
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:– মঙ্গলবার দুপুরে আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সাথে কুলটির বিভিন্ন সমস্যা নিয়ে দেখা করলেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার। অজয় পোদ্দার জানান কুলটিতে সিএসআরের কাজ বাকি আছে সেসব নিয়ে আলোচনা করা হয় তিনি কাজ গুলো তাড়াতাড়ি শেষ করার নির্দেশ দিয়েছেন তাছাড়া কুলটিতে পাণীয় জলের সমস্যা নিয়ে কথা হয়েছে মেয়র জানিয়েছেন কুলটির ইস্কো কারখানার সংলগ্ন জায়গায় জনবসতিতে পাণীয় জলের সমস্যা পৌরনিগমের টীম আগামী শুক্রবার পরিদর্শনে গিয়ে সমাধানের চেষ্টা করবেন। মেয়র বিধান উপাধ্যায় জানান কুলটির কিছু সমস্যা নিয়ে বিধায়কের সাথে কথা হয়েছে।












Leave a Reply