
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– দূর্গাপুরের ফরিদপুর থানার নাকড়াকোন্দাতে এক ভয়াবহ হত্যা কান্ডে এলাকায় চাঞ্চল্য ছড়ায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায় ২২ বছরের অনিল ভুঁইয়া তার স্ত্রী ৩০ বছরের পুস্পা ভুঁইয়াকে খুন করে নিজে এ্যাডবেষ্টারের লোহার এঙ্গেলে ফাঁসি লাগিয়ে নেয়। মৃতর মা জানকী ভুঁইয়া জানান, ২৮ তারিখ রাত্রে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় প্রায় অশান্তি হতো তাই তিনি খোঁজ নিতে যান নি ২৯ তারিখ সকাল ছটার সময় তার ছেলেকে ডাকতে গিয়ে দেখে দরজা খোলা তিনি ঘরে ঢুকে দেখেন পুস্পা ভুঁইয়া মেঝেতে মৃত অবস্থায় সম্বভত তাকে ভারী কোন জিনিস দিয়ে তার মাথায় আঘাত করাতে সে মারা গেছে তারপর তার ছেলে এ্যাডবেস্টারের এ্যাঙ্গেলে ফাঁসি লাগিয়ে নিয়েছে।



Leave a Reply