

পাবলিক নিউজঃ আসানসোল অলোক চক্রবর্তী:– আসানসোল সাউথ তৃনমুল যুব কংগ্রেসের তরফে রবিবার বার্নপুরের ত্রিবেণী মোড়ের পার্টি অফিসে স্বামী বিবেকানন্দর ১৬৩ তম জন্মজয়ন্তী পালন করা হয়। এই উপলক্ষে স্বামীজির ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সভাপতি অভীক গোস্বামী সহ অন্যান্যরা । এর পাশাপাশি ১৫১ গরীব মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। একইসাথে একটি বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিলো। সেই প্রতিযোগিতায় ৯৫ জন প্রতিযোগী অংশ নেয় বলে জানা গেছে।










Leave a Reply