

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী বার্নপুর:– সেইল – ইস্কো কারখানার স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে সোমবার একদিনের হরতালের ডাক দিয়েছিল পাঁচটা শ্রমিক সংঘটনের সদস্যরা, হরতালে অংশগ্রহণকারীরা সকাল থেকে কারখানা ঢোকার মুখে বিরোধ প্রদর্শন করে গাড়ী সহ সব যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বাম শ্রমিক সংঘটন সিটুর দাবি শ্রমিকদের স্বার্থে হরতালের ডাক দেওয়া হয়েছে কিন্তু কতৃর্পক্ষ কিছু শ্রমিকদের বিভ্রান্ত করে তাদের হরতালে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে বলেছেন তাদের দল সেইসব প্ররোচনায় পা দেওয়া শ্রমিকদের মূল স্রোতে নিয়ে আসা। বিএমএসের নেতা জানান তাদের বকেয়া বেতন, পিএফ, গ্র্যাচুয়িটি, কার্ড সহ বিভিন্ন দাবি নিয়ে তাদের হরতাল ডাকা হয়েছিল। কতৃপক্ষ তাদের দাবি মানলেও ঠীকা শ্রমিকদের কেন্দ্রীয় সরকারের বেতনের সমপরিমাণ বেতন দিতে হবে দূর্গাপুর কারখানা ঠীকা শ্রমিকদের কেন্দ্রীয় সরকারের ঘোষিত বেতন দিলেও বার্ণপুরের সেইল – ইস্কো কতৃর্পক্ষ সেই বেতন দিতে রাজী নয় তাদের দাবি দূর্গাপুরের ডিএসপি কারখানার মতো বার্ণপুরের সেইল – ইস্কো কারখানার শ্রমিকদের সেই বেতন দিতে হবে।






Leave a Reply