
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল :– আসানসোলের জিটি রোডের পাশে অবৈধভাবে পার্কিং করা গাড়ীগুলোর বিরুদ্ধে অভিযান। বুধবার বিকালে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক দপ্তরের আধিকারিকরা আচমকা মূখ্য ডাকঘর থেকে আসানসোল পৌরনিগমের গেট পর্যন্ত অবৈধভাবে পার্কিং করা স্কুটার মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালান।












Leave a Reply