পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী /প্রকাশ দাস শালানপুর :– ১২ দফা দাবি নিয়ে বৃহস্পতিবার সালানপুর বিডিও দপ্তরে আদিবাসী সম্প্রদায়ের জনগণ বিক্ষোভ দেখান। লক্ষীন্দর টুডু জানান কিছু অসাধু লোক জাল শংসাপত্র বানিয়ে তফসিলি জাতি উপজাতিদের সুবিধা ভোগ করছেন ফলে আদিবাসীরা বঞ্চিত হচ্ছেন অবিলম্বে তদন্ত করে সেইসব শংসাপত্র বাতিল করতে হবে।

কিছু জমি মাফিয়া বিএলআরওর সাথে যোগসাজস করে আদিবাসী সম্প্রদায়ের জমি নিজেদের নামে স্থানান্তরিত করে নিচ্ছে এবং সেই জন্য বিএলআরও দপ্তর অফিস সময়ের পর খোলা হয় এবং গভীর রাত পর্যন্ত খোলা থাকে, সরকারি নিয়ম অনুযায়ী সাধারনত সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে কিন্তু সালানপুর বিএলআরও দপ্তর বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে এবং সেই সময় জমি মাফিয়াদের ভীড় থাকে বিডিওকে সব অভিযোগ জানাবার পর তিনি সবাইকে তার ফোন নং দিয়ে আশ্বস্ত করলেন তিনি সবকিছুর তদন্ত করবেন এবং ভবিষ্যতে কোন অসামাজিক কার্যকলাপে তাকে খবর দিতে।