রূপনারায়ানপুর ফাঁড়ির তরফে মুচিডি গ্রাম ছোট ছোট শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ

পাবলিক নিউজঃ আসানসোল /সালানপুর:-আজ আদিবাসী ভাষা দিবস।তাই রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ অরুনাভ ভট্টাচার্যের উদ্যোগে মুচিডি গ্রামে ভাষা দিবস অনুষ্ঠানে গিয়ে ছোট ছোট আদিবাসী ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ তুলে দিলেন রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ অরুনাভ ভট্টাচার্য।প্রায় তিনি ৪০জন আদিবাসী ছাত্রছাত্রীর হাতে স্কুল ব্যাগ তুলেদেন।পাশাপাশি আল্লাডি মোড়েও ভাষা দিবস অনুষ্ঠানের মধ্যে ৫০টি কম্বল প্রদান করলেন রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ অরুনাভ ভট্টাচার্য।এদিন তিনি জানান পুলিশ সব সময় সামাজিক কাজে মানুষের পাশে থাকে।তাই আমরা চাই আদিবাসী সমাজের সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশুনায় এগিয়ে এসে তাদের সমাজের ও দেশের নাম উজ্জ্বল করুক।তাই সামান্য সহযোগিতা রূপে আজ ছোট ছোট শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হলো তাছাড়া শীতের কথা মাথায় রেখে আল্লাডিতে কম্বলও দেওয়া হলো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts