রানীগঞ্জের বড়দই এলাকায় গজিয়ে ওঠা প্রায় আটটি অবৈধ কয়লা খনিমুখে কয়লা তোলার আগেই সেই সকল কয়লা খনির মুখগুলিকে ভরাট করে দিতে তৎপর হলো ADPC রানীগঞ্জ থানার

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী রানীগঞ্জ :– রানীগঞ্জের বড়দই এলাকায় গজিয়ে ওঠা প্রায় আটটি অবৈধ কয়লা খনিমুখে কয়লা তোলার আগেই সেই সকল কয়লা খনির মুখগুলিকে ভরাট করে দিতে তৎপর হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। কয়েকদিন আগেই বড়দই এলাকার মানুষজনদের কাছে এলাকায় অবৈধ কয়লা খনি গজিয়ে উঠছে, এই অভিযোগ পেয়েছিল পুলিশ এবার সেই সকল কয়লা খনি মুখ গুলিকে ভরাট করে দিতে উদ্যোগ গ্রহণ করল রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। স্থানীয় এলাকার মানুষ জানান এরূপভাবে অবৈধ কয়লা খাদান গজিয়ে উঠেছে বলেই দাবি করেছিল, সেই সব বিষয়গুলি পুলিশ প্রশাসন লক্ষ্য করে এবার কড়া ব্যবস্থা গ্রহণ করল আজ সকাল থেকেই এলাকায় একটির পর একটি কয়লা খাদান ভরাট করতে তৎপর হয়েছে পুলিশ। এ মুহূর্তে চলছে জোর কদমে খাদান ভরাটের কাজ। এ মুহূর্তে খাদান ভরাট করতে হাজির হয়েছেন রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির সদ্য দায়িত্বপ্রাপ্ত আইসি করতার সিং সঙ্গে উপস্থিত হয়েছেন সাব-ইন্সপেক্টর কুন্তল হালদার। তারা এদিন ১টির পর একটি কয়লা খাদান ভরাট করতে শুরু করেছেন। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে কোন অবৈধ কাজ বরদাস্ত করা হবে না। কোনরূপ কোন অভিযোগ পেলেই কড়া হাতে মোকাবেলা করা হবে। এদিন এই অবৈধ খাদান গুলি ভরাট করতে পুলিশ প্রশাসন তৎপর হলেও ই সি এল কর্তৃপক্ষের কোথাও কোন দেখা মেলেনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts