আলোক বুধবার রাত্রে আসানসোল:- কল্যানপুর হাউসিং থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত নাগরিকরা মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভে ছোট বাচ্চা থেকে বয়স্করা অংশগ্রহণ করেছিল। তনুশ্রী রায় নামের এক বিক্ষোভকারনী জানান মহিলাদের কর্মক্ষেত্রে সুরক্ষার নিশ্চয়তা, তিলোত্তমার খুনী এবং ধর্ষনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুভবুদ্ধিসম্পন্ন নাগরিকরা পথে নেমেছেন এবং এই লড়াই জারি থাকবে। অদিতি সেনগুপ্ত নামে আরো এক বিক্ষোভ কারিনী ক্ষোভের সাথে বলেন তিনি জানতেন ৫ তারিখ তিলোত্তমার বিচার সুপ্রিম কোর্টে হবে কিন্তু বিচারক অসুস্থ থাকার কারণে ৫ তারিখ কোর্টে বিচার হবে না। তিলোত্তমার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কল্যানপুর থেকে ভগৎ সিং মোর পর্যন্ত মহিলারা মোমবাতি জ্বালিয়ে বিশাল রাস্তায় দাঁড়িয়ে ন্যায় বিচারের দাবি করছেন।



Leave a Reply