

Public নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল/বারাবানী :– রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্কুলের পড়ুয়াদের মধ্যে সবুজ সাথী প্রকল্পের অধীনে সমস্ত স্কুল পড়ুয়াদের একটি করে সাইকেল দেবার কথা ঘোষণা করেছিলেন। ইতিপূর্বে সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ করা হয়েছিল দীর্ঘদিন পর মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পুনরায় সাইকেল বিতরণের কথা ঘোষণা করেন। বুধবার সকালে দোমহানি বয়েস এবং গার্লস স্কুলে প্রায় সাড়ে চারশো পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে











Leave a Reply