পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– শণিবার সকালে আসানসোল দক্ষিণ থানার কাঁকড়সোলে বিদ্যুৎ দপ্তরের হাই টেনশন তারের জন্য খুঁটি লাগানো নিয়ে উত্তেজনা ছড়ায়, গ্রামীণ এবং পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয় খবর পেয়ে পুলিশের বিরাট বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শণিবার সকালে আসানসোল পৌরনিগমের ৫৮ নং ওয়ার্ডের কাঁকড়সোলে এক গ্রামবাসীর জমির উপর জোরকরে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা জেসিবি এনে মাটি খোঁড়ার কাজ করছিল খবর পেয়ে গ্রামবাসীরা বাধা দিতে গেলে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানাবার পর আসানসোল দক্ষিণ থানা থেকে পুলিশ গিয়ে গ্রামবাসীদের সরিয়ে দেবার চেষ্টা করে কিন্তু গ্রামবাসীরা আরো একত্রিত হয়ে কাজে বাধা দেয় এবং কার্যত পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়।

গ্রামবাসী পুস্পা বাউড়ী জানায় সরকার থেকে তাদের অবর্তমানে তাদের কোন খবর না দিয়ে তাদের জমিতে মাটি খোঁড়ার কাজ করছে তারা বাধা দিতে গেলে পুলিশ প্রশাসন তাদের আটকায়। গ্রামবাসী আরো জানান কিছুদিন আগে সরকার থেকে তাদের গ্রামে এসেছিল গ্রামবাসীদের জমির উপর দিয়ে বিদ্যুৎ পরিবাহী হাই টেনশন তারের জন্য খুঁটি লাগানো কাজের জন্য তারা তখন বাধা দেয় এইভেবে জমির উপর দিয়ে হাই টেনশন তার গেলে সেখানে বাড়ী করা থেকে কোন কাজ করা যাবে সেই কারণে তারা জমি দিতে রাজী হয় না এবং শণিবার সকালে তারা জেসিবি এনে মাটি খোঁড়ার কাজ শুরু করে বাধা দিতে গেলে পুলিশ এসে জানায় সরকার থেকে তাদের তিনবার নোটিশ পাঠানো হয়েছে তারপর তারা কাজ করছে কিন্তু পুস্পার বক্তব্য তারা সরকার থেকে কোন নোটিশ পায় নি। জমি খোঁড়ার কাজের জন্য জেসিবি সরিয়ে নেবার দাবিতে পুলিশের সাথে ধস্তাধস্তি হবার পর আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে থাকা সব থানায় খবর দিলে বিশাল পুলিশ বাহিনী এসে গ্রামবাসীদের সাথে কথা বলে অবস্থা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। গ্রামবাসীদের মধ্যে পুস্পা বাউড়ী ছাড়া জয় বাউড়ী, মানিক বাউড়ী, আদেশ বাউড়ী, তপন বাউড়ী সহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।