

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– রাজ্যের মুখমন্ত্রীর হুশিয়ারীর পরে বালির দাম দ্বিগুনের বেশি তাই হাত জোড় করে মুখমন্ত্রী কে আবারো হুশিয়ারী না দেওয়ার অনুরোধ CPIM নেতার তাঁদের দাবি বালিচোর কালোবাজারি করছে!রাজমিস্ত্রি লেবার কাজ হারাচ্ছে!এই কর্মসূচি নিয়ে CPIM এর কুলটি এরিয়া কমিটি ১নেতৃত্বে ও কর্মী সমর্থকেরা নিয়ামতপুরে যেখানে মাথায় ধামাতে করে বালি নিয়ে প্রতিবাদ মিছিল করেন!মিছিলে উপস্থিত ছিলেন কুলটি এরিয়া ১ কমিটির সম্পাদক দেবানন্দ প্রসাদ!তিনি বলেন গরিবমানুষের পেটে লাথ পড়েছে রাজমিস্ত্রি শ্রমিক কাজ হারাচ্ছে বালির অসামান্য দাম বাড়িয়েদিয়েছে আজকে চার হাজার সাড়ে চার হাজার বালি জে বালি আগে ১২০০ থেকে ১৫০০টাকা বিক্রি হতো আজ তা চার সাড়েচার হাজার দামে বিক্রি হচ্ছে তাই মুখমন্ত্রী কে হাত জোড় করে আবেদন করছি আর আপনি হুশিয়ারী দেবেন না আপনার হুশিয়ারীতে জে বালির দাম দ্বিগুনের বেশি হয়েগেছে আবার দ্বিতীয় বার হুশিয়ারী দিলে ঐ দাম কোথায় যাবে আমরা জানিনা আর এই হুশিয়ারীর মানে পসিচমবঙ্গের মানুষ বুঝে গেছে এটা ২৫ শতাংশ আর ৭৫ শতাংশর ভাগেরই ব্যাপার !










Leave a Reply