব্লাড ব্যাংকের সহযোগিতায় বৃহস্পতিবার জেমারি দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের।যেই শিবিরের উদ্বোধন করেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসী সহ আরো বিশিষ্টজনেরা।এদিন সমস্ত রক্তদাতাদের হাতে গোলাপ ফুল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

    এদিন বিধায়ক বিধান উপাধ্যায় বলেন রক্তদান মহান দান তাই যারাই এই দান করে থাকে তারা মানুষের জীবন দান করে থাকে।তাই আমার অনুরোধ এই শিবিরে সবাই এগিয়ে এসে রক্তদান করুন।যাতে রক্তের সংকট দূর হয়।এদিন ব্লকের যুব সভাপতি শচীন নাগ বলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজ জেমারী দূর্গা মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।আমাদের উচিত রক্ত সংকট দূর করতে সবাই মিলে রক্তদান করা।তাছাড়াও এদিন শিবিরে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ আরমান,সহ সভাপতি ভোলা সিং সহ আরো অনেকে।

  • কল্যা পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র মিলিত ভাবে পালন করলো পুষ্টি দিবস

    কল্যা পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র মিলিত ভাবে পালন করলো পুষ্টি দিবস

    পাবলিক নিউজঃ ডেস্ক সালানপুর:-সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের সমস্ত অঙ্গন ওয়াড়ি কেন্দ্র মিলিত ভাবে
    ঢাড়াসপুর শীতলা মন্দির সংলগ্ন ১৯৯ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে পুষ্টি দিবস পালন করা হয়।যেখানে উপস্থিত হন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।রাজ্য সরকারের নির্দেশে প্রতি বছরের মতো এই বছরও আইসিডিএস কেন্দ্রের কর্মী ও সহায়িকারা কেন্দ্রের বাচ্চাদের পুষ্টিগত মান সহ বিভিন্ন আলোচনা করেন।তাছাড়াও ব্যানার ফেস্টুন নিয়ে একটি রেলি বের করা হয়।এই পুষ্টি দিবসে পুষ্টি নিয়ে আলোচনা করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপার ভাইজার সহ আসানসোল পৌরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।

    বিধায়ক খুব স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন যেকোনো খাদ্যে পুষ্টি রয়েছে।তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই পুষ্টি দিবস পালন করা হয়। তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, জেলা পরিষদ সদস্য বেবি মন্ডল,অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার তপতি লায়ক, পামলি সরকার,কল্যা গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত পাতর, সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।