
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– রাণীগঞ্জ শহরকে মহকুমা বানানো, রাণীগঞ্জ শহরে বাসস্ট্যান্ড বানানো, রাণীগঞ্জ এলাকায় রাস্তা প্রশস্ত করা, পার্কিং করা প্রভৃতি ১৬ টা দাবি নিয়ে জেলা শাসকের সাথে দেখা করলেন রাণীগঞ্জ শহরের চেম্বার অফ কমার্সের ১০ জনের প্রতিনিধিরা। রাণীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি রোহিত খৈতান জানান রাণীগঞ্জ শহরের বিভিন্ন সমস্যা নিয়ে ১০ জনের প্রতিনিধিরা ১৬ দফা দাবি নিয়ে জেলা শাসকের সাথে দেখা করলেন, জেলা শাসক তাদের দাবিগুলো শোনার পর অবিলম্বে কার্যকর করার আশ্বাসন দিয়েছেন।





Leave a Reply