

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:- স্বচ্ছতা হি সেবা কার্যক্রমে সোমবার আসানসোল পৌরনিগমের বিভিন্ন জায়গায় সাফাই কর্মীরা এলাকা পরিস্কার করলো। আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানান গত ১৭ সেপ্টেম্বর থেকে ২ রা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা হি সেবা কার্যক্রমে আসানসোল শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার অভিযান শুরু হলো ।


সোমবার তারা আসানসোল পৌরনিগমের সামনে রাস্তা পরিস্কার করার সাথে সাথে শহরের বিভিন্ন রাস্তা পরিস্কার করবে, ঘরে ঘরে গিয়ে আবর্জনা নিয়ে আসা, শহরের বিভিন্ন জায়গায় ময়লা জমা করার জায়গা পরিস্কার করবে এরসাথে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির করা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। মেয়র পরিষদের সদস্য মানস দাস জানান স্বচ্ছতা হি সেবা কার্যক্রমে আসানসোল শহরকে পরিস্কার পরিচ্ছন্ন করা হবে তাছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে এবং রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে।

Leave a Reply