

পাবলিক নিউজঃ আসানসোল :– ১০ দিন ধরে পানীয়জলের সংকট। তাই আসানসোলের কুলটি সেল গ্রোথ ওয়ার্কস ( ইস্কো ) কারখানার গেটের সামনে পানীয় জলের দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখালেন আসানসোল পুরনিগমের ৬২ নম্বর ওয়ার্ডের কুলটি নিউ কলোনির বাসিন্দারা। এদিন নিউ কলোনির মহিলা ও পুরুষেরা একজোট হয়ে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান।
বিক্ষোভকারীরা বলেন, নিউ কলোনি এলাকায় প্রায় ১০ দিন থেকে জলের সমস্যা রয়েছে। আসানসোল পুরনিগম ও পিএইচই ট্যাঙ্কার করে জল পাঠাচ্ছে। কিন্তু তাতে এতো মানুষের পানীয়জলের সমস্যা মিটছে না। তাই জলের দাবিতে আমরা এদিন কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখালাম। পরে এলাকার বাসিন্দাদের সঙ্গে কারাখানা কতৃপক্ষ পানীয়জলের সমস্যার সমাধানের জন্য কথা বলেন।
এই প্রসঙ্গে ওয়ার্ড কাউন্সিলারের প্রতিনিধি সদানন্দ মন্ডল বলেন, কারখানা কতৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা বলেছেন যেখান থেকে জল আসে, সেখানে জল নেই। তারা ডিভিসির সঙ্গে দামোদর নদীতে বেশি করে জল ছাড়ার জন্য বলেছেন। কারখানা কতৃপক্ষ আশ্বাস দিয়েছেন যে, তারা এই সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করছেন।







Leave a Reply