

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– আগামী ১৪ ই অক্টোবর এবং ১৫ ই অক্টোবর দূর্গাপুর এবং আসানসোলে পূজা কার্ণিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছে। কার্নিভালের প্রাক্কালে ভগৎ সিং মোড় থেকে বি এন আর মোড় সহ এলাকা পরিদর্শনে জেলা শাসক এস পন্নাহবলম, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী সহ বিভিন্ন পুলিশ আধিকারিক, ট্রাফিক আধিকারিক উপস্থিত ছিলেন। পরিদর্শন করে কার্নিভালের যাতায়াতের রাস্তা, অনুষ্ঠান প্রদর্শনের জায়গা এবং দর্শনার্থীদের বসার জায়গা নিয়ে পরিকল্পনা করা হয় সাথে নির্দেশ দেওয়া হয় দর্শনার্থীদের বসার জায়গা ঠীকমতো করার গত বছর দর্শনার্থীরা ভালোভাবে প্রতিমা কার্ণিভ্যাল দর্শন করতে পারে নি সেই কারণে খুব সতর্কতার সাথে দর্শকদের বসার জায়গা করার নির্দেশ দেওয়া হয়।




Leave a Reply