
পাবলিক নিউজঃ ডেস্ক /আলোক চক্রবর্তী সালানপুর:-সালানপুর ব্লকের অন্তর্গত রূপনারায়পুর পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলি একত্রিত ভাবে শুক্রবার দিন রূপনারায়পুর নান্দনিক হলে পুষ্টি দিবস পালন করা হয়।যেখানে উপস্থিত হন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস।প্রতি বছরেরমত এই বছরও আইসিডিএস কেন্দ্রের কর্মী ও সহায়িকারা কেন্দ্রের বাচ্চাদের পুষ্টিগত মান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই পুষ্টি দিবস পালন করা হয়। তাছাড়া এদিন পুষ্টি দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সমাজসেবী ভোলা সিং,অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপার ভাইজার তপতি লায়েক সহ আরো অনেকে।

Leave a Reply