

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:-এগিয়ে এসেছে বাঙালীদের সর্ব্বশ্রেষ্ঠ উৎসব তার প্রাক্কালে আসানসোল পৌরনিগমের এক বিশেষ বোর্ড মিটিং হয়ে গেলো আসানসোল পৌরনিগমে। আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী জানান দূর্গাপূজার আগে বিশেষ বোর্ড বৈঠকে পাণীয় জলের অব্যাবস্থা নিয়ে বেশীরভাগ কাউন্সিলর অভিযোগ জানান, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান আসানসোল পৌরনিগমের কয়েকজন ইঞ্জিনিয়ার সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাজ করার পর তারা ছুটি নিয়ে নেয় ইতিমধ্যে শহরে পাণীয় জল নিয়ে সংকট তৈরী হলে তাদের কোন সহযোগিতা পাওয়া যায় না ঐসব ইঞ্জিনিয়ারদের সরাবার দাবি রাখার পাশাপাশি একটা উচ্চ স্তরীয় কমিটি গঠন করা হবে যারা শহরে পাণীয় জলের সমস্যা নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


দূর্গাপূজার আগে সমস্ত পুকুরের ঘাটে লাইট লাগানো হবে যাতে পূজা কমিটিদের কোন সমস্যা না হয় তাছাড়া বর্ষার জলে শহরের বিভিন্ন রাস্তা খারাপ হয়ে গেছে পূজার আগে সব রাস্তা সাময়িক ভাবে মেরামত করা হলেও শীতকালে সব রাস্তা পাকাপাকি ভাবে মেরামত করার জন্য ওয়ার্ক অর্ডার করা হয়েছে। আসানসোল পৌরনিগমের স্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয় এবং সবার সময়মতো বেতন নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply