

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– সোমবার রাত্রে হীরাপুর থানায় বার্ণপুর এলাকায় রুট নিয়ে একটা বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন কালিপূজার সময় বার্ণপুর এলাকায় দর্শনার্থীদের ভীড় সামলাতে চারচাকা ও দুচাকার গাড়ীর রুট নিয়ে একটা বৈঠক করা হয়। এই বৈঠকে পার্কিং, বিসর্জ্জন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে এসিপি ঈপ্সিতা দত্ত হীরাপুর থানার আধিকারিক, প্রবীর ধর সহ বিভিন্ন পূজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।





Leave a Reply