
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– প্রায় দু’বছর পর বীরভূমের বাঘ অনুব্রত মন্ডল নিজের জন্মভূমিতে ফিরছেন, দু’বছর আগে গরু পাচার সহ একাধিক মামলায় সিবিআই এবং ইডি অনুব্রত মন্ডলকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে সিবিআই। আসানসোলের বিশেষ সচিব আদালতে তার বিচার চলছে এবং তাকে সিবিআই হেফাজতে আসানসোল সংশোধনাগারে তাকে রাখা হয়েছিল পরে মামলায় প্রভাব পড়তে পারে বলে সচিব মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করা হয় ,


সেখানে বিচারক তাকে তিহাড় জেলে পাঠান সেখানে দীর্ঘদিন মামলা চলার পর সিবিআইয়ের মামলায় জামিন পাবার পর ইডির মামলা তেও জামিন পাবার পর। সোমবার বিচারক তাকে জেলমুক্তির নির্দেশ দেবার পর তার মেয়ে সকালে তিহাড় জেলে গিয়ে অনুব্রত মন্ডলকে নিয়ে বীরভূমের উদ্দেশ্যে রওয়ানা হন।

Leave a Reply