রবিবার, বার্নপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্নপুর স্টেডিয়ামের বিইউসি কনফারেন্স হলে একটি “স্বেচ্ছায় রক্তদান শিবির”-এর আয়োজন করা হয় ।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী বার্নপূর:– রবিবার, বার্নপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্নপুর স্টেডিয়ামের বিইউসি কনফারেন্স হলে একটি “স্বেচ্ছায় রক্তদান শিবির”-এর আয়োজন করা হয় । মূলত এই শিবিরটি গত ১৫ই সেপ্টেম্বর ২০২৪ প্রকৌশলী দিবস (Engineers’ Day) উপলক্ষে আয়োজন করা হয়েছিল, কিন্তু সেই দিন আবহাওয়া অনূকুল না হওয়ায় উদ্যোক্তারা সেই দিন বাতিল করে ২৯-০৯-২০২৪ তারিখ পুনঃনির্ধারণ করে । আজকের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে ডা. সুশান্ত সিনহা, সিএমও আই/সি (মেডিকেল অ্যান্ড হেলথ সার্ভিসেস) – সেইল ইস্কো স্টীল প্ল‍্যান্ট, বিশেষ অতিথি হিসেবে ডা. মনীশ কুমার, বার্নপুর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের অধিকর্তা এবং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক সুব্রত বন্দ্যোপাধ্যায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রক্তদান শিবিরে অংশগ্রহণকারী সকল রক্তদাতাদের শংসাপত্র ও স্মারক (মেমেন্টো) দিয়ে সম্মানিত করা হয়। বার্নপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লব কুমার মান্না আমাদের প্রতিনিধি কে বলেন, বার্নপুর হাসপাতালের সহযোগিতায় এই মহৎ উদ্দেশ্যে প্রথমবারের মতো এমন একটি ক্যাম্প আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও অভিভূত। তিনি আরও বলেন, বার্নপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেইল ইস্কো স্টিল প্ল্যান্টে কর্মরত সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদবী, উচ্চ শিক্ষা এবং অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার পাশাপাশি, সমাজের প্রতিও দায়বদ্ধ এবং এই উদ্দেশ্যে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এই শিবিরের তত্ত্বাবধানে ছিলেন অ্যাসোসিয়েশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক মীর মুসাররফ্ আলী আমাদের প্রতিনিধি কে জানান ক্যাম্প থেকে মোট পঁচিশ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় যা বার্নপুর হাসপাতাল ব্লাড ব‍্যাঙ্কে দেওয়া হয় ।অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি সোমনাথ মাজি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল রক্তদাতা, অতিথি, বার্নপুর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীবৃন্দ ও অ্যাসোসিয়েশনের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts