পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– শুক্রবার সকালে আসানসোলের ভগৎ সিং মোড় এলাকা পরিদর্শনে যান আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ আসানসোল পৌরনিগমের আধিকারিকরা। ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান আসানসোল শহরে ঢোকার মুখে ভগৎ সিং মোড় এলাকায় সৌন্দর্যায়নের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করা হয়েছে। ভগৎ সিং মোড় থেকে সেনরেল যাবার রাস্তায় উচ্ছেদ হওয়া জায়গায় গাছ লাগানো হবে যাতে আসানসোল শহরে আসা পর্যটকরা শহরের সৌন্দর্যায়ান দেখে খুশী হয়।