আরজিকর ঘটনা নিয়ে যখন সঞ্জীব ঘোষ আর্থিক দুর্নীতি ঘটনায় উত্তাল রাজ্য। তখন খোঁজ পাওয়া গেল তার মামা গৌতম সরকারের ।

আরজিকর ঘটনা নিয়ে যখন সঞ্জীব ঘোষ আর্থিক দুর্নীতি ঘটনায় উত্তাল রাজ্য। তখন খোঁজ পাওয়া গেল তার মামা গৌতম সরকারের ।
যিনি আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত দক্ষিণ থানার এলাকার বাসিন্দা।
গৌতম বাবু বলেন , তার তখন বিয়ে হয়নি সেই সময় তার ভাগ্নে রামকৃষ্ণ মিশনে ভর্তি হওয়ার তাগিদে ক্লাস সেভেনে কলকাতা থেকে চলে আসে আসানসোলে।
পড়াশোনায় সুদক্ষ এবং পদ্য ও গদ্য লেখার ব্যাপারে পারদর্শী ছিলেন তার ভাগ্নে।
মামার বাড়ির জানা গেছে বর্তমানে তারা এখন অসহায় । সন্দীপ ঘোষের মামিমা
তার কথায় গৌতম বাবু ক্যান্সার রোগে আক্রান্ত এটা জানার পর সন্দীপ বাবুর মোবাইল নাম্বার জোগাড় করে । মোবাইল নাম্বার জোগাড় করে ভাগ্নের অর্থাৎ সন্দীপ ঘোষ গত মার্চ মাসে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন আরজি করে ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts